ETV Bharat / city

কেন কমছে না পিঁয়াজের দাম? মাঠে নামলেন নগরপাল - পোস্তা বাজারে কলকাতার নগরপাল

আজ মাঠে নামলেন নগরপাল অনুজ শর্মা । হাজির হলেন পোস্তায় পিঁয়াজের গোডাউনে । সরেজমিনে খতিয়ে দেখলেন মজুতদারি ।

CP of Kolkata at Posta Market
নগরপাল অনুজ শর্মা
author img

By

Published : Dec 10, 2019, 5:50 PM IST

Updated : Dec 10, 2019, 10:22 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : অগ্নিমূল্য বাজারদর । পিঁয়াজের দাম প্রভাব ফেলেছে মধ্যবিত্তের হেঁশেলে । এই সময় ফড়ে আর কালোবাজারিরা সক্রিয় নেই তো? বিষয়টি ভাবাচ্ছে প্রশাসনকে । আর তাই গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন যদুবাবুর বাজার পরিদর্শনে । তিনি কথা বলেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে । আর আজ মাঠে নামলেন নগরপাল অনুজ শর্মা । হাজির হলেন পোস্তায় পিঁয়াজের গোডাউনে । সরেজমিনে খতিয়ে দেখলেন মজুতদারি ।

গতকাল যদুবাবুর বাজারে গিয়ে মুখ্যমন্ত্রী শুনেছিলেন পিঁয়াজ আসে পোস্তা বাজার থেকে । সেখানকার গোডাউন থেকেই কলকাতার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে পিঁয়াজ । বিষয়টি মুখ্যমন্ত্রীর নোটবুকে উঠে গেছিল । আর তারপরই সক্রিয় হলেন পুলিশ কমিশনার । তিনি গেলেন পোস্তায় । কথা বলেন সেখানকার পিঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে । খতিয়ে দেখেন কেউ বেআইনিভাবে পিঁয়াজ মজুত করছে কি না । পরে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি যান শিয়ালদা কোলে মার্কেটে । সেখানেও তিনি কথা বলেন পিঁয়াজ বিক্রেতাদের সঙ্গে ।

দেখুন ভিডিয়ো...

শুধু কলকাতার নগরপাল নন, জেলায় জেলায় সক্রিয় হয়েছে প্রশাসন । আজ উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসক হঠাৎ হাজির হন বাজারে । তাঁরাও খতিয়ে দেখেন পরিস্থিতি ‌। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের বেঁধে দেওয়া 59 টাকা কেজি দরে পিঁয়াজ রাজ্যে বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর কলকাতায় সুফল বাংলা স্টলের পাশাপাশি 150 টি গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেছে পিঁয়াজ ৷

কলকাতা, 10 ডিসেম্বর : অগ্নিমূল্য বাজারদর । পিঁয়াজের দাম প্রভাব ফেলেছে মধ্যবিত্তের হেঁশেলে । এই সময় ফড়ে আর কালোবাজারিরা সক্রিয় নেই তো? বিষয়টি ভাবাচ্ছে প্রশাসনকে । আর তাই গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন যদুবাবুর বাজার পরিদর্শনে । তিনি কথা বলেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে । আর আজ মাঠে নামলেন নগরপাল অনুজ শর্মা । হাজির হলেন পোস্তায় পিঁয়াজের গোডাউনে । সরেজমিনে খতিয়ে দেখলেন মজুতদারি ।

গতকাল যদুবাবুর বাজারে গিয়ে মুখ্যমন্ত্রী শুনেছিলেন পিঁয়াজ আসে পোস্তা বাজার থেকে । সেখানকার গোডাউন থেকেই কলকাতার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে পিঁয়াজ । বিষয়টি মুখ্যমন্ত্রীর নোটবুকে উঠে গেছিল । আর তারপরই সক্রিয় হলেন পুলিশ কমিশনার । তিনি গেলেন পোস্তায় । কথা বলেন সেখানকার পিঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে । খতিয়ে দেখেন কেউ বেআইনিভাবে পিঁয়াজ মজুত করছে কি না । পরে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি যান শিয়ালদা কোলে মার্কেটে । সেখানেও তিনি কথা বলেন পিঁয়াজ বিক্রেতাদের সঙ্গে ।

দেখুন ভিডিয়ো...

শুধু কলকাতার নগরপাল নন, জেলায় জেলায় সক্রিয় হয়েছে প্রশাসন । আজ উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসক হঠাৎ হাজির হন বাজারে । তাঁরাও খতিয়ে দেখেন পরিস্থিতি ‌। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের বেঁধে দেওয়া 59 টাকা কেজি দরে পিঁয়াজ রাজ্যে বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর কলকাতায় সুফল বাংলা স্টলের পাশাপাশি 150 টি গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেছে পিঁয়াজ ৷

Intro:কলকাতা, 10 ডিসেম্বর: অগ্নি মূল্য বাজার দর। পেঁয়াজের দাম প্রভাব ফেলেছে মধ্যবিত্তের হেঁশেলে। এই সময় ফড়ে আর কালোবাজারিরা সক্রিয় নেই তো? বিষয়টি ভাবাচ্ছে প্রশাসনকে। আর তাই গতকাল মুখ্যমন্ত্রী গিয়েছিলেন যদুবাবুর বাজার পরিদর্শনে। তিনি কথা বলেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে। আর আজ মাঠে নামলেন নগরপাল অনুজ শর্মা। হাজির হলেন পোস্তায় পেঁয়াজের গোডাউনে। সরেজমিনে খতিয়ে দেখলেন মজুতদারি।


Body:গতকাল যদুবাবুর বাজারে গিয়ে মুখ্যমন্ত্রী শুনেছিলেন পেঁয়াজ আসে পোস্তা বাজার থেকে। সেখানকার গোডাউন থেকেই কলকাতার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে পেঁয়াজ। বিষয়টি মুখ্যমন্ত্রীর নোটবুকে উঠে গিয়েছিল। আর তারপরেই সক্রিয় হলেন পুলিশ কমিশনার। তিনি গেলেন পোস্তায়। কথা বলেন সেখানকার পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে। খতিয়ে দেখেন কেউ বেআইনিভাবে পেঁয়াজ মজুত করছে কিনা। পরে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি জানান শিয়ালদা কোলে মার্কেটে। সেখানে ও তিনি কথা বলেন পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে।


Conclusion:শুধু কলকাতার নগরপাল নন জেলায় জেলায় সক্রিয় হয়েছে প্রশাসন। আজ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাশাসক হঠাৎ হাজির হন বাজারে। তারাও খতিয়ে দেখেন পরিস্থিতি‌। প্রশাসন সূত্রে জানা গেছে রাজ্য সরকারের বেঁধে দেওয়া 59 টাকা কেজি দরে পেঁয়াজ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কলকাতায় সুফল বাংলা স্টল এর পাশাপাশি 150 টি গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেছে পেঁয়াজ।
Last Updated : Dec 10, 2019, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.