ETV Bharat / city

বাম-কংগ্রেস জোটে সম্মতি কংগ্রেস হাইকমান্ডের

author img

By

Published : Dec 24, 2020, 3:09 PM IST

Updated : Dec 24, 2020, 6:22 PM IST

আসন্ন বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট গঠনে সম্মতি দিল কংগ্রেস হাইকমান্ড ৷ আজ একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ৷

left cong alliance
সমঝোতায় মিলল কংগ্রেস হাইকমান্ডের সম্মতি

কলকাতা, 24 ডিসেম্বর : আগে "সমঝোতা" হলেও সেভাবে জোট হয়নি । তবে 2021 বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াইয়ের জন্য অনেক আগে থেকেই তৎপর হয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব । এবার এই জোট গঠনে সিলমোহর দিল কংগ্রেস হাইকমান্ড । এর ফলে জোটের প্রস্তুতি আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপিকে এরাজ্যে পরাস্ত করতে আন্তরিকভাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত রয়েছেন তাঁরা । প্রদেশ কংগ্রেস সভাপতি এখন দিল্লিতে রয়েছেন । হাইকমান্ড সম্মতি দেওয়ায় বামফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগিতে কোনও বাধাই আর থাকছে না বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরি। তিনি বলেন," নতুন বছরের সূচনাতেই আসন বণ্টনের বিষয়টি নিয়ে বামফ্রন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এবার আর কোনও বাধা রইল না।" বিমান বসু জানিয়েছেন, 16টি বাম দলের তরফে বৈঠক করে অবিলম্বে তাঁরাও আসন বণ্টনের বিষয়টি সেরে ফেলতে চান।

  • Today the Congress High command has formally approved the electoral alliance with the #Left parties in the impending election of West Bengal.@INCIndia@INCWestBengal

    — Adhir Chowdhury (@adhirrcinc) December 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এতদিন স্থানীয় আলোচনার ভিত্তিতে বাম-কংগ্রেস সমঝোতার পথকে প্রশস্ত করতে দলের তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে‌। এবার হাইকমান্ডের নির্দেশ মেনে আন্তরিকভাবে কংগ্রেস কর্মীরা বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় যাবে বলে মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। যদিও কংগ্রেস নেতৃত্বের একাংশ এই জোটে রাজি নয় ৷ বিধায়কদের মধ্যেও অনেকেই বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় যেতে নারাজ । বিশেষ করে বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাত, লালগোলার বিধায়ক আবু হেনা, ফরাক্কার বিধায়ক মইনুল হক সহ কয়েকজন কংগ্রেস নেতা বামেদের সঙ্গে জোট চাইছেন না । বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা মেনে নিতে না পেরে ইতিমধ্যে একাধিক কংগ্রেস বিধায়ক দলত্যাগ করেছেন।

বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাত ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছেন, সদ্য পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বামফ্রন্টের সঙ্গে জোট মানতে না পেরে দলত্যাগ করেছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রধান লক্ষ্য বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করা। আসন সমঝোতা মানে কংগ্রেসের উপর নির্ভরশীলতা নয়। বামফ্রন্ট তথা সিপিআইএমের দলীয় সংগঠনকে মজবুত করার জন্য একগুচ্ছ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আবদুল মান্নান বলেন, দলীয় সংগঠনকে মজবুত করতে রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধি একাধিকবার নির্দেশ দিয়েছেন। বামফ্রন্টের সঙ্গে জোট প্রক্রিয়ার পাশাপাশি রাজ্যজুড়ে দলীয় সংগঠনকে আরও চাঙ্গা করতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সক্রিয়। যদিও ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের কথায়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আসন বণ্টনের সময়ে জোট প্রক্রিয়া বড় ধাক্কা পেতে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতি বামফ্রন্টের দেওয়া সবকটি শর্ত মেনে নিতে চাইছেন না। আসন বণ্টনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমের "শক্তঘাঁটি" তে কংগ্রেস নিজেদের প্রার্থী দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নরেন চট্টোপাধ্যায়। আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে ঠান্ডা লড়াই চলছে বলেও মনে করেন তিনি।

কলকাতা, 24 ডিসেম্বর : আগে "সমঝোতা" হলেও সেভাবে জোট হয়নি । তবে 2021 বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াইয়ের জন্য অনেক আগে থেকেই তৎপর হয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব । এবার এই জোট গঠনে সিলমোহর দিল কংগ্রেস হাইকমান্ড । এর ফলে জোটের প্রস্তুতি আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপিকে এরাজ্যে পরাস্ত করতে আন্তরিকভাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত রয়েছেন তাঁরা । প্রদেশ কংগ্রেস সভাপতি এখন দিল্লিতে রয়েছেন । হাইকমান্ড সম্মতি দেওয়ায় বামফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগিতে কোনও বাধাই আর থাকছে না বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরি। তিনি বলেন," নতুন বছরের সূচনাতেই আসন বণ্টনের বিষয়টি নিয়ে বামফ্রন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এবার আর কোনও বাধা রইল না।" বিমান বসু জানিয়েছেন, 16টি বাম দলের তরফে বৈঠক করে অবিলম্বে তাঁরাও আসন বণ্টনের বিষয়টি সেরে ফেলতে চান।

  • Today the Congress High command has formally approved the electoral alliance with the #Left parties in the impending election of West Bengal.@INCIndia@INCWestBengal

    — Adhir Chowdhury (@adhirrcinc) December 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এতদিন স্থানীয় আলোচনার ভিত্তিতে বাম-কংগ্রেস সমঝোতার পথকে প্রশস্ত করতে দলের তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে‌। এবার হাইকমান্ডের নির্দেশ মেনে আন্তরিকভাবে কংগ্রেস কর্মীরা বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় যাবে বলে মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। যদিও কংগ্রেস নেতৃত্বের একাংশ এই জোটে রাজি নয় ৷ বিধায়কদের মধ্যেও অনেকেই বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় যেতে নারাজ । বিশেষ করে বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাত, লালগোলার বিধায়ক আবু হেনা, ফরাক্কার বিধায়ক মইনুল হক সহ কয়েকজন কংগ্রেস নেতা বামেদের সঙ্গে জোট চাইছেন না । বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা মেনে নিতে না পেরে ইতিমধ্যে একাধিক কংগ্রেস বিধায়ক দলত্যাগ করেছেন।

বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাত ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছেন, সদ্য পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বামফ্রন্টের সঙ্গে জোট মানতে না পেরে দলত্যাগ করেছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রধান লক্ষ্য বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করা। আসন সমঝোতা মানে কংগ্রেসের উপর নির্ভরশীলতা নয়। বামফ্রন্ট তথা সিপিআইএমের দলীয় সংগঠনকে মজবুত করার জন্য একগুচ্ছ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আবদুল মান্নান বলেন, দলীয় সংগঠনকে মজবুত করতে রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধি একাধিকবার নির্দেশ দিয়েছেন। বামফ্রন্টের সঙ্গে জোট প্রক্রিয়ার পাশাপাশি রাজ্যজুড়ে দলীয় সংগঠনকে আরও চাঙ্গা করতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সক্রিয়। যদিও ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের কথায়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আসন বণ্টনের সময়ে জোট প্রক্রিয়া বড় ধাক্কা পেতে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতি বামফ্রন্টের দেওয়া সবকটি শর্ত মেনে নিতে চাইছেন না। আসন বণ্টনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমের "শক্তঘাঁটি" তে কংগ্রেস নিজেদের প্রার্থী দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নরেন চট্টোপাধ্যায়। আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে ঠান্ডা লড়াই চলছে বলেও মনে করেন তিনি।

Last Updated : Dec 24, 2020, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.