কলকাতা, ১৩ অগাস্ট: কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়ুয়া ভরতিতে অনলাইন আবেদনের প্রসেসিং ফি ১৫০ টাকার বেশি নেওয়া যাবে না। এই মর্মে জারি করা উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। সেই বিভ্রান্তি দূর করতে আজ একটি ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, কলেজে স্নাতক কোর্সে ভরতিরর জন্য অনলাইনে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র বা প্রসপেক্টাসের নামে কোনও রকম অর্থ নিতে পারবে না কলেজ ও বিশ্ববিদ্যালয়। পাশাপাশি, অনলাইনে নথি আপলোডের জন্যেও আবেদনকারী ছাত্র-ছাত্রীদের থেকে কোনও অর্থ নেওয়া যাবে না বলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
ভিডিয়ো বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, "রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যেখানে স্নাতক স্তরে অনলাইনে ভরতির ব্যবস্থা হয়েছে, সেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয় কোনও রকম অর্থ আবেদনকারী ছাত্র-ছাত্রীদের থেকে নিতে পারবে না। অনলাইনে যে সমস্ত নথিপত্র আপলোড হচ্ছে তার জন্য কোনও অর্থ কলেজগুলি নিতে পারবে না। কলেজগুলিকে এমনই নির্দেশ দিয়েছি।"
![WEST BENGAL](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-colleges-will-not-take-any-money-in-the-name-of-application-form-or-prospectus-ordered-wbhed-7204411_13082020201037_1308f_1597329637_737.jpg)
অনেক কলেজ আবেদনপত্র ও প্রসপেক্টাসের জন্য ছাত্র-ছাত্রীদের থেকে অর্থ নিচ্ছে বলে অভিযোগ এসেছে উচ্চশিক্ষা দপ্তরের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে স্নাতক স্তরের কোর্সে ভরতির জন্য আবেদনপত্র ও প্রসপেক্টাস দেওয়া বাবদ কোনও ফি নেওয়া যাবে না বলেও নির্দেশিকা জারি করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "বেশকিছু কলেজ সম্পর্কে শুনতে পাচ্ছি তাঁরা আবেদন ফি, প্রসপেক্টাস, আবেদনপত্র এইসব দিয়ে অর্থ সংগ্রহ করছেন। সেক্ষেত্রেও বলছি এই বছর কোনও রকম অর্থ নেওয়া যাবে না। এই বছর COVID-19 প্যান্ডেমিকের জেরে মানুষের বিপন্নতাকে দেখে, মানুষের কষ্ট দেখে উচ্চশিক্ষা দপ্তর মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিদ্ধান্ত নিয়েছে যে, অনলাইন আবেদন, প্রসপেক্টাস, আবেদনের ফর্ম বাবদ কলেজ কোনও অর্থ গ্রহণ করতে পারবে না।"
ইতিমধ্যেই এই মর্মে উচ্চশিক্ষা দপ্তরের তরফের জারি করা হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, স্নাতক স্তরের কোর্সে অনলাইন ভরতির জন্য নথি স্ক্যান করা ও আপলোড করার জন্য কলেজ কোনও ফি নিতে পারবে না। একইভাবে আবেদনপত্র বা প্রসপেক্টাসের নামে কোনও ফি ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না।
মূলত, প্রসেসিং ফি হিসাবেই আবেদনপত্র জমার সময় ছাত্র-ছাত্রীদের থেকে কিছু পরিমাণ অর্থ নিয়ে থাকে কলেজগুলি। বিভিন্ন কলেজে যা বিভিন্ন নামে নেওয়া হয়। সেই ফি এই বছর নেওয়া যাবে না বলে নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত ১০ অগাস্ট থেকে শুরু হয়ে গেছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও ১১ অগাস্ট থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। 14 অগাস্ট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ।
ইতিমধ্যেই যে সকল পড়ুয়া অনলাইনে আবেদন করে দিয়েছেন তাঁদের কীভাবে অর্থ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? অথবা, যেখানে ইতিমধ্যেই ফি জমা দেওয়ার ব্যবস্থা রেখে অনলাইন আবেদনের পোর্টাল তৈরি করা হয়েছে তা কীভাবে করে নতুন করে সাজানো সম্ভব হবে তা নিয়ে বেশ চিন্তিত রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।