কলকাতা, 8 মে: কলকাতা পৌরনিগমে প্রশাসক বসানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। অবিলম্বে প্রশাসক বোর্ডকে ভেঙে দেওয়ার দাবি জানান তিনি। সোমেন মিত্রের প্রশ্ন, "কোন নিয়মে মেয়র ও মেয়র পারিষদরা বহাল থাকেন?" প্রশাসক বসানোর মাধ্যমে পৌরনিগমের সংবিধানকে শাসক দল তৃণমূল ধ্বংস করেছে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি কলকাতা পৌরনিগমের তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ ফুরোনোর পর প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছে সেখানে। যে প্রশাসনিক বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান হয়েছেন মেয়র থাকা ফিরহাদ হাকিম।পাশাপাশি মেয়র পারিষদরা অনেকেই রয়েছেন প্রশাসক বোর্ডে। এই বিষয়েই এদিন একাধিক অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন করেন, "একজন ব্যক্তির পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কী করে সে নিজেকেই কর্পোরেশনের নবগঠিত প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করতে পারে?" শাসক দল নিজের আধিপত্য বজায় রাখার জন্যই এই কাজ করেছে বলে মনে করেন সোমেন মিত্র।প্রশাসক হিসেবে একজন সরকারি আধিকারিক নিযুক্ত করার পরম্পরা থেকে রাজ্য সরকার কী কারণে সরে এল তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির।
ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা জানান, "বিদায়f মেয়র নবগঠিত বোর্ডের প্রশাসক নিযুক্ত হতে পারেন, পৌর নিগমের কোনও সংবিধানে এমন ধারা নেই। সবটাই শাসক দলের ক্ষমতা ভোগ করার খেলা।" তাঁর মতে, রাজ্যপালকে জানিয়ে তাঁর দ্বারাই প্রশাসক নিযুক্ত করা উচিত ছিল। প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারা প্রশাসক নিয়োগ করে তৃণমূল আইনের সীমালঙ্ঘন করছে বলেও মনে করেন সোমেন মিত্র।
সোমেন মিত্র অভিযোগ, "নির্লজ্জভাবে রাজ্যের শাসক দল কলকাতা কর্পোরেশনের দুর্নীতি ঢাকতে মরিয়া। সেই কারণেই স্বচ্ছতা বজায় রাখা হল না প্রশাসক নিয়োগের কাজে।"
আজ তিনি দাবি করেন, অবিলম্বে বেআইনি কলকাতা কর্পোরেশন বোর্ড ভেঙে, আইনানুগ পথে একজন সরকারি আধিকারিককে প্রশাসক হিসেবে নিযুক্ত করতে হবে। পাশাপাশি রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বোর্ড গঠন করার কথাও বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।