ETV Bharat / city

TMC-Congress: কংগ্রেসের রাজনীতি শুধু টুইটারেই, বিজেপিকে হারানোর গরজ নেই, কটাক্ষ তৃণমূলের - Mamata Banerjee

জোটের প্রশ্নে সাম্প্রতিক কালে কংগ্রেস যত উদাসীনতা দেখিয়েছে, ততই সর্বভারতীয় ক্ষেত্রে মমতাকে মোদীর বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে তুলে ধরেছে তৃণমূল ৷ উপনির্বাচনের প্রচারে বেরিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, কংগ্রেস পারবে না ৷ যা করার তাঁদেরই করতে হবে ৷

Congress limited to twitter only, does not care about opposition alliance against BJP, claims TMC
কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের
author img

By

Published : Oct 28, 2021, 6:31 PM IST

Updated : Oct 28, 2021, 8:04 PM IST

কলকাতা, 28 অক্টোবর: জোটের বার্তা নিয়ে দিল্লি পর্যন্ত ছুটে গেলেও, এখনও পর্যন্ত তেমন গরজ দেখায়নি কংগ্রেস । তা নিয়ে এ বার ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’-কে তীব্র কটাক্ষ তৃণমূলের ৷ তাদের দাবি, আজকাল কংগ্রেসের রাজনীতি শুধুমাত্র টুইটারেই সীমাবদ্ধ ৷ শক্তিশালী বিরোধী জোট গড়ে তোলা নিয়ে কোনও মাথাব্যথাই নেই ৷

2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে শুরু থেকেই একেবারে অগ্রভাগে তৃণমূল । ভোট পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকে প্রস্তুতি শুরু করে দেওয়ার পক্ষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও তোড়জোড় চোখে পড়েনি ।

আরও পড়ুন: Prashant Kishor: বিজেপি কোথাও যাচ্ছে না, সত্যিটা বুঝছেন না রাহুলই; মন্তব্য প্রশান্তর

সেই নিয়েই দলের মুখপত্র ‘জাগোবাংলা’য় কংগ্রেসকে একহাত নিয়েছে তৃণমূল ৷ বৃহস্পতিবার ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তে লেখা হয়, ‘আমরা বিজেপি-র বিরুদ্ধে জোট চাই ৷ সেটা বার বার বলেছি ৷ কংগ্রেসকেও বলা হয়েছে ৷ কিন্তু তাদের কোনও হেলদোল নেই ৷’

বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রতিহত করার পরই বিরোধী জোটের বার্তা নিয়ে দিল্লি ছুটে যান মমতা ৷ দেখা করেন সোনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে ৷ এর পর সোনিয়ার নেতৃত্বে 20 অগস্ট বিরোধী শিবিরের ভার্চুয়াল বৈঠকেও মমতা সাফ জানিয়ে দেন, এখন থেকেই জোটের কর্মসূচি শুরু করে দিতে হবে ৷ তার জন্য স্টিয়ারিং কমিটি বা নীতি কমিটি অথবা কর্মসূচির লাইন তৈরি করে দেওয়া হোক ৷

আরও পড়ুন: Mamata Banerjee : যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না; মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর

সেই সময় মমতার প্রস্তাবে একমত হলেও, এ নিয়ে কংগ্রেসের তরফে আর কোনও সাড়াশব্দ মেলেনি ৷ তাই তৃণমূলের কটাক্ষ, ‘নেত্রী বলেছিলেন জোটের কাঠামো হোক, স্টিয়ারিং কমিটি হোক, নীতি বা কর্মসূচির লাইন তৈরি হোক ৷ কোথায় কী ! কংগ্রেস টুইটেই সীমাবদ্ধ ৷ জোট তৈরির কার্যকরী পদক্ষেপ নেই ৷ 2014, 2019-এর লোকসভা কংগ্রেস ডুবেছে এবং ডুবিয়েছে ৷’

