ETV Bharat / city

CPIM Poster for State Conference : মাস্টারদা থেকে ঋত্বিক ঘটক, রাজ্য সম্মেলনে অভিনব পোস্টার সিপিআইএম - CPIM Poster for State Conference

সিপিআইএমের রাজ্য সম্মেলনের পোস্টারে অভিনবত্বের ছোঁয়া । প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেনের ছবি দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের অবদানের কথা মনে করানো হয়েছে । বলা হয়েছে অতীতের সংগ্রাম, ঐতিহ্য, বুদ্ধিজীবী মানুষের সমর্থন, বামপন্থী মনোভাবাপন্নদের সমর্থনের কথা (CPIM bring creativity in their Poster for State Conference) ।

CPIM Poster
রাজ্য সম্মেলনে অভিনব পোস্টার আনল সিপিআইএম
author img

By

Published : Mar 15, 2022, 1:55 PM IST

কলকাতা, 15 মার্চ : টুম্পা সোনা থেকে থেকে শুরু করে হালের পুষ্পা, বিভিন্ন জনপ্রিয় গানের প্যারডিতে ভোটের প্রচার সেরেছিল সিপিআইএম । এবার রাজ্য সম্মেলনের পোস্টারেও বৈচিত্র্য নিয়ে এল সিপিআইএম । সেখানে অতীতের সংগ্রাম, ঐতিহ্য, বুদ্ধিজীবী মানুষের সমর্থন, বামপন্থী মনোভাবাপন্নদের সমর্থনের কথা বলা হয়েছে (CPIM Poster for State Conference) ।

প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেনের ছবি দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের অবদানের কথা মনে করানো হয়েছে । পাশাপাশি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উৎপল দত্তরাও রয়েছেন পোস্টারে । কাকাবাবু মুজাফ্ফর আহমেদ, জ্যোতি বসু, অনিল বিশ্বাসদের ছবি দিয়ে পার্টির ঐতিহ্যকে সামনে আনা হয়েছে ।

রাজ্য কমিটির সম্মেলন শুরু হয়েছে আজ সকাল থেকে । তার আগে রাজ্য কমিটির তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা । তাতে তরুণ প্রজন্মকে তুলে আনা থেকে শুরু করে দলে মহিলাদের ক্ষমতায়ন এবং লাগাতার শুদ্ধিকরণে জোর দেওয়া হয়েছে ।

পোস্টারে অভিনবত্ব আনার পাশাপাশিই রাজ্য সম্মেলনের আগে উত্তর 24 পরগনার জেলা কমিটি গঠন নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ধামাচাপা দিয়েছে আলিমুদ্দিন । সোমবার রাজ্য সদর দফতরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় । কয়েকদিন আগে উত্তর 24 পরগনা জেলা সম্মেলনে কমিটি গঠন নিয়ে তরজা উচ্চগ্রামে পৌঁছেছিল । সোমবার সেই প্যানেল নিয়ে ভোটাভুটি হলে জেলা সম্পাদক হওয়ার দৌড়ে থাকা মানস মুখোপাধ্য়ায়কে পিছনে ফেলে জিতলেন মৃণাল চক্রবর্তী । কমিটিতে জায়গা পাওয়ার ব্যাপারে তন্ময় ভট্টাচার্য চেষ্টা করেও সফল হননি । ভোটের নিরিখে 64 নম্বরে রয়েছেন তিনি ।

উত্তর 24 পরগনার জেলা কমিটি গঠন নিয়ে অস্বস্তি দূর করার পাশাপাশি এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্য সম্মেলন । সবস্তরেই নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে । দলের কাজে বেশি করে যুক্ত করতে হবে ছাত্র, যুব, মহিলাদের । আসন্ন সম্মেলন ও পার্টি কংগ্রেসের আগে সিপিআইএমের রাজ্য কমিটির তরফে জারি করা হয়েছে এমনই নির্দেশিকা । রাজ্যে 34 বছর ক্ষমতাসীন বামেরাই বাংলা থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । সেখান থেকে ঘুরে দাঁড়াতেই এই নির্দেশিকা বলে দাবি পার্টি নেতৃত্বর ।

আরও পড়ুন : বিপর্যয়ের দায় নেতৃত্বের, উত্তপ্ত সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক

সিপিএম সূত্রে খবর, পুজোর আগেই দলের শাখাস্তরের সম্মেলন শেষ হয়ে যাবে । তারপরে জোনাল কমিটি, এরিয়া কমিটি, জেলা কমিটি এবং রাজ্য কমিটির সম্মেলন হবে । পরের বছর এপ্রিলে কেরলের কান্নুরে হবে পার্টি কংগ্রেস । রাজনৈতিক মহলের একাংশের মতে, তার আগে এই সম্মেলন সিপিএমের কাছে কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই । বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, এই দু'রাজ্যে তো বটেই । কেরল সিপিএমের গাইডলাইনে বরাবরই গুরুত্ব পেয়ে এসেছেন নবীনরা । সিপিএম সূত্রে খবর, এরাজ্যেও দল কেরল লাইনে এগোবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে । ফলে বৃদ্ধতন্ত্রের সমালোচনায় জেরবার সিপিএমে নবীনের প্রতিষ্ঠা কি সময়ের অপেক্ষা ? সময়ই তার উত্তর দেবে ।

কলকাতা, 15 মার্চ : টুম্পা সোনা থেকে থেকে শুরু করে হালের পুষ্পা, বিভিন্ন জনপ্রিয় গানের প্যারডিতে ভোটের প্রচার সেরেছিল সিপিআইএম । এবার রাজ্য সম্মেলনের পোস্টারেও বৈচিত্র্য নিয়ে এল সিপিআইএম । সেখানে অতীতের সংগ্রাম, ঐতিহ্য, বুদ্ধিজীবী মানুষের সমর্থন, বামপন্থী মনোভাবাপন্নদের সমর্থনের কথা বলা হয়েছে (CPIM Poster for State Conference) ।

প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেনের ছবি দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের অবদানের কথা মনে করানো হয়েছে । পাশাপাশি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উৎপল দত্তরাও রয়েছেন পোস্টারে । কাকাবাবু মুজাফ্ফর আহমেদ, জ্যোতি বসু, অনিল বিশ্বাসদের ছবি দিয়ে পার্টির ঐতিহ্যকে সামনে আনা হয়েছে ।

রাজ্য কমিটির সম্মেলন শুরু হয়েছে আজ সকাল থেকে । তার আগে রাজ্য কমিটির তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা । তাতে তরুণ প্রজন্মকে তুলে আনা থেকে শুরু করে দলে মহিলাদের ক্ষমতায়ন এবং লাগাতার শুদ্ধিকরণে জোর দেওয়া হয়েছে ।

পোস্টারে অভিনবত্ব আনার পাশাপাশিই রাজ্য সম্মেলনের আগে উত্তর 24 পরগনার জেলা কমিটি গঠন নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ধামাচাপা দিয়েছে আলিমুদ্দিন । সোমবার রাজ্য সদর দফতরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় । কয়েকদিন আগে উত্তর 24 পরগনা জেলা সম্মেলনে কমিটি গঠন নিয়ে তরজা উচ্চগ্রামে পৌঁছেছিল । সোমবার সেই প্যানেল নিয়ে ভোটাভুটি হলে জেলা সম্পাদক হওয়ার দৌড়ে থাকা মানস মুখোপাধ্য়ায়কে পিছনে ফেলে জিতলেন মৃণাল চক্রবর্তী । কমিটিতে জায়গা পাওয়ার ব্যাপারে তন্ময় ভট্টাচার্য চেষ্টা করেও সফল হননি । ভোটের নিরিখে 64 নম্বরে রয়েছেন তিনি ।

উত্তর 24 পরগনার জেলা কমিটি গঠন নিয়ে অস্বস্তি দূর করার পাশাপাশি এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্য সম্মেলন । সবস্তরেই নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে । দলের কাজে বেশি করে যুক্ত করতে হবে ছাত্র, যুব, মহিলাদের । আসন্ন সম্মেলন ও পার্টি কংগ্রেসের আগে সিপিআইএমের রাজ্য কমিটির তরফে জারি করা হয়েছে এমনই নির্দেশিকা । রাজ্যে 34 বছর ক্ষমতাসীন বামেরাই বাংলা থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । সেখান থেকে ঘুরে দাঁড়াতেই এই নির্দেশিকা বলে দাবি পার্টি নেতৃত্বর ।

আরও পড়ুন : বিপর্যয়ের দায় নেতৃত্বের, উত্তপ্ত সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক

সিপিএম সূত্রে খবর, পুজোর আগেই দলের শাখাস্তরের সম্মেলন শেষ হয়ে যাবে । তারপরে জোনাল কমিটি, এরিয়া কমিটি, জেলা কমিটি এবং রাজ্য কমিটির সম্মেলন হবে । পরের বছর এপ্রিলে কেরলের কান্নুরে হবে পার্টি কংগ্রেস । রাজনৈতিক মহলের একাংশের মতে, তার আগে এই সম্মেলন সিপিএমের কাছে কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই । বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, এই দু'রাজ্যে তো বটেই । কেরল সিপিএমের গাইডলাইনে বরাবরই গুরুত্ব পেয়ে এসেছেন নবীনরা । সিপিএম সূত্রে খবর, এরাজ্যেও দল কেরল লাইনে এগোবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে । ফলে বৃদ্ধতন্ত্রের সমালোচনায় জেরবার সিপিএমে নবীনের প্রতিষ্ঠা কি সময়ের অপেক্ষা ? সময়ই তার উত্তর দেবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.