ETV Bharat / city

BJP না তৃণমূল, কে বড় শত্রু ? দ্বন্দ্ব চূড়ান্ত দুই বাম দলে - বিহার নির্বাচনের প্রভাব বাংলায়

CPI(M) এবং CPI(ML)এর তাত্ত্বিক দ্বন্দ্ব আরও জটিল হয়ে গেছে । CPI(ML)-এর পলিটবিওরোর সদস্য কবিতা কৃষ্ণাণের একটি সাম্প্রতিক বক্তব্যে তিনি CPI(M)এর "দিদিভাই-মোদিভাই" তত্ত্বের তীব্র নিন্দা করেছেন ।

BJP না তৃণমূল? কে বড় শত্রু !
BJP না তৃণমূল? কে বড় শত্রু !
author img

By

Published : Nov 18, 2020, 5:50 PM IST

কলকাতা, 18 নভেম্বর : সদ্যসমাপ্ত বিহার নির্বাচন বৃহত্তর মিলিত বাম শক্তির সুফল পেয়েছে। সেখানে CPI(ML), CPI এবং CPI(M) 16 টি কেন্দ্রে বিজয়ী হয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গে সেই বাম ঐক্য এক বড়সড় ধাক্কা খেয়েছে । "তৃণমূল কংগ্রেস না BJP ? কে বড় শত্রু?" এই ইশুতে প্রথমদিকে CPI(ML) এবং CPI(M)-এর এই মতানৈক্য ছিল শুধুমাত্র তাত্ত্বিক, যেখানে CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে, "বাংলায় তৃণমূলকে না হারালে BJP-কে হারানো অসম্ভব ।" অপরদিকে CPI(ML) সাধারণ সম্পাদক দীপংকর ভট্টাচার্য বলেন, "বাংলাসহ সারা দেশেই BJP-ই মূল শত্রু ।"

কিন্তু এই CPI(M) এবং CPI(ML)এর তাত্ত্বিক দ্বন্দ্ব আরও জটিল হয়ে গেছে । CPI(ML)-এর পলিটবিওরোর সদস্য কবিতা কৃষ্ণাণের একটি সাম্প্রতিক বক্তব্যে তিনি CPI(M)এর "দিদিভাই-মোদিভাই" তত্ত্বের তীব্র নিন্দা করেছেন । "CPI(M) মোদি এবং মমতার মধ্যে একটি মিথ্যা সমতা টানার চেষ্টা করছে । তাদের "মোদিভাই-দিদিভাই" এই তুলনা বাস্তবের মাটিতে কি প্রভাব ফেলবে? বস্তুগতভাবে, আজ তৃণমূল BJP-র বিরোধিতা করার অবস্থানে রয়েছে । তাদের মধ্যে সর্বদা ঐতিহাসিক সাদৃশ্য পাওয়া যায়, তবে সেটা কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য । CPI(M)-কংগ্রেস জোটকে একটা স্বীকৃত জোট হিসাবে দেখায় । তৃণমূল ও BJP-কে একটি সত্ত্বা হিসাবে দেখতে চায় (বিহারের BJP-JDU-র মতো) । কিন্তু এটা একটি কল্পকাহিনী ছাড়া আর কি ! বাস্তবে তৃণমূল-BJP-র মাথা ঠোকাঠুকি রয়েছে, সুতরাং "ইয়ে অন্দর কি বাত হ্যায়, TMC, BJP এক হ্যায়", এই স্লোগানের কোনও অনুরণন বাস্তবে কারো কাছে নেই । কেবল তৃণমূল বিরোধিতা করলেই BJP-কে আঘাত করা যাবে । এমন ভাবনায় জারিত CPI(M) সমর্থকদের একটি ছোট্ট অংশ ছাড়া," তিনি বলেন ।

তিনি আরও বলেন যে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে CPI(M) যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার তত্ত্ব সাজিয়েছে তা আসলে BJP-কেই সুবিধা করে দিচ্ছে । "CPI(M) কিন্তু 'প্রতিযোগিতামূলক হিন্দুত্ব' বলে না, তাদের কথা থেকে তারা বোঝাতে চায় যে, তৃণমূল মুসলিম তোষণ তথা মৌলবাদের প্রতিনিধিত্ব করে । আর BJP হিন্দু সাম্প্রদায়িকতার প্রতিনিধিত্ব করে । এই সূত্রায়ন তো কেবল BJP-কেই সহায়তা করে ।" বামফ্রন্টের প্রধান শরিক CPI(M) মনে করে এ রাজ্যে তাদের প্রধান বিরোধী তৃণমূল এবং BJP । কবিতা কৃষ্ণাণের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । কবিতা কৃষ্ণাণ জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে দিদিভাই এবং মোদিভাই এই তত্ত্ব অসত্য । কেবলমাত্র BJP-কে আটকাতে এই মুহূর্তে যথেষ্ট সক্রিয় শাসকদল তথা তৃণমূল ।"

