কলকাতা, 20 এপ্রিল : "সঙ্কটকালে দায় এড়াচ্ছে কেন্দ্র । 18 বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেরিতে ।" টিকাকরণ নিয়ে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, 1 মে থেকে 18 বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে মনে করিয়ে দিয়েছেন, "24 ফেব্রুয়ারি আমি চিঠি দিয়েছিলাম কেন্দ্রকে । অনুরোধ করেছিলাম, রাজ্য সরাসরি টিকা কিনে যাতে মানুষকে দিতে পারে তার ব্যবস্থা নিন । কিন্তু সেই চিঠির উত্তর পাইনি ।" মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, করোনার "দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন তীব্র গতিতে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার শূন্য বিবৃতি দিয়ে দায় এড়াচ্ছে ।"
আরও পড়ুন: 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, "টিকার কার্যকারিতা, গুণমান, সরবরাহের সমস্যা সমাধানে কোনও পথ দেখানো হয়নি কেন্দ্রের সাম্প্রতিক ঘোষণায় ৷ রাজ্য কত দামে টিকা কিনতে পারবে, সে ব্যাপারেও কিছু বলা নেই । আমাদের আশঙ্কা, এর ফলে বাজারে অসাধু প্রবণতা তৈরি হতে পারে, যা সাধারণ মানুষের টিকা কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ।" মমতা লেখেন, "এখন বাজারে টিকা মিলছে না । দ্রুত এর সমাধানে ব্যবস্থা নেওয়া উচিত । যাতে সকলেই টিকা পান ।"
-
Our efforts have been persistent to increase vaccination in the state.
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Yesterday, number of doses administered in Kolkata rose to over 39,000 from a daily average of 25,000 vaccinations. GoWB is further ramping up its capacities to ensure vaccination for all eligible citizens.
">Our efforts have been persistent to increase vaccination in the state.
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2021
Yesterday, number of doses administered in Kolkata rose to over 39,000 from a daily average of 25,000 vaccinations. GoWB is further ramping up its capacities to ensure vaccination for all eligible citizens.Our efforts have been persistent to increase vaccination in the state.
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2021
Yesterday, number of doses administered in Kolkata rose to over 39,000 from a daily average of 25,000 vaccinations. GoWB is further ramping up its capacities to ensure vaccination for all eligible citizens.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, "স্বচ্ছ, বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি নিশ্চিত করুন, যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান ।"