কলকাতা, 14 মে : করোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর নিজের সাত মাসের শিশু সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন বাবা । সন্তানকে পথে ফেলে চলে যাওয়ার চেষ্টা করলেন ৷ অবশেষে পুলিশি তৎপরতায় সেই শিশু ফিরল মায়ের কোলে । পাশাপাশি প্রশাসনের তরফে ওই ব্যক্তিকে করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হল ।
ঘটনাটি ঘটেছে এলগিন রোড এলাকায় । যদিও ঘটনার সূত্রপাত কাঁকুড়গাছিতে । গতকাল কাঁকুরগাছির বাসিন্দা জয়দীপ সেনের করোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি । গতকাল রাতেই বাড়ি থেকে নিজের সাত মাসের শিশু সন্তান নিয়ে বেরিয়ে পড়েন তিনি । যদিও সকালবেলা বাড়িতে ফেরেন । কিন্তু দ্বিতীয়বার শিশুকে নিয়ে পরিবারের কাউকে না জানিয়ে ফের বাড়ি থেকে বেরিয়ে পড়েন জয়দীপ। শিশু ও পিতার খোঁজ পড়ে বাড়িতে ৷ খোঁজ না মেলায় পরিবারের তরফে স্থানীয় ফুলবাগান থানায় নিখোঁজ মামলা রুজু করা হয় । এদিকে এলাকার বাসিন্দারা ওই ব্যক্তিকে রাস্তায় শিশুকে নিয়ে বসে থাকতে দেখেন । স্থানীয়রা জানান, পথচলতি মানুষকে তিনি অনুরোধ করছিলেন, তাঁর শিশুকে যেন কেউ নিয়ে নেন । এই ঘটনা নজরে আসে স্থানীয় কাউন্সিলর অসীম বোসের । তিনি খবর দেন ভবানীপুর থানায় ।
আরও পড়ুন: অক্সিজেনের চরম সঙ্কট, চার দিনে ৭৪ জন করোনা রোগীর মৃত্যু গোয়ায়
ফুলবাগান ও ভবানীপুর থানার যৌথ প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় । এইসঙ্গে শিশুর পিতা কোভিড পজ়িটিভ জয়দীপ সেনকে চিকিৎসার জন্য শহরের একটি হাসপাতাল ভর্তি করে দেওয়া হয় ।