বিষয়টি নিয়ে বিমান বসু কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, "BJP এবং তৃণমূল উভয়ই এ রাজ্যে সাধারণ মানুষ তথা বামফ্রন্টের প্রধান শত্রু ।" এদের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে লড়াই করতে নামছে বামফ্রন্ট । কে কী বলেছেন আমি জানি না । তবে প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য করার স্বাধীনতা রয়েছে ।" কবিতা কৃষ্ণাণের নাম না করে বিমান বসু জানান, "যে যার নিজের মতো ব্যক্তিগত মন্তব্য করতেই পারেন । এটা নিয়ে মোটেই চিন্তিত নয় রাজ্যের বামফ্রন্ট । বিষয়টি গুরুত্বহীন বামফ্রন্টের কাছে ।"

যথেষ্ট উৎফুল্ল হওয়ার কারণ থাকলেও, CPI(M) এবং CPI(ML)এর দ্বন্দ্ব নিয়ে কিন্তু খুব সাবধানে পা ফেলতে চাইছে তৃণমূল নেতৃবৃন্দ । নাম প্রকাশে অনিচ্ছুক একদল তৃণমূল নেতার কথায়, "এই কিছুদিন আগেই বিহারে CPI(M) এবং CPI(ML) ছিল গলায় গলায় বন্ধু । আজকে যে তৃণমূলের প্রতি তাদের নরম মনোভাব এটার পিছনে তাদের নিশ্চিয়ই একটি উদ্দেশ্য আছে । যেটা হল, যদি আমাদের সঙ্গে কোনওমতে আসন সমঝোতা করে, যদি বাংলার আসনে দু একটি সিট বাড়ানো যায় । এখন যে কোনও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে সব পক্ষই নিজেদের লাভের হিসাব করছে । আমাদের দেখতে হবে যে CPI(ML)র সঙ্গে সমঝোতায় তৃণমূলের আদৌ কোনও লাভ আছে কি না ।"

তৃণমূলের নেতা ও লোকসভা সদস্য সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে বলেন, "প্রথম কথা কার সঙ্গে আমাদের সমঝোতা হবে এই ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ব্যাপারে একমাত্র কথা বলবার অধিকার ওনারই রয়েছে । আর CPI(M) নিয়ে CPI(ML)এর যে সাম্প্রতিকতম মূল্যায়ন, এটা একেবারেই দুই বামদলের নিজস্ব এবং অভ্যন্তরীণ ব্যাপার । তাই এবারে কোনও মন্তব্য না করাই ভালো ।"

কলকাতা, 18 নভেম্বর : সদ্যসমাপ্ত বিহার নির্বাচন বৃহত্তর মিলিত বাম শক্তির সুফল পেয়েছে। সেখানে CPI(ML), CPI এবং CPI(M) 16 টি কেন্দ্রে বিজয়ী হয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গে সেই বাম ঐক্য এক বড়সড় ধাক্কা খেয়েছে । "তৃণমূল কংগ্রেস না BJP ? কে বড় শত্রু?" এই ইশুতে প্রথমদিকে CPI(ML) এবং CPI(M)-এর এই মতানৈক্য ছিল শুধুমাত্র তাত্ত্বিক, যেখানে CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে, "বাংলায় তৃণমূলকে না হারালে BJP-কে হারানো অসম্ভব ।" অপরদিকে CPI(ML) সাধারণ সম্পাদক দীপংকর ভট্টাচার্য বলেন, "বাংলাসহ সারা দেশেই BJP-ই মূল শত্রু ।"

