ETV Bharat / city

কলকাতা জেলা কমিটির ডাকে আজ ধর্মতলায় CPI(M)-এর সমাবেশ - সিপিআইএম সমাবেশ

CAA, NRC ও NPR বাতিল সহ আরও চার দফা দাবিতে বৃহত্তর সমাবেশের ডাক দিল CPI(M) কলকাতা জেলা কমিটির নেতৃবৃন্দ । সোমবার বিকেল চারটে নাগাদ ধর্মতলা চত্ত্বরে শহিদ মিনারের পাদদেশে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে CPI(M)  নেতৃত্ব । আজকের এই সমাবেশে উপস্থিত থাকার কথা CPI(M)  রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ দলের অন্যান্য নেতারাও ৷

CPM LEADERS
CPI(M) নেতৃত্ব
author img

By

Published : Jan 20, 2020, 9:43 AM IST

কলকাতা, 20 জানুয়ারি : CAA, NRC ও NPR বাতিল সহ আরও চার দফা দাবিতে বৃহত্তর সমাবেশের ডাক দিল CPI(M) কলকাতা জেলা কমিটির নেতৃবৃন্দ । সোমবার বিকেল চারটে নাগাদ ধর্মতলা চত্ত্বরে শহিদ মিনারের পাদদেশে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে CPI(M) নেতৃত্ব । আজকের এই সমাবেশে উপস্থিত থাকার কথা CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ দলের অন্যান্য নেতারাও ৷

এই সমাবেশের সভাপতিত্ব করবেন CPI(M) কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার । এ শহরে CPI(M) -এর জনসমর্থন আদৌ কেমন তা নিয়ে ফের একবার পরীক্ষা করে দেখতে চান নেতৃত্ব ।

CPM LEADERS
মহম্মদ সেলিম

এদিনের এই সমাবেশ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ফের একবার সুর চড়াতে চলেছেন CPI(M) নেতৃত্ব । রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগ করার দাবিও তুলবেন তাঁরা । অপরদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার, এই প্রসঙ্গও উঠে আসবে সমাবেশের মঞ্চে ।

CPM LEADERS
CPI(M) নেতৃত্ব

কেন্দ্রে CAA, NRC ও NPR প্রসঙ্গে CPI(M) ও তৃণমূল বিরোধিতা করলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়েছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম সহ অন্যান্য বাম নেতারা ৷ আজকের সমাবেশে ফের মোদি ও মমতাকে জোড়া আক্রমণ করতে চলেছেন তারা ৷

উত্তরে কাশীপুর থেকে শুরু করে দক্ষিণে বালিগঞ্জ, গড়িয়া ও বেহালাসহ বেশ কিছু এলাকা থেকে কর্মী-সমর্থকরা আজকের সমাবেশে যোগ দিতে পারেন বলে আশাবাদী কলকাতা জেলা CPI(M) ৷

কলকাতা, 20 জানুয়ারি : CAA, NRC ও NPR বাতিল সহ আরও চার দফা দাবিতে বৃহত্তর সমাবেশের ডাক দিল CPI(M) কলকাতা জেলা কমিটির নেতৃবৃন্দ । সোমবার বিকেল চারটে নাগাদ ধর্মতলা চত্ত্বরে শহিদ মিনারের পাদদেশে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে CPI(M) নেতৃত্ব । আজকের এই সমাবেশে উপস্থিত থাকার কথা CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ দলের অন্যান্য নেতারাও ৷

এই সমাবেশের সভাপতিত্ব করবেন CPI(M) কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার । এ শহরে CPI(M) -এর জনসমর্থন আদৌ কেমন তা নিয়ে ফের একবার পরীক্ষা করে দেখতে চান নেতৃত্ব ।

CPM LEADERS
মহম্মদ সেলিম

এদিনের এই সমাবেশ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ফের একবার সুর চড়াতে চলেছেন CPI(M) নেতৃত্ব । রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগ করার দাবিও তুলবেন তাঁরা । অপরদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার, এই প্রসঙ্গও উঠে আসবে সমাবেশের মঞ্চে ।

CPM LEADERS
CPI(M) নেতৃত্ব

কেন্দ্রে CAA, NRC ও NPR প্রসঙ্গে CPI(M) ও তৃণমূল বিরোধিতা করলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়েছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম সহ অন্যান্য বাম নেতারা ৷ আজকের সমাবেশে ফের মোদি ও মমতাকে জোড়া আক্রমণ করতে চলেছেন তারা ৷

উত্তরে কাশীপুর থেকে শুরু করে দক্ষিণে বালিগঞ্জ, গড়িয়া ও বেহালাসহ বেশ কিছু এলাকা থেকে কর্মী-সমর্থকরা আজকের সমাবেশে যোগ দিতে পারেন বলে আশাবাদী কলকাতা জেলা CPI(M) ৷

Intro:এ শহরে এখনও কেমন জনসমর্থন তা একবার ফের আগামীকাল পরীক্ষা করে দেখতে চায় সিপিআইএম কলকাতা জেলা কমিটি। আগামীকাল বিকেল চারটের সময় শহীদ মিনারের নিচে বৃহত্তর সমাবেশ করবে কলকাতা জেলা সিপিআইএম নেতৃত্ব।


Body:মূলত, সি এ এ, এনআরসি এবং এনপিআর বাতিলের দাবিতে কালকের এই বৃহত্তর সমাবেশ। এছাড়াও আরও ৮ দফা দাবি নিয়ে আগামীকালের সমাবেশে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং মহম্মদ সেলিম ও অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর যে আক্রমণ চলছে সে বিষয়ে দৃষ্টিপাত করবেন বক্তারা। সমগ্র সমাবেশের সভাপতিত্ব করবেন সিপিআইএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। মূলত, কাজ বাঁচাতে, মজুরি বাঁচাতে এবং দেশ বাঁচাতে আগামীকালের সমাবেশের ডাক দিয়েছে কলকাতা জেলা সিপিআইএম।
আগামীকালের সমাবেশ থেকে নিজেদের জনসমর্থনে শক্তি পরীক্ষা করে দেখতে চায় সিপিআইএম নেতৃত্ব। একদিকে দেশের শাসক দল বিজেপি, অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষকে সঙ্ঘবদ্ধ হওয়ার বার্তা দেবে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
উত্তরে কাশিপুর, দক্ষিনে বালিগঞ্জ, গড়িয়া সহ বেহালা থেকেও বহু মানুষ এই সমাবেশে যোগ দিতে আসবেন বলে মনে করছে কলকাতা জেলা সিপিআইএম। নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ হয়েছে দেশ এবং রাজ্যের সরকার। কলকাতা কর্পোরেশনের শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগ করার দাবিও থাকবে আগামীকালের সমাবেশে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.