কলকাতা, 1 জুন : প্রায় দেড় মাস বাড়ল কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার রক্ষাকবচের মেয়াদ ৷ সূত্রের খবর, এই সময়ের মধ্যে সিবিআই অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও তাঁকে গ্রেফতার করতে পারবে না ৷ এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ জানা গিয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহের পর ফের সুপ্রিম কোর্টে চলবে এই মামলার শুনানি ৷
সম্প্রতি রাজ্যের কয়লা পাচার কাণ্ডের তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ পরে কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার খোঁজ পায় তারা ৷ পুরুলিয়ার ছেলে কীভাবে কয়লা মাফিয়া হয়ে উঠলেন, তা দেখে অবাক হয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা ৷
আরও পড়ুন : কয়লাপাচার কাণ্ডে জ্ঞানবন্ত সিংকে তলব সিবিআইয়ের
পরে লালার কলকাতা-সহ ও রাজ্যের একাধিক বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ৷ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয় ৷ তারও পরে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে একাধিকাবার ডেকে পাঠানো হয় অনুপ মাঝি ওরফে লালাকে ৷ কিন্তু আদালতের রক্ষাকবচ থাকায় তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিতে পারেনি সিবিআই ৷ তবে সেই সময়ে বেশ কয়েকবার নিজাম প্যালেসে এসে গোয়েন্দাদের জেরার মুখোমুখি হতে হয় লালাকে ৷ পরে সুপ্রিম কোর্টের দারস্থ হন লালা ৷ আর এবার সেখান থেকেই রক্ষাকবচ পেয়ে কিছুটা হলেও স্বস্তি বাড়ল অনুপ মাঝি ওরফে লালার ৷