ETV Bharat / city

রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সরকারি কর্মচারীদের সংগঠন - west bengal goverment

কোরোনা পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের নিরাপত্তা, শ্রম আইন সংস্কার রদ-সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন ৷

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 7:19 AM IST

Updated : Jun 5, 2020, 7:30 AM IST

কলকাতা , 5 জুন : সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে নব মহাকরণের সামনে একগুচ্ছ দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । কেবলমাত্র কলকাতায় নয়, রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি অফিসে প্রতিবাদ জানায় তারা । এর মধ্যে ছিল 12 জুলাই কমিটি, সারা ভারত রাজ্য সরকারি ফেডারেশন এবং রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ।

গতকাল, টিফিনের সময় নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং স্তব্ধ করে দিল বামফ্রন্ট সমর্থিত এই তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন । জেলা ও সদরে সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদে সামিল হয়েছিল তারা । রাষ্ট্রায়ত্ত্ব ক্ষেত্রে বেসরকারিকরণ ও শ্রম আইন সংস্কার রদ, কোরোনার চিকিৎসায় যুক্ত কর্মচারীদের বীমা, কর্মচারীদের কর্মস্থানে যাওয়ার ব্যবস্থা ও সুরক্ষার বিষয়ে নজর রাখাসহ একগুচ্ছ দাবি নিয়ে এই তিনটি বামপন্থী সরকারি কর্মী সংগঠন প্রতিবাদ দেখায় ।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কাজের সময় 8 ঘণ্টার পরিবর্তে 12 ঘণ্টা করা যাবে না । DA নিয়ে রাজ্য সরকারের বৈষম্যমূলক আচরণ করছে এই অভিযোগও করা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে ৷

কলকাতা , 5 জুন : সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে নব মহাকরণের সামনে একগুচ্ছ দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । কেবলমাত্র কলকাতায় নয়, রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি অফিসে প্রতিবাদ জানায় তারা । এর মধ্যে ছিল 12 জুলাই কমিটি, সারা ভারত রাজ্য সরকারি ফেডারেশন এবং রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ।

গতকাল, টিফিনের সময় নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং স্তব্ধ করে দিল বামফ্রন্ট সমর্থিত এই তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন । জেলা ও সদরে সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদে সামিল হয়েছিল তারা । রাষ্ট্রায়ত্ত্ব ক্ষেত্রে বেসরকারিকরণ ও শ্রম আইন সংস্কার রদ, কোরোনার চিকিৎসায় যুক্ত কর্মচারীদের বীমা, কর্মচারীদের কর্মস্থানে যাওয়ার ব্যবস্থা ও সুরক্ষার বিষয়ে নজর রাখাসহ একগুচ্ছ দাবি নিয়ে এই তিনটি বামপন্থী সরকারি কর্মী সংগঠন প্রতিবাদ দেখায় ।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কাজের সময় 8 ঘণ্টার পরিবর্তে 12 ঘণ্টা করা যাবে না । DA নিয়ে রাজ্য সরকারের বৈষম্যমূলক আচরণ করছে এই অভিযোগও করা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে ৷

Last Updated : Jun 5, 2020, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.