কিন্তু এই CPI(M) এবং CPI(ML)এর তাত্ত্বিক দ্বন্দ্ব আরও জটিল হয়ে গেছে । CPI(ML)-এর পলিটবিওরোর সদস্য কবিতা কৃষ্ণাণের একটি সাম্প্রতিক বক্তব্যে তিনি CPI(M)এর "দিদিভাই-মোদিভাই" তত্ত্বের তীব্র নিন্দা করেছেন । "CPI(M) মোদি এবং মমতার মধ্যে একটি মিথ্যা সমতা টানার চেষ্টা করছে । তাদের "মোদিভাই-দিদিভাই" এই তুলনা বাস্তবের মাটিতে কি প্রভাব ফেলবে? বস্তুগতভাবে, আজ তৃণমূল BJP-র বিরোধিতা করার অবস্থানে রয়েছে । তাদের মধ্যে সর্বদা ঐতিহাসিক সাদৃশ্য পাওয়া যায়, তবে সেটা কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য । CPI(M)-কংগ্রেস জোটকে একটা স্বীকৃত জোট হিসাবে দেখায় । তৃণমূল ও BJP-কে একটি সত্ত্বা হিসাবে দেখতে চায় (বিহারের BJP-JDU-র মতো) । কিন্তু এটা একটি কল্পকাহিনী ছাড়া আর কি ! বাস্তবে তৃণমূল-BJP-র মাথা ঠোকাঠুকি রয়েছে, সুতরাং "ইয়ে অন্দর কি বাত হ্যায়, TMC, BJP এক হ্যায়", এই স্লোগানের কোনও অনুরণন বাস্তবে কারো কাছে নেই । কেবল তৃণমূল বিরোধিতা করলেই BJP-কে আঘাত করা যাবে । এমন ভাবনায় জারিত CPI(M) সমর্থকদের একটি ছোট্ট অংশ ছাড়া," তিনি বলেন ।

তিনি আরও বলেন যে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে CPI(M) যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার তত্ত্ব সাজিয়েছে তা আসলে BJP-কেই সুবিধা করে দিচ্ছে । "CPI(M) কিন্তু 'প্রতিযোগিতামূলক হিন্দুত্ব' বলে না, তাদের কথা থেকে তারা বোঝাতে চায় যে, তৃণমূল মুসলিম তোষণ তথা মৌলবাদের প্রতিনিধিত্ব করে । আর BJP হিন্দু সাম্প্রদায়িকতার প্রতিনিধিত্ব করে । এই সূত্রায়ন তো কেবল BJP-কেই সহায়তা করে ।" বামফ্রন্টের প্রধান শরিক CPI(M) মনে করে এ রাজ্যে তাদের প্রধান বিরোধী তৃণমূল এবং BJP । কবিতা কৃষ্ণাণের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । কবিতা কৃষ্ণাণ জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে দিদিভাই এবং মোদিভাই এই তত্ত্ব অসত্য । কেবলমাত্র BJP-কে আটকাতে এই মুহূর্তে যথেষ্ট সক্রিয় শাসকদল তথা তৃণমূল ।"

বিষয়টি নিয়ে বিমান বসু কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, "BJP এবং তৃণমূল উভয়ই এ রাজ্যে সাধারণ মানুষ তথা বামফ্রন্টের প্রধান শত্রু ।" এদের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে লড়াই করতে নামছে বামফ্রন্ট । কে কী বলেছেন আমি জানি না । তবে প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য করার স্বাধীনতা রয়েছে ।" কবিতা কৃষ্ণাণের নাম না করে বিমান বসু জানান, "যে যার নিজের মতো ব্যক্তিগত মন্তব্য করতেই পারেন । এটা নিয়ে মোটেই চিন্তিত নয় রাজ্যের বামফ্রন্ট । বিষয়টি গুরুত্বহীন বামফ্রন্টের কাছে ।"

যথেষ্ট উৎফুল্ল হওয়ার কারণ থাকলেও, CPI(M) এবং CPI(ML)এর দ্বন্দ্ব নিয়ে কিন্তু খুব সাবধানে পা ফেলতে চাইছে তৃণমূল নেতৃবৃন্দ । নাম প্রকাশে অনিচ্ছুক একদল তৃণমূল নেতার কথায়, "এই কিছুদিন আগেই বিহারে CPI(M) এবং CPI(ML) ছিল গলায় গলায় বন্ধু । আজকে যে তৃণমূলের প্রতি তাদের নরম মনোভাব এটার পিছনে তাদের নিশ্চিয়ই একটি উদ্দেশ্য আছে । যেটা হল, যদি আমাদের সঙ্গে কোনওমতে আসন সমঝোতা করে, যদি বাংলার আসনে দু একটি সিট বাড়ানো যায় । এখন যে কোনও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে সব পক্ষই নিজেদের লাভের হিসাব করছে । আমাদের দেখতে হবে যে CPI(ML)র সঙ্গে সমঝোতায় তৃণমূলের আদৌ কোনও লাভ আছে কি না ।"

তৃণমূলের নেতা ও লোকসভা সদস্য সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে বলেন, "প্রথম কথা কার সঙ্গে আমাদের সমঝোতা হবে এই ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ব্যাপারে একমাত্র কথা বলবার অধিকার ওনারই রয়েছে । আর CPI(M) নিয়ে CPI(ML)এর যে সাম্প্রতিকতম মূল্যায়ন, এটা একেবারেই দুই বামদলের নিজস্ব এবং অভ্যন্তরীণ ব্যাপার । তাই এবারে কোনও মন্তব্য না করাই ভালো ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.