ETV Bharat / city

অসুস্থ CPI(M) নেতা রবীন দেব - সিপিএম নেতা রবীন দেব হাসপাতালে ভরতি

পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি হলেন CPI(M) নেতা রবীন দেব ৷ চিকিৎসকরা জানিয়েছেন, আগামী 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে ৷ আপাতত অবস্থা স্থিতিশীল ৷

ফাইল ছবি
author img

By

Published : Nov 19, 2019, 12:52 AM IST

Updated : Nov 19, 2019, 8:37 AM IST

কলকাতা, 19 নভেম্বর : পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি হলেন CPI(M) নেতা রবীন দেব ৷ গতরাত সাড়ে ন'টা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন আগামী 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে ৷ আপাতত অবস্থা স্থিতিশীল ৷

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 1992 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি । সম্প্রতি আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন ৷ গতকাল সকাল থেকেই অসুস্থ ছিলেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন অগ্নাশয়ের সমস্যা নিয়ে তিনি ভরতি হয়েছেন ৷

কলকাতা, 19 নভেম্বর : পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি হলেন CPI(M) নেতা রবীন দেব ৷ গতরাত সাড়ে ন'টা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন আগামী 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে ৷ আপাতত অবস্থা স্থিতিশীল ৷

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 1992 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি । সম্প্রতি আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন ৷ গতকাল সকাল থেকেই অসুস্থ ছিলেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন অগ্নাশয়ের সমস্যা নিয়ে তিনি ভরতি হয়েছেন ৷

Intro:পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সিপিআইএম নেতা রবীন দেব। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।


Body:চিকিৎসকরা তাকে আগামী ৪৮ ঘন্টা গভীর পর্যবেক্ষণে রাখতে চান। সি পি আই এম পার্টির কেন্দ্রীয় কমিটির এই সদস্যদের এখন বয়স সত্তর বছর। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি।
২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ছিলেন সরকারি দলের মুখ্য সচেতক।
আজ সকাল থেকেই অসুস্থ ছিলেন রবীন দেব। রাজ্যে আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। নিয়ম করে রাজ্যের সিপিআইএম এর সদর দপ্তর মুজাফফর আহমেদ ভবনে পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করেন তিনি। রবীন দেব অগ্নাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


Conclusion:
Last Updated : Nov 19, 2019, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.