ETV Bharat / city

লকডাউন : কোয়ারান্টাইনে পোর্ট ট্রাস্টের ঠিকাকর্মী - লকডাউন

ছবি
ছবি
author img

By

Published : Apr 4, 2020, 11:27 AM IST

Updated : Apr 4, 2020, 2:26 PM IST

14:23 April 04

কলকাতা, 4 এপ্রিল : লকডাউনের আজ একাদশতম দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
লকডাউনে কড়া রাজ্য পুলিশ
  • বিগত 24 ঘণ্টায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার 387 । আটক করা হয়েছে 52 টি গাড়ি । 

12:47 April 04

  • কোরোনায় সংক্রমিত সন্দেহে পোর্ট ট্রাস্টের এক ঠিকাকর্মীকে পাঠানো হল কোয়ারান্টাইনে । তিনি নিজ়ামুদ্দিনের ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন ।

10:55 April 04

  • বাইরে থেকে আসা 31 জন ফেরিওয়ালাকে জামুড়িয়ার স্কুলে কোয়ারান্টাইনে রাখল পুলিশ ।
  • ব্যক্তিগত তহবিল থেকে চাল ,ডাল, আলু ও আটা বিতরণ করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।
  • লকডাউন সফল করতে এবার কমব্যাট ফোর্স নিয়ে বারুইপুরের রাস্তায় নামলেন SDPO । এক ঘন্টায় বাইকসহ 25 জনকে আটক করল পুলিশ ।
  • পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ফের কোরোনা আক্রান্ত বছর ষাটের এক হাতুড়ে চিকিৎসক । তিনি প্রায় দেড়'শো জন রোগীর চিকিৎসা করেছেন ইতিমধ্যেই আতঙ্ক গোটা ব্লক জুড়ে ।

14:23 April 04

কলকাতা, 4 এপ্রিল : লকডাউনের আজ একাদশতম দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
লকডাউনে কড়া রাজ্য পুলিশ
  • বিগত 24 ঘণ্টায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার 387 । আটক করা হয়েছে 52 টি গাড়ি । 

12:47 April 04

  • কোরোনায় সংক্রমিত সন্দেহে পোর্ট ট্রাস্টের এক ঠিকাকর্মীকে পাঠানো হল কোয়ারান্টাইনে । তিনি নিজ়ামুদ্দিনের ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন ।

10:55 April 04

  • বাইরে থেকে আসা 31 জন ফেরিওয়ালাকে জামুড়িয়ার স্কুলে কোয়ারান্টাইনে রাখল পুলিশ ।
  • ব্যক্তিগত তহবিল থেকে চাল ,ডাল, আলু ও আটা বিতরণ করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।
  • লকডাউন সফল করতে এবার কমব্যাট ফোর্স নিয়ে বারুইপুরের রাস্তায় নামলেন SDPO । এক ঘন্টায় বাইকসহ 25 জনকে আটক করল পুলিশ ।
  • পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ফের কোরোনা আক্রান্ত বছর ষাটের এক হাতুড়ে চিকিৎসক । তিনি প্রায় দেড়'শো জন রোগীর চিকিৎসা করেছেন ইতিমধ্যেই আতঙ্ক গোটা ব্লক জুড়ে ।
Last Updated : Apr 4, 2020, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.