কলকাতা, 25 ডিসেম্বর : রাজ্যে আরও একজন করোনা আক্রান্তের (Covid Positive Patient) শরীরে মিলল ওমিক্রনের (Omicron Variant) উপস্থিতি ৷ এই নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ছ’জনের শরীরে কোভিড ভাইরাসের নবতম সংস্করণটির সন্ধান মিলল (Omicron Update in West Bengal) ৷ তবে ছ’জনের মধ্যে দু’জনই করোনার কবল থেকে সেরে উঠেছেন ৷ বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন : Omicron in Bengal : বিদেশ ফেরত আরও দু'জন ওমিক্রন আক্রান্ত
ষষ্ঠ যে যুবক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁর সংক্রমণ চিন্তা বাড়িয়েছে চিকিৎসক মহলের ৷ কারণ, এর আগে যে পাঁচজনের শরীরে ওমিক্রন ভ্য়ারিয়্য়ান্ট খুঁজে পাওয়া গিয়েছিল, তাঁরা সকলেই বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে ফিরেছিলেন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু এই যুবক কোনও বিদেশযাত্রা করেননি ৷ তিনি কলকাতা মেডিক্যাল কলেজের একজন জুনিয়র ডাক্তার ৷ থাকতেন কলেজেরই হস্টেলে ৷ সেক্ষেত্রে, তাঁর সংস্পর্শে আসা বাকিদের নিয়েও চিন্তিত হাসপতাল কর্তৃপক্ষ ৷
সূত্রের দাবি, কয়েক দিন আগেই জ্বর হয় ওই যুবকের ৷ করোনার একাধিক উপসর্গ থাকায় তিনি কোভিড পরীক্ষা করান ৷ একইসঙ্গে, তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা, তা জানতে জেনোম সিকোয়েন্সিং-ও করানো হয় তাঁর ৷ দু’টি ক্ষেত্রেই রিপোর্ট আসে পজিটিভি ৷ এদিকে, অসুস্থ হওয়ার পর ওই যুবক তাঁদের কৃষ্ণনগরের বাড়িতে ফিরে গিয়েছিলেন ৷ কিন্তু, ওমিক্রনে আক্রান্ত জানার পরই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় ৷ আপাতত বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন তিনি ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল ৷
আরও পড়ুন : Night curfew imposed in UP: ওমিক্রন রুখতে নাইট কার্ফু উত্তরপ্রদেশে, কড়াকড়ি বিয়ের অনুষ্ঠানেও
প্রসঙ্গত, ওমিক্রন সংক্রমণের নিরিখে দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ ৷ তারপরও উৎসবের মরশুমে কোভিডবিধি মানার বালাই সেভাবে দেখা যাচ্ছে না ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্য়েই ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে ৷