কলকাতা, 27 মার্চ: শালবনি বিধানসভার 21টি বুথে নতুন করে ভোট করার দাবি তুললেন সিপিআইএম নেতা রবীন দেব ৷ বাম নেতার অভিযোগ এইসব জায়গা ঠিক মতো ভোট হয়নি ৷ এই বিষয়ে এদিন নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগে জানালেন রবীন দেব ।
কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে বাম নেতা জানান, তারা কেন্দ্রীয় বাহিনীর কাজে অখুশি । কেন্দ্রীয় বাহিনী একটি দলের পক্ষে কাজ করেছে ৷ সুশান্ত ঘোষের আক্রান্ত হওয়ার বিষয়টিও কমিশনের কাছে তুলে ধরেছেন বলে জানান রবীন দেব ৷ বাংলাদেশে গিয়ে পক্ষন্তরে মতুয়া আবেগকে সামনে রেখে ভোটের প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী, এমন অভিযোগও করেন বর্ষিয়ান বাম নেতা ৷ তার মতে, এটা আসলে ভোটারদের প্রভাবিত করা ৷ মুখ্যমন্ত্রীও পিংলায় একই কাজ করেছেন বলে অভিযোগ রবীন দেবের ৷
আরও পড়ুন: ফোনালাপের ভাইরাল অডিওয় ক্ষতি হবে না মমতার, দাবি তৃণমূলের
রবীন দেব আরও বলেন, পশ্চিমবঙ্গের বিজেপির বিরুদ্ধে একমাত্র সংযুক্ত মোর্চাই লড়ছে । দল ভাঙিয়ে প্রার্থী টানার ট্রেন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এখন সেই পথে হাঁটছে বিজেপি ।