ETV Bharat / city

কলকাতায় কনটেনমেন্ট কমে হল একটি - কোরোনায় আক্রান্ত

কনটেনমেন্ট জো়নের সংখ্যা কমল কলকাতায় ৷ এখন শহরে কনটেনমেন্ট জো়নের সংখ্যা দাড়াল মাত্র একটি ৷ তবে গত 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 541 জন।

contentment zone
ফিরহাদ হাকিম
author img

By

Published : Sep 7, 2020, 6:29 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর:কলকাতায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা কমে হলো মাত্র একটি। রাজ্য স্বাস্থ্য দফতর এমনই রিপোর্ট পেশ করেছে। কলকাতায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা কমে দাঁড়িয়েছে একটি। গত সপ্তাহেও কনটেনমেন্ট জো়নের সংখ্যা ছিল 7। গত মে মাসে কনটেনমেন্ট জো়নের সংখ্যা ছিল 33 টি। সেখানেই সেপ্টেম্বর মাসের 6 তারিখে রাজ্য স্বাস্থ্য দপ্তর রিপোর্ট পেশ করেছে যেখানে কনটেনমেন্ট জো়নের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র একটি। উত্তর কলকাতা 26 নম্বর ওয়ার্ডের লোহাপট্টির 13 নম্বর 21 নম্বর উমেশ দত্ত লেনের বাড়িতে কোরোনার সংক্রমণ রয়েছে। এই দুটি বাড়িতে একসঙ্গে একটি কনটেনমেন্ট জো়ন তৈরি করা হয়েছে। এটি এই মুহূর্তে কলকাতা মহানগরীর একমাত্র কনটেনমেন্ট জো়ন।


গত 24 ঘন্টায় কলকাতায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 541 জন। গত 24 ঘন্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 402 জন। কোরোনা সংক্রমণ কমে আসার স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকরা। কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, নিয়মিতভাবে কোরোনা পরীক্ষা করা এবং আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার কারণে শহরে আক্রান্তের সংখ্যা কমছে। টেস্টিং ট্রেসিং ট্রাকিং এই পদ্ধতিতে মেনে চলার ফলে সংক্রমণ ক্রমশ কমছে শহরে। শহরবাসী সচেতন থাকলে সংক্রমণ কমবে । কিন্তু এখনও বহু মানুষ সচেতন নয়। মুখে সব সময় মাস্ক পড়ে থাকা, সামাজিক দূরত্ব পালন করা এবং প্রয়োজনের বাইরে রাস্তায় না বেরোলেই এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।


কলকাতা ছাড়াও জঙ্গলমহলে ঝাড়গ্রামে একটি কনটেনমেন্ট জো়ন রয়েছে। কলকাতাতে সংক্রমণ কমে এলেও নদিয়াতে এক ধাক্কায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা বেড়ে হয়েছে 489। পুরুলিয়াতে কনটেনমেন্ট জো়নের সংখ্যা বেড়ে হয়েছে 341। পশ্চিম মেদিনীপুরের কনটেনমেন্ট জো়ন সংখ্যা বেড়ে হয়েছে 351 । পূর্ব বর্ধমানের কনটেনমেন্ট জো়নের সংখ্যা 327 ও কোচবিহার কনটেনমেন্ট জো়নের সংখ্যা 323। উত্তর দিনাজপুরে কনটেনমেন্ট জো়নের সংখ্যা 225 কোচবিহারে কনটেনমেন্ট জো়নের সংখ্যা 332। উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জো়ন এর সংখ্যা 31 টি তবে নতুন করে আক্রান্তের সংখ্যা 590।

কলকাতা, 7 সেপ্টেম্বর:কলকাতায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা কমে হলো মাত্র একটি। রাজ্য স্বাস্থ্য দফতর এমনই রিপোর্ট পেশ করেছে। কলকাতায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা কমে দাঁড়িয়েছে একটি। গত সপ্তাহেও কনটেনমেন্ট জো়নের সংখ্যা ছিল 7। গত মে মাসে কনটেনমেন্ট জো়নের সংখ্যা ছিল 33 টি। সেখানেই সেপ্টেম্বর মাসের 6 তারিখে রাজ্য স্বাস্থ্য দপ্তর রিপোর্ট পেশ করেছে যেখানে কনটেনমেন্ট জো়নের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র একটি। উত্তর কলকাতা 26 নম্বর ওয়ার্ডের লোহাপট্টির 13 নম্বর 21 নম্বর উমেশ দত্ত লেনের বাড়িতে কোরোনার সংক্রমণ রয়েছে। এই দুটি বাড়িতে একসঙ্গে একটি কনটেনমেন্ট জো়ন তৈরি করা হয়েছে। এটি এই মুহূর্তে কলকাতা মহানগরীর একমাত্র কনটেনমেন্ট জো়ন।


গত 24 ঘন্টায় কলকাতায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 541 জন। গত 24 ঘন্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 402 জন। কোরোনা সংক্রমণ কমে আসার স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকরা। কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, নিয়মিতভাবে কোরোনা পরীক্ষা করা এবং আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার কারণে শহরে আক্রান্তের সংখ্যা কমছে। টেস্টিং ট্রেসিং ট্রাকিং এই পদ্ধতিতে মেনে চলার ফলে সংক্রমণ ক্রমশ কমছে শহরে। শহরবাসী সচেতন থাকলে সংক্রমণ কমবে । কিন্তু এখনও বহু মানুষ সচেতন নয়। মুখে সব সময় মাস্ক পড়ে থাকা, সামাজিক দূরত্ব পালন করা এবং প্রয়োজনের বাইরে রাস্তায় না বেরোলেই এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।


কলকাতা ছাড়াও জঙ্গলমহলে ঝাড়গ্রামে একটি কনটেনমেন্ট জো়ন রয়েছে। কলকাতাতে সংক্রমণ কমে এলেও নদিয়াতে এক ধাক্কায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা বেড়ে হয়েছে 489। পুরুলিয়াতে কনটেনমেন্ট জো়নের সংখ্যা বেড়ে হয়েছে 341। পশ্চিম মেদিনীপুরের কনটেনমেন্ট জো়ন সংখ্যা বেড়ে হয়েছে 351 । পূর্ব বর্ধমানের কনটেনমেন্ট জো়নের সংখ্যা 327 ও কোচবিহার কনটেনমেন্ট জো়নের সংখ্যা 323। উত্তর দিনাজপুরে কনটেনমেন্ট জো়নের সংখ্যা 225 কোচবিহারে কনটেনমেন্ট জো়নের সংখ্যা 332। উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জো়ন এর সংখ্যা 31 টি তবে নতুন করে আক্রান্তের সংখ্যা 590।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.