ETV Bharat / city

পার্টিতে হাত বাড়ালেই কোকেন! গ্রেপ্তার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্তা - manish

সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের সামনে নির্দিষ্ট সোর্সের ভিত্তিতে আটক করা হয় মণীশকে। উদ্ধার হয় 22 গ্রাম কোকেন। যার দাম প্রচুর।

উদ্ধার হওয়া কোকেন
author img

By

Published : Apr 13, 2019, 7:24 AM IST

কলকাতা, 13 এপ্রিল : কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হত পার্টি। দেদার খানাপিনা নাচা গানা। সঙ্গে নেশার দুনিয়ার হাতছানি। মোট সেখানে নস্যি। এমন পার্টিতে মণীশ সোধি থাকলে মিলে যেত দুনিয়ার সেরা ড্রাগ। কোকেন। সেই বহু মূল্যের কোকেনসহ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কর্তা মণীশকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

শহরের ইতিউতি আয়োজন করা হচ্ছে রেভ পার্টি। সবার অলক্ষ্যে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশাল নেটওয়ার্কিং সাইটের ক্লোজ় গ্রুপে ছড়ানো হচ্ছে মেসেজ। এমন খবর ইতিমধ্যে পাওয়া গেছে বহু। নাইট ক্লাব ডিসকো গুলোতেও মাদক কারবারের নথি লালবাজারের কাছে আছে অনেক। তবে ইভেন্ট আয়োজন করে সেখানে সন্তর্পনে মাদক বিক্রির ছক খুব একটা পাওয়া যায়নি কলকাতায়। পাওয়া গেলেও সেগুলি হেরোইন, ব্রাউন সুগার, গাঁজার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কলকাতায় বিশ্বের সবচেয়ে দামি ড্রাগ কোকেনের একতরফা কারবার ফেঁদেছিল নাইজেরীয়রা। কয়েকটি গ্রেপ্তারির ঘটনায় এই তথ্যই সামনে এসেছিল। কিন্তু এবার পাওয়া গেল দিল্লিবাসী এক নাগরিকের খোঁজ। সেই মণীশ। একটি নামি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্তা।

ধৃত ব্যক্তি
Cocaine
ধৃত ব্যক্তি

পুলিশ সূত্রে খবর, গতকাল সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের সামনে নির্দিষ্ট সোর্সের ভিত্তিতে আটক করা হয় মণীশকে। তার কাছ থেকে উদ্ধার হয় 22 গ্রাম কোকেন। যার দাম প্রচুর। পুলিশ মণীশকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, শহরের কোন কোন পার্টিতে মাদক সাপ্লাই করেছে সে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই কোকেন সে কোথা থেকে পেয়েছিল তাও জানার চেষ্টা চলছে।

কলকাতা, 13 এপ্রিল : কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হত পার্টি। দেদার খানাপিনা নাচা গানা। সঙ্গে নেশার দুনিয়ার হাতছানি। মোট সেখানে নস্যি। এমন পার্টিতে মণীশ সোধি থাকলে মিলে যেত দুনিয়ার সেরা ড্রাগ। কোকেন। সেই বহু মূল্যের কোকেনসহ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কর্তা মণীশকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

শহরের ইতিউতি আয়োজন করা হচ্ছে রেভ পার্টি। সবার অলক্ষ্যে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশাল নেটওয়ার্কিং সাইটের ক্লোজ় গ্রুপে ছড়ানো হচ্ছে মেসেজ। এমন খবর ইতিমধ্যে পাওয়া গেছে বহু। নাইট ক্লাব ডিসকো গুলোতেও মাদক কারবারের নথি লালবাজারের কাছে আছে অনেক। তবে ইভেন্ট আয়োজন করে সেখানে সন্তর্পনে মাদক বিক্রির ছক খুব একটা পাওয়া যায়নি কলকাতায়। পাওয়া গেলেও সেগুলি হেরোইন, ব্রাউন সুগার, গাঁজার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কলকাতায় বিশ্বের সবচেয়ে দামি ড্রাগ কোকেনের একতরফা কারবার ফেঁদেছিল নাইজেরীয়রা। কয়েকটি গ্রেপ্তারির ঘটনায় এই তথ্যই সামনে এসেছিল। কিন্তু এবার পাওয়া গেল দিল্লিবাসী এক নাগরিকের খোঁজ। সেই মণীশ। একটি নামি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্তা।

ধৃত ব্যক্তি
Cocaine
ধৃত ব্যক্তি

পুলিশ সূত্রে খবর, গতকাল সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের সামনে নির্দিষ্ট সোর্সের ভিত্তিতে আটক করা হয় মণীশকে। তার কাছ থেকে উদ্ধার হয় 22 গ্রাম কোকেন। যার দাম প্রচুর। পুলিশ মণীশকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, শহরের কোন কোন পার্টিতে মাদক সাপ্লাই করেছে সে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই কোকেন সে কোথা থেকে পেয়েছিল তাও জানার চেষ্টা চলছে।

Intro:কলকাতা, ১২ এপ্রিল: কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হত পার্টি। দেদার খানাপিনা নাচা গানা। সঙ্গে “রঙিন" এক নেশার দুনিয়ার হাতছানি। মোট সেখানে নস্যি। এমন পার্টিকে মনীশ সোধি থাকলে মিলে যেত দুনিয়ার সেরা ড্রাগ। কোকেন। সেই বহু মূল্যের কোকেনসহ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কর্তা মণীশকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স।
Body:শহরের ইতিউতি আয়োজন করা হচ্ছে রেভ পার্টি। সবার অলক্ষ্যে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ক্লোজ গ্রুপে ছড়ানো হচ্ছে মেসেজ। এমন খবর ইতিমধ্যে পাওয়া গেছে বহু। নাইট ক্লাব ডিসকোথেক গুলোতেও মাদক কারবারের নথি লালবাজারের কাছে আছে অনেক। তবে ইভেন্ট আয়োজন করে সেখানে সন্তর্পনে মাদক বিক্রির ছক খুব একটা পাওয়া যায়নি কলকাতায়। পাওয়া গেলেও সেগুলি হেরোইন, ব্রাউন সুগার, গাঁজা কিংবা সদস্যই সীমাবদ্ধ ছিল। এই শহরে বিশ্বের সবচেয়ে দামি ড্রাগ কোকেনের একতরফা কারবার ফেঁদেছিল নাইজেরীয়রা। শেষ বেশ কয়েকটি গ্রেপ্তারির ঘটনায় এমন তথ্যই সামনে এসেছিল। কিন্তু এবার পাওয়া গেল দিল্লিবাসী এক দেশীয় নাগরিকের খোঁজ। সেই মণীশ। একটি নামি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্তা।
Conclusion:পুলিশ সূত্রে খবর, গতকাল সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের সামনে নির্দিষ্ট সোর্সের ভিত্তিতে আটক করা হয় মণীশকে। তার কাছে উদ্ধার হয় 22 গ্রাম কোকেন। যার দাম প্রচুর। পুলিশ মনিশকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, শহরের কোন কোন পার্টিতে মাদক সাপ্লাই করেছে সে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই কোকেন সে কোথা থেকে পেয়েছিল তাও জানার চেষ্টা চলছে।





ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.