কলকাতা, 30 নভেম্বর : স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ-ডি কর্মী (Group D Recruitment of SSC) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল ৷ এবার একই অভিযোগ উঠল গ্রুপ-সিতে কর্মী নিয়োগ ঘিরে (corruption allegations in SSC Group C recruitment) ৷ ফলে নতুন করে তৈরি হল বিতর্ক ৷
মামলাকারীদের দাবি, তাঁরা আজ, মঙ্গলবার প্রায় 350 জনের নথিপত্র জমা দিয়েছেন আদালতে । অভিযোগ, পুরো নিয়োগ প্রক্রিয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অনুমোদন ছাড়াই ৷ কারণ, প্রতিটি নিয়োগই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর হয়েছে ৷
আজ প্রাথমিক ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেদিনীপুরের এক চাকরিপ্রার্থীর নথিপত্র খতিয়ে দেখে তাঁর বেতন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা স্কুল পরিদর্শককে ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গ্রুপ-সি নিয়োগের (SSC Group C Recruitment) প্যানেলের সময়সীমা ছিল 2019 সালের 18 নভেম্বর পর্যন্ত । কিন্তু তার পরেও একাধিক ব্যাক্তিকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ । আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে । পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন : SSC Group-D Recruitment Case: এসএসসি গ্রুপ-ডি’র বেতন বন্ধের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল
উল্লেখ্য, এর আগে গ্রুপ-ডি নিয়োগে ব্যাপাক দুর্নীতি হয়েছে মনে করে গত 22 নভেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন । কিন্ত সেই নির্দেশের উপর পরদিন স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ । তবে ডিভিশন বেঞ্চে এখনও মামলার নিস্পত্তি হয়নি । সেই মামলার শুনানি রয়েছে আগামী সোমবার ।