ETV Bharat / city

‘‘কত কষ্ট করে মেট্রোগুলো চালু করেছিলাম’’, আমন্ত্রণে দুঃখপ্রকাশ মমতার - মুখ্যমন্ত্রী

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে রেলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি ৷ যা নিয়ে আজ বিধানসভায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ৷ যদিও কলকাতা মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে ৷

mamata banerjee on east-west metro invitaion
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 14, 2020, 5:06 PM IST

Updated : Feb 14, 2020, 7:25 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিধানসভার অধিবেশন কক্ষে তিনি জানান, অনেক কষ্ট করে মেট্রোগুলি চালু করেছিলেন ৷ কিন্তু তাঁকেই আমন্ত্রণ জানানো হয়নি ৷

গতকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না থাকায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে ৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়, আমন্ত্রণ করা হয়নি মুখ্যমন্ত্রীকে ৷ আজ বিধানসভার অধিবেশন কক্ষে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলে বলেন, ‘‘কত কষ্ট করে মেট্রোগুলো চালু করেছিলাম ৷ প্রকল্পের জন্য বরাদ্দ করতে গিয়ে চোখের জল ফেলতে হয়েছিল ৷ ছোট একটা রুটে মেট্রো চালু করল ৷ অথচ আমাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনে করল না ৷ দুঃখ পেলাম ৷’’

মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে গতকাল রাজ্যের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না ৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের প্রতিনিধি থাকলে ভালো লাগত ৷ অন্যদিকে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দলীয় নেতা সায়ন্তন বসু কটাক্ষ করে জানান, মুখ্যমন্ত্রী নিজের কর্মফল ভোগ করছেন ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘যা হয়েছে ঠিক হয়েছে । সব জায়গায় দিদিগিরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন তাঁকে আমন্ত্রণ করা হবে । এটা তাঁর পাওনা ছিল ।’’

সায়ন্তন বসু বলেন, ‘‘হুগলি ও জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক হলে সাংসদকে ডাকেন? সাংসদকে বাদ দিয়েই প্রশাসনিক বৈঠক হয় । বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হচ্ছে, আচার্যকে ডাকছে না । যেমন কর্ম তেমন ফল । যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহার পাবেন । আমাদের কিছু বলার নেই । রেলমন্ত্রক তথা কেন্দ্রীয় সরকারের বিষয় । মুখ্যমন্ত্রী এই ধরনের ব্যবহার করেছেন বলেই এই ধরনের ব্যবহার পাচ্ছেন ৷’’

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 14 ফেব্রুয়ারি : ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিধানসভার অধিবেশন কক্ষে তিনি জানান, অনেক কষ্ট করে মেট্রোগুলি চালু করেছিলেন ৷ কিন্তু তাঁকেই আমন্ত্রণ জানানো হয়নি ৷

গতকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না থাকায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে ৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়, আমন্ত্রণ করা হয়নি মুখ্যমন্ত্রীকে ৷ আজ বিধানসভার অধিবেশন কক্ষে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলে বলেন, ‘‘কত কষ্ট করে মেট্রোগুলো চালু করেছিলাম ৷ প্রকল্পের জন্য বরাদ্দ করতে গিয়ে চোখের জল ফেলতে হয়েছিল ৷ ছোট একটা রুটে মেট্রো চালু করল ৷ অথচ আমাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনে করল না ৷ দুঃখ পেলাম ৷’’

মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে গতকাল রাজ্যের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না ৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের প্রতিনিধি থাকলে ভালো লাগত ৷ অন্যদিকে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দলীয় নেতা সায়ন্তন বসু কটাক্ষ করে জানান, মুখ্যমন্ত্রী নিজের কর্মফল ভোগ করছেন ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘যা হয়েছে ঠিক হয়েছে । সব জায়গায় দিদিগিরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন তাঁকে আমন্ত্রণ করা হবে । এটা তাঁর পাওনা ছিল ।’’

সায়ন্তন বসু বলেন, ‘‘হুগলি ও জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক হলে সাংসদকে ডাকেন? সাংসদকে বাদ দিয়েই প্রশাসনিক বৈঠক হয় । বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হচ্ছে, আচার্যকে ডাকছে না । যেমন কর্ম তেমন ফল । যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহার পাবেন । আমাদের কিছু বলার নেই । রেলমন্ত্রক তথা কেন্দ্রীয় সরকারের বিষয় । মুখ্যমন্ত্রী এই ধরনের ব্যবহার করেছেন বলেই এই ধরনের ব্যবহার পাচ্ছেন ৷’’

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
Last Updated : Feb 14, 2020, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.