জোটের প্রশ্নে সাম্প্রতিক কালে কংগ্রেস যত উদাসীনতা দেখিয়েছে, ততই সর্বভারতীয় ক্ষেত্রে মমতাকে মোদির বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে তুলে ধরেছে তৃণমূল ৷ উপনির্বাচনের প্রচারে বেরিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, কংগ্রেস পারবে না ৷ যা করার তাঁদেরই করতে হবে ৷ মমতাই পারেন নরেন্দ্র মোদিকে টেক্কা দিতে ৷ এমনকি আমেঠির আসন হাতছাড়া হওয়া নিয়েও রাহুলকে খোঁচা দিয়েছে তৃণমূল ।

আরও পড়ুন: Subrata Mukhopadhyay: চিকিৎসায় সাড়া দিলেও এখনও বিপন্মুক্ত নন সুব্রত, চিকিৎসকদের পর্যবেক্ষণে মন্ত্রী

তারই রেশ পাওয়া গিয়েছে ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তে ৷ তৃণমূলের সাফ বক্তব্য, ‘আমরা কি আবার ওদের জন্য বসে থাকব ? ওরা নিজেদের সমস্যায় জেরবার ৷ রাজপথে নেই ৷ লাগাতার আন্দোলনে নেই ৷ বিজেপিকে কী করে হারাতে হয়, দেখিয়ে দিয়েছি আমরা ৷ ফলে কংগ্রেসের ভরসায় বসে থাকা যাবে না ৷ আমরা আমাদের শক্তি বাড়াতেই থাকব ৷ কংগ্রেসকে বাদ দিয়ে চলার কথা বলেননি আমাদের নেত্রী ৷ তাই জোটের দরজা খোলা থাকল ৷ তবে ওদের জন্য সময় নষ্ট করার কোনও ইচ্ছে আমাদের নেই ৷’

ঘটনাচক্রে বৃহস্পতিবারই গোয়া উড়ে গিয়েছেন তৃণমূল নেত্রী । আগামী বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপিকে কড়া টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জোড়াফুল শিবির । এ ছাড়াও, ত্রিপুরাতেও তৃণমূলের হয়ে ঘুঁটি সাজাচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর । রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে আঞ্চলিক দলের খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছে তৃণমূল । তার জন্যই একের পর এক রাজ্যে জমি তৈরির কাজ শুরু করে দিয়েছে, যাতে কংগ্রেসের উপর ভরসা না করতে হয় তাদের ।

কলকাতা, 28 অক্টোবর: জোটের বার্তা নিয়ে দিল্লি পর্যন্ত ছুটে গেলেও, এখনও পর্যন্ত তেমন গরজ দেখায়নি কংগ্রেস । তা নিয়ে এ বার ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’-কে তীব্র কটাক্ষ তৃণমূলের ৷ তাদের দাবি, আজকাল কংগ্রেসের রাজনীতি শুধুমাত্র টুইটারেই সীমাবদ্ধ ৷ শক্তিশালী বিরোধী জোট গড়ে তোলা নিয়ে কোনও মাথাব্যথাই নেই ৷

2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে শুরু থেকেই একেবারে অগ্রভাগে তৃণমূল । ভোট পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকে প্রস্তুতি শুরু করে দেওয়ার পক্ষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও তোড়জোড় চোখে পড়েনি ।

আরও পড়ুন: Prashant Kishor: বিজেপি কোথাও যাচ্ছে না, সত্যিটা বুঝছেন না রাহুলই; মন্তব্য প্রশান্তর

সেই নিয়েই দলের মুখপত্র ‘জাগোবাংলা’য় কংগ্রেসকে একহাত নিয়েছে তৃণমূল ৷ বৃহস্পতিবার ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তে লেখা হয়, ‘আমরা বিজেপি-র বিরুদ্ধে জোট চাই ৷ সেটা বার বার বলেছি ৷ কংগ্রেসকেও বলা হয়েছে ৷ কিন্তু তাদের কোনও হেলদোল নেই ৷’

বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রতিহত করার পরই বিরোধী জোটের বার্তা নিয়ে দিল্লি ছুটে যান মমতা ৷ দেখা করেন সোনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে ৷ এর পর সোনিয়ার নেতৃত্বে 20 অগস্ট বিরোধী শিবিরের ভার্চুয়াল বৈঠকেও মমতা সাফ জানিয়ে দেন, এখন থেকেই জোটের কর্মসূচি শুরু করে দিতে হবে ৷ তার জন্য স্টিয়ারিং কমিটি বা নীতি কমিটি অথবা কর্মসূচির লাইন তৈরি করে দেওয়া হোক ৷

আরও পড়ুন: Mamata Banerjee : যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না; মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর

সেই সময় মমতার প্রস্তাবে একমত হলেও, এ নিয়ে কংগ্রেসের তরফে আর কোনও সাড়াশব্দ মেলেনি ৷ তাই তৃণমূলের কটাক্ষ, ‘নেত্রী বলেছিলেন জোটের কাঠামো হোক, স্টিয়ারিং কমিটি হোক, নীতি বা কর্মসূচির লাইন তৈরি হোক ৷ কোথায় কী ! কংগ্রেস টুইটেই সীমাবদ্ধ ৷ জোট তৈরির কার্যকরী পদক্ষেপ নেই ৷ 2014, 2019-এর লোকসভা কংগ্রেস ডুবেছে এবং ডুবিয়েছে ৷’

জোটের প্রশ্নে সাম্প্রতিক কালে কংগ্রেস যত উদাসীনতা দেখিয়েছে, ততই সর্বভারতীয় ক্ষেত্রে মমতাকে মোদির বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে তুলে ধরেছে তৃণমূল ৷ উপনির্বাচনের প্রচারে বেরিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, কংগ্রেস পারবে না ৷ যা করার তাঁদেরই করতে হবে ৷ মমতাই পারেন নরেন্দ্র মোদিকে টেক্কা দিতে ৷ এমনকি আমেঠির আসন হাতছাড়া হওয়া নিয়েও রাহুলকে খোঁচা দিয়েছে তৃণমূল ।

আরও পড়ুন: Subrata Mukhopadhyay: চিকিৎসায় সাড়া দিলেও এখনও বিপন্মুক্ত নন সুব্রত, চিকিৎসকদের পর্যবেক্ষণে মন্ত্রী

তারই রেশ পাওয়া গিয়েছে ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তে ৷ তৃণমূলের সাফ বক্তব্য, ‘আমরা কি আবার ওদের জন্য বসে থাকব ? ওরা নিজেদের সমস্যায় জেরবার ৷ রাজপথে নেই ৷ লাগাতার আন্দোলনে নেই ৷ বিজেপিকে কী করে হারাতে হয়, দেখিয়ে দিয়েছি আমরা ৷ ফলে কংগ্রেসের ভরসায় বসে থাকা যাবে না ৷ আমরা আমাদের শক্তি বাড়াতেই থাকব ৷ কংগ্রেসকে বাদ দিয়ে চলার কথা বলেননি আমাদের নেত্রী ৷ তাই জোটের দরজা খোলা থাকল ৷ তবে ওদের জন্য সময় নষ্ট করার কোনও ইচ্ছে আমাদের নেই ৷’

ঘটনাচক্রে বৃহস্পতিবারই গোয়া উড়ে গিয়েছেন তৃণমূল নেত্রী । আগামী বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপিকে কড়া টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জোড়াফুল শিবির । এ ছাড়াও, ত্রিপুরাতেও তৃণমূলের হয়ে ঘুঁটি সাজাচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর । রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে আঞ্চলিক দলের খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছে তৃণমূল । তার জন্যই একের পর এক রাজ্যে জমি তৈরির কাজ শুরু করে দিয়েছে, যাতে কংগ্রেসের উপর ভরসা না করতে হয় তাদের ।

Last Updated : Oct 28, 2021, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.