ETV Bharat / city

Mamata Banerjee : এবার থেকে 60 শতাংশ নম্বরেই মিলবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর - নবান্ন

নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর ঘোষণা, এবার থেকে বোর্ড পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ৷ এতদিন এই স্কলারশিপ পেতে ছাত্রছাত্রীদের পরীক্ষায় 75 শতাংশ নম্বর পেতে হত ৷

CM Mamata Banerjee honoured students virtually from Nabanna
Mamata Banerjee : এবার থেকে 60 শতাংশ নম্বরেই মিলবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Sep 2, 2021, 6:36 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : এবার থেকে বোর্ড পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ৷ এত দিন এই স্কলারশিপ পেতে হলে 75 শতাংশ নম্বর পেতে হত ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার (দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার্থী) কৃতী পড়ুয়াদের ভার্চুয়ালি সংবর্ধনা দেন তিনি ৷ সেইসঙ্গে, ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কয়েকটি প্রকল্পও ঘোষণা করেন মমতা ৷

আরও পড়ুন : Lakshmi Bhandar Scheme : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের, বিরোধিতার প্রশ্নে বাড়ছে দ্বিধা

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে ৷ সাইকেল পাবে রাজ্যের প্রায় 3 লক্ষ ছাত্র-ছাত্রী ৷ রাজ্য সরকার পড়ুয়াদের সুবিধার্থে দ্রুত একটি পোর্টালও চালু করবে ৷ পোর্টালটির নাম দেওয়া হবে ‘কেরিয়ার গাইডেন্স’ ৷ এই পোর্টালের মাধ্যমে বিশ্বের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া যাবে শুধু মাত্র একটি ক্লিকেই ৷

এদিন প্রায় 1700 কৃতী ছাত্র-ছাত্রীকে নিজের লেখা বই-সহ অন্যান্য সামগ্রী উপহার দেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও, তাদের সকলকে একটি করে ল্যাপটপ ও 10 হাজার টাকা দেওয়া হয় ৷ এদিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাইমাদ্রাসা, আলিম, ফাজিল-সহ অন্যান্য বোর্ডের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের তরফে ৷ ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব মেদিনীপুরের তমলুকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তৈরি হবে ৷

আরও পড়ুন : Duare Sarkar : একদিনে 6.5 লক্ষ মিউটেশনের আবেদন ও তার নিষ্পত্তি দুয়ারে সরকার ক্যাম্পে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, তাঁরা যেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ৷ মমতার পরামর্শ, পড়ুয়াদের পক্ষে সম্ভব হলে তাঁরা যেন ‘দুয়ারে সরকার’-এর শিবিরে গিয়ে আমজনতাকে সহযোগিতা করেন ৷ তাঁর কথায়, ‘‘পড়াশোনার সঙ্গে সুযোগ পেলে কাজও কর ৷’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করার জন্য কলেজ থেকে পড়ুয়াদের নেওয়া হবে ৷ তাঁরা রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে কাজ করবেন ৷ কাজ শেষে সরকারের পক্ষ থেকে তাঁদের ইন্টার্নশিপ সার্টিফিকেটও দেওয়া হবে ৷ উল্লেখ্য, অন্যান্য বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় ৷ অতিমারির কারণেই এবার নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর : এবার থেকে বোর্ড পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ৷ এত দিন এই স্কলারশিপ পেতে হলে 75 শতাংশ নম্বর পেতে হত ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার (দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার্থী) কৃতী পড়ুয়াদের ভার্চুয়ালি সংবর্ধনা দেন তিনি ৷ সেইসঙ্গে, ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কয়েকটি প্রকল্পও ঘোষণা করেন মমতা ৷

আরও পড়ুন : Lakshmi Bhandar Scheme : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের, বিরোধিতার প্রশ্নে বাড়ছে দ্বিধা

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে ৷ সাইকেল পাবে রাজ্যের প্রায় 3 লক্ষ ছাত্র-ছাত্রী ৷ রাজ্য সরকার পড়ুয়াদের সুবিধার্থে দ্রুত একটি পোর্টালও চালু করবে ৷ পোর্টালটির নাম দেওয়া হবে ‘কেরিয়ার গাইডেন্স’ ৷ এই পোর্টালের মাধ্যমে বিশ্বের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া যাবে শুধু মাত্র একটি ক্লিকেই ৷

এদিন প্রায় 1700 কৃতী ছাত্র-ছাত্রীকে নিজের লেখা বই-সহ অন্যান্য সামগ্রী উপহার দেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও, তাদের সকলকে একটি করে ল্যাপটপ ও 10 হাজার টাকা দেওয়া হয় ৷