ETV Bharat / city

রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকে যাচ্ছে, টুইট মমতার

আর কিছুক্ষণের মধ্যে শহরে পা রাখবেন অমিত শাহ ৷ তার আগেই বিভেদের রাজনীতি নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী ৷

Amit Shah in Kolkata
ছবি
author img

By

Published : Mar 1, 2020, 10:55 AM IST

কলকাতা, 1 মার্চ : বিভেদের রাজনীতির বিরুদ্ধে টুইট মুখ্যমন্ত্রীর ৷ দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় কর্মসূচিতে আজ শহরে আসছেন অমিত শাহ ৷ থাকবেন BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ৷ আজই বিভেদের রাজনীতি নিয়ে মমতার টুইট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল ৷

টুইটে মমতা জানান, "দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ এটা নিজের চোখের সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছে ৷ আসুন আমরা সমাজ থেকে জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত বিভেদ দূর করার শপথ নিই ৷ আমরা কখনও বিভেদের রাজনীতিকে সমর্থন করি না ৷" রাষ্ট্রসংঘকে ট্যাগও করেছেন তিনি ওই টুইটে ৷

  • Today on @UN #ZeroDiscriminationDay, it pains me to witness the politics of discrimination being woven into the fabric of India. Let us pledge to uproot all forms of division based on caste, creed, and religion from our society. We will never stand for discrimination of any kind.

    — Mamata Banerjee (@MamataOfficial) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, দিল্লিতে বিগত কয়েকদিনের CAA বিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছে কমপক্ষে 43 জন ৷ জখম হয়েছে আরও অনেকে ৷ ভাঙচুর হয়েছে প্রচুর দোকান, ধ্বংস হয়েছে সম্পত্তি ৷ সেই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ৷ শান্তি প্রার্থনায় পুজো দিয়েছেন পুরীর মন্দিরে ৷

রাজধানীর এই হিংসার পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে ৷ এই পরিস্থিতিতে অমিত শাহের শহরে আসার আগে মুখ্যমন্ত্রীর এই টুইটে নতুন করে জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে ৷

কলকাতা, 1 মার্চ : বিভেদের রাজনীতির বিরুদ্ধে টুইট মুখ্যমন্ত্রীর ৷ দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় কর্মসূচিতে আজ শহরে আসছেন অমিত শাহ ৷ থাকবেন BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ৷ আজই বিভেদের রাজনীতি নিয়ে মমতার টুইট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল ৷

টুইটে মমতা জানান, "দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ এটা নিজের চোখের সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছে ৷ আসুন আমরা সমাজ থেকে জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত বিভেদ দূর করার শপথ নিই ৷ আমরা কখনও বিভেদের রাজনীতিকে সমর্থন করি না ৷" রাষ্ট্রসংঘকে ট্যাগও করেছেন তিনি ওই টুইটে ৷

  • Today on @UN #ZeroDiscriminationDay, it pains me to witness the politics of discrimination being woven into the fabric of India. Let us pledge to uproot all forms of division based on caste, creed, and religion from our society. We will never stand for discrimination of any kind.

    — Mamata Banerjee (@MamataOfficial) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, দিল্লিতে বিগত কয়েকদিনের CAA বিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছে কমপক্ষে 43 জন ৷ জখম হয়েছে আরও অনেকে ৷ ভাঙচুর হয়েছে প্রচুর দোকান, ধ্বংস হয়েছে সম্পত্তি ৷ সেই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ৷ শান্তি প্রার্থনায় পুজো দিয়েছেন পুরীর মন্দিরে ৷

রাজধানীর এই হিংসার পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে ৷ এই পরিস্থিতিতে অমিত শাহের শহরে আসার আগে মুখ্যমন্ত্রীর এই টুইটে নতুন করে জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.