ETV Bharat / city

Anubrata Mondal জেরার জন্য সুস্থ অনুব্রত, সিবিআইকে জানাল কমান্ড হাসপাতাল - অনুব্রত মণ্ডল

নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে কমান্ড হাসপাতালে যান সিবিআই গোয়েন্দারা ৷ সকালে রোগীর চাপ থাকায় হাসপাতালে দুপুর দুটোর পর অনুব্রতকে (Command Hospital) নিয়ে যাওয়া হয় ৷ তারপরই ডাক্তাররা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ ৷ তাঁকে জেরা করা যেতে পারে ৷

Command hospital tells CBI Anubrata Mondal physically fit for interrogation
Anubrata Mondal
author img

By

Published : Aug 16, 2022, 3:18 PM IST

কলকাতা, 16 অগস্ট: শারীরিকভাবে সুস্থ রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তাঁকে জেরা করা যেতে পারে । স্বাস্থ্য পরীক্ষা করার পর আলিপুর কমান্ড হাসপাতালে (Command Hospital) তরফ থেকে এই কথাই জানিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে ।

এরপরই এক বিশাল কনভয় করে অনুব্রত মণ্ডলকে আলিপুর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে ফিরিয়ে আনা হল । মঙ্গলবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়নি । 48 ঘণ্টা অন্তর অন্তর তাঁকে শারীরিক পরীক্ষা করা হবে ৷ এমনটাই আদালতের তরফ থেকে নির্দেশ ছিল । ফলে এ দিন আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে শারীরিক পরীক্ষার জন্য ।

প্রসঙ্গত, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে এনে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । জানতে চাইছেন তাঁর নামে কোথায় কোথায় আরও সম্পত্তি রয়েছে ৷ যদিও সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে কোনওরকমের সাহায্য করছেন না অনুব্রত মণ্ডল ।

আরও পড়ুন: নিজাম প্যালেস থেকে কম্যান্ড হাসপাতালের পথে অনুব্রত

মঙ্গলবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করেননি গোয়েন্দারা । কিন্তু দুপুর দুটোর পর থেকে অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে । মূলত তিনি ইলামবাজারের গরুর হাটের টাকা (Cattle Smuggling Case) থেকে লাভবান হয়েছিলেন কি না ৷ বীরভূম পুলিশের একাংশকে তিনি কীভাবে নিয়ন্ত্রণ করতেন ৷ বিপুল অংকের টাকা তিনি আর কোন কোন প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠাতেন ৷ এই সকল বিষয়ে জানার জন্য ইতিমধ্যেই ফের একবার অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছেন সিবিআই-এর গোয়েন্দারা (Command hospital tells CBI Anubrata Mondal physically fit for interrogation) ।

কলকাতা, 16 অগস্ট: শারীরিকভাবে সুস্থ রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তাঁকে জেরা করা যেতে পারে । স্বাস্থ্য পরীক্ষা করার পর আলিপুর কমান্ড হাসপাতালে (Command Hospital) তরফ থেকে এই কথাই জানিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে ।

এরপরই এক বিশাল কনভয় করে অনুব্রত মণ্ডলকে আলিপুর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে ফিরিয়ে আনা হল । মঙ্গলবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়নি । 48 ঘণ্টা অন্তর অন্তর তাঁকে শারীরিক পরীক্ষা করা হবে ৷ এমনটাই আদালতের তরফ থেকে নির্দেশ ছিল । ফলে এ দিন আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে শারীরিক পরীক্ষার জন্য ।

প্রসঙ্গত, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে এনে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । জানতে চাইছেন তাঁর নামে কোথায় কোথায় আরও সম্পত্তি রয়েছে ৷ যদিও সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে কোনওরকমের সাহায্য করছেন না অনুব্রত মণ্ডল ।

আরও পড়ুন: নিজাম প্যালেস থেকে কম্যান্ড হাসপাতালের পথে অনুব্রত

মঙ্গলবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করেননি গোয়েন্দারা । কিন্তু দুপুর দুটোর পর থেকে অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে । মূলত তিনি ইলামবাজারের গরুর হাটের টাকা (Cattle Smuggling Case) থেকে লাভবান হয়েছিলেন কি না ৷ বীরভূম পুলিশের একাংশকে তিনি কীভাবে নিয়ন্ত্রণ করতেন ৷ বিপুল অংকের টাকা তিনি আর কোন কোন প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠাতেন ৷ এই সকল বিষয়ে জানার জন্য ইতিমধ্যেই ফের একবার অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছেন সিবিআই-এর গোয়েন্দারা (Command hospital tells CBI Anubrata Mondal physically fit for interrogation) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.