কলকাতা, 20 জানুয়ারি : CAA, NRC ও NPR বাতিল সহ আরও চার দফা দাবিতে বৃহত্তর সমাবেশের ডাক দিল CPI(M) কলকাতা জেলা কমিটির নেতৃবৃন্দ । সোমবার বিকেল চারটে নাগাদ ধর্মতলা চত্ত্বরে শহিদ মিনারের পাদদেশে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে CPI(M) নেতৃত্ব । আজকের এই সমাবেশে উপস্থিত থাকার কথা CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ দলের অন্যান্য নেতারাও ৷
এই সমাবেশের সভাপতিত্ব করবেন CPI(M) কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার । এ শহরে CPI(M) -এর জনসমর্থন আদৌ কেমন তা নিয়ে ফের একবার পরীক্ষা করে দেখতে চান নেতৃত্ব ।
এদিনের এই সমাবেশ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ফের একবার সুর চড়াতে চলেছেন CPI(M) নেতৃত্ব । রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগ করার দাবিও তুলবেন তাঁরা । অপরদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার, এই প্রসঙ্গও উঠে আসবে সমাবেশের মঞ্চে ।
কেন্দ্রে CAA, NRC ও NPR প্রসঙ্গে CPI(M) ও তৃণমূল বিরোধিতা করলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়েছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম সহ অন্যান্য বাম নেতারা ৷ আজকের সমাবেশে ফের মোদি ও মমতাকে জোড়া আক্রমণ করতে চলেছেন তারা ৷
উত্তরে কাশীপুর থেকে শুরু করে দক্ষিণে বালিগঞ্জ, গড়িয়া ও বেহালাসহ বেশ কিছু এলাকা থেকে কর্মী-সমর্থকরা আজকের সমাবেশে যোগ দিতে পারেন বলে আশাবাদী কলকাতা জেলা CPI(M) ৷