ETV Bharat / city

Manab Mukherjee: সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মানব মুখোপাধ্যায় - Manab Mukherjee hospitalised

সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি (CPIM leader)৷

cpim-leader-manab-mukherjee-admitted-to-hospital-in-kolkata
সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মানব মুখোপাধ্যায়
author img

By

Published : Aug 9, 2022, 10:12 AM IST

Updated : Aug 9, 2022, 10:53 AM IST

কলকাতা, 9 অগস্ট: গুরুতর অসুস্থ সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)। শনিবার রাতেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে (Manab Mukherjee hospitalised)।

হাসপাতাল সূত্রে খবর, মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে প্রাক্তন মন্ত্রীর । তাই এখনই হয়তো তাঁর অপারেশন করা সম্ভব হবে না । সে কারণে তিনি কথাও বলতে পারছেন না বলে জানা গিয়েছে । তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ ফলে ভেন্টিলেশনে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ।

আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের

চিকিৎসক জয়ন্ত রায়ের অধীনে ভর্তি রয়েছেন সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় । মঙ্গলবার ফের তাঁকে দেখবেন চিকিৎসকরা । আরও কিছু পরীক্ষা হওয়ারও কথা রয়েছে আজ । তারপর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল ।

কলকাতা, 9 অগস্ট: গুরুতর অসুস্থ সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)। শনিবার রাতেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে (Manab Mukherjee hospitalised)।

হাসপাতাল সূত্রে খবর, মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে প্রাক্তন মন্ত্রীর । তাই এখনই হয়তো তাঁর অপারেশন করা সম্ভব হবে না । সে কারণে তিনি কথাও বলতে পারছেন না বলে জানা গিয়েছে । তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ ফলে ভেন্টিলেশনে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ।

আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের

চিকিৎসক জয়ন্ত রায়ের অধীনে ভর্তি রয়েছেন সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় । মঙ্গলবার ফের তাঁকে দেখবেন চিকিৎসকরা । আরও কিছু পরীক্ষা হওয়ারও কথা রয়েছে আজ । তারপর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল ।

Last Updated : Aug 9, 2022, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.