ETV Bharat / city

করোনা ভয় সরিয়ে ক্রেতার আশায় রং ব্যবসায়ীরা - colours are being sold in covid situation

করোনা পরিস্থিতিকে কার্যত উপেক্ষা করে রংয়ের উৎসবে সামিল সাধারণ মানুষ ৷ তাদের চাহিদার কথা মাথায় রেখে রং, পিচকারি সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা ৷

দোল উৎসব
দোল উৎসব
author img

By

Published : Mar 28, 2021, 10:26 PM IST

কলকাতা, 28 মার্চ : করোনা দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে ৷ প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা ৷ অক্টোবর মাসের পর এই প্রথম মার্চে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ৷ এসবের মধ্যেই দোল ও হোলিতে মেতেছেন সাধারণ মানুষ ৷ এদিকে আর্থিক লাভের আশায় পসার সাজিয়েছেন বিক্রেতারা ৷

উৎসবমুখর বাঙালির কাছে দোল ও হোলি অন্য মাত্রা এনে দেয় ৷ রংয়ের খেলায় মেতে ওঠেন আট থেকে আশির মানুষ ৷ গত বছর করোনার আশঙ্কায় অনেকে রংয়ের উৎসবে সামিল হননি ৷ এ বছর পরিস্থিতি না পাল্টালেও মানুষের ভয় অনেকটা কেটেছে ৷ মনে ভয় নিয়েও বাড়ির ছোটদের জন্য আবির ও রং নিয়ে যাচ্ছেন কেউ কেউ ৷ ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কলকাতার বাজারগুলিতে রং, আবির, পিচকারি নিয়ে বসেছেন দোকানিরা ।

আরও পড়ুন : সংক্রমণের বৃদ্ধিতে ফিকে দোল-হোলির রং, উৎসব বন্ধ রাখার আর্জি

অধিকাংশ ব্যবসায়ী জানিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য এবছর ব্যবসায় খুব বেশি প্রভাব পড়েনি । বিক্রি-বাট্টা ভালই হচ্ছে । চাহিদা ভাল রয়েছে । এদিকে শনিবার থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন ৷ গতকাল ছিল প্রথম দফার ভোটগ্রহণ ৷ রাজ্য জুড়ে চলছে প্রচার মিছিল, জনসভা । এর মধ্যে দোলের উৎসব চলে আসায় আরও যেন বাড়তি রং লেগেছে ভোটের প্রচারে । লাল সবুজ গেরুয়া রংয়ের আবির ছড়িয়ে রয়েছে বাজার জুড়ে । দেদার বিকোচ্ছে সে-সব ৷

কলকাতা, 28 মার্চ : করোনা দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে ৷ প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা ৷ অক্টোবর মাসের পর এই প্রথম মার্চে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ৷ এসবের মধ্যেই দোল ও হোলিতে মেতেছেন সাধারণ মানুষ ৷ এদিকে আর্থিক লাভের আশায় পসার সাজিয়েছেন বিক্রেতারা ৷

উৎসবমুখর বাঙালির কাছে দোল ও হোলি অন্য মাত্রা এনে দেয় ৷ রংয়ের খেলায় মেতে ওঠেন আট থেকে আশির মানুষ ৷ গত বছর করোনার আশঙ্কায় অনেকে রংয়ের উৎসবে সামিল হননি ৷ এ বছর পরিস্থিতি না পাল্টালেও মানুষের ভয় অনেকটা কেটেছে ৷ মনে ভয় নিয়েও বাড়ির ছোটদের জন্য আবির ও রং নিয়ে যাচ্ছেন কেউ কেউ ৷ ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কলকাতার বাজারগুলিতে রং, আবির, পিচকারি নিয়ে বসেছেন দোকানিরা ।

আরও পড়ুন : সংক্রমণের বৃদ্ধিতে ফিকে দোল-হোলির রং, উৎসব বন্ধ রাখার আর্জি

অধিকাংশ ব্যবসায়ী জানিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য এবছর ব্যবসায় খুব বেশি প্রভাব পড়েনি । বিক্রি-বাট্টা ভালই হচ্ছে । চাহিদা ভাল রয়েছে । এদিকে শনিবার থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন ৷ গতকাল ছিল প্রথম দফার ভোটগ্রহণ ৷ রাজ্য জুড়ে চলছে প্রচার মিছিল, জনসভা । এর মধ্যে দোলের উৎসব চলে আসায় আরও যেন বাড়তি রং লেগেছে ভোটের প্রচারে । লাল সবুজ গেরুয়া রংয়ের আবির ছড়িয়ে রয়েছে বাজার জুড়ে । দেদার বিকোচ্ছে সে-সব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.