ETV Bharat / city

18 ঊর্ধ্বদের টিকায় দেরি, মোদিকে কড়া চিঠি মমতার - টিকাকরণ

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে মনে করিয়ে দিয়েছেন, "24 ফেব্রুয়ারি আমি চিঠি দিয়েছিলাম কেন্দ্রকে । অনুরোধ করেছিলাম, রাজ্য সরাসরি টিকা কিনে যাতে মানুষকে দিতে পারে তার ব্যবস্থা নিন । কিন্তু সেই চিঠির উত্তর পাইনি ।"

cm-mamata-banerjee-writes-to-pm-narendra-modi-regarding-availability-of-vaccine
cm-mamata-banerjee-writes-to-pm-narendra-modi-regarding-availability-of-vaccine
author img

By

Published : Apr 20, 2021, 4:14 PM IST

Updated : Apr 20, 2021, 4:50 PM IST

কলকাতা, 20 এপ্রিল : "সঙ্কটকালে দায় এড়াচ্ছে কেন্দ্র । 18 বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেরিতে ।" টিকাকরণ নিয়ে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, 1 মে থেকে 18 বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে মনে করিয়ে দিয়েছেন, "24 ফেব্রুয়ারি আমি চিঠি দিয়েছিলাম কেন্দ্রকে । অনুরোধ করেছিলাম, রাজ্য সরাসরি টিকা কিনে যাতে মানুষকে দিতে পারে তার ব্যবস্থা নিন । কিন্তু সেই চিঠির উত্তর পাইনি ।" মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, করোনার "দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন তীব্র গতিতে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার শূন্য বিবৃতি দিয়ে দায় এড়াচ্ছে ।"

cm-mamata-banerjee-writes-to-pm-narendra-modi-regarding-availability-of-vaccine
প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ৷

আরও পড়ুন: 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, "টিকার কার্যকারিতা, গুণমান, সরবরাহের সমস্যা সমাধানে কোনও পথ দেখানো হয়নি কেন্দ্রের সাম্প্রতিক ঘোষণায় ৷ রাজ্য কত দামে টিকা কিনতে পারবে, সে ব্যাপারেও কিছু বলা নেই । আমাদের আশঙ্কা, এর ফলে বাজারে অসাধু প্রবণতা তৈরি হতে পারে, যা সাধারণ মানুষের টিকা কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ।" মমতা লেখেন, "এখন বাজারে টিকা মিলছে না । দ্রুত এর সমাধানে ব্যবস্থা নেওয়া উচিত । যাতে সকলেই টিকা পান ।"

  • Our efforts have been persistent to increase vaccination in the state.
    Yesterday, number of doses administered in Kolkata rose to over 39,000 from a daily average of 25,000 vaccinations. GoWB is further ramping up its capacities to ensure vaccination for all eligible citizens.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, "স্বচ্ছ, বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি নিশ্চিত করুন, যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান ।"

কলকাতা, 20 এপ্রিল : "সঙ্কটকালে দায় এড়াচ্ছে কেন্দ্র । 18 বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেরিতে ।" টিকাকরণ নিয়ে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, 1 মে থেকে 18 বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে মনে করিয়ে দিয়েছেন, "24 ফেব্রুয়ারি আমি চিঠি দিয়েছিলাম কেন্দ্রকে । অনুরোধ করেছিলাম, রাজ্য সরাসরি টিকা কিনে যাতে মানুষকে দিতে পারে তার ব্যবস্থা নিন । কিন্তু সেই চিঠির উত্তর পাইনি ।" মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, করোনার "দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন তীব্র গতিতে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার শূন্য বিবৃতি দিয়ে দায় এড়াচ্ছে ।"

cm-mamata-banerjee-writes-to-pm-narendra-modi-regarding-availability-of-vaccine
প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ৷

আরও পড়ুন: 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, "টিকার কার্যকারিতা, গুণমান, সরবরাহের সমস্যা সমাধানে কোনও পথ দেখানো হয়নি কেন্দ্রের সাম্প্রতিক ঘোষণায় ৷ রাজ্য কত দামে টিকা কিনতে পারবে, সে ব্যাপারেও কিছু বলা নেই । আমাদের আশঙ্কা, এর ফলে বাজারে অসাধু প্রবণতা তৈরি হতে পারে, যা সাধারণ মানুষের টিকা কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ।" মমতা লেখেন, "এখন বাজারে টিকা মিলছে না । দ্রুত এর সমাধানে ব্যবস্থা নেওয়া উচিত । যাতে সকলেই টিকা পান ।"

  • Our efforts have been persistent to increase vaccination in the state.
    Yesterday, number of doses administered in Kolkata rose to over 39,000 from a daily average of 25,000 vaccinations. GoWB is further ramping up its capacities to ensure vaccination for all eligible citizens.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, "স্বচ্ছ, বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি নিশ্চিত করুন, যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান ।"

Last Updated : Apr 20, 2021, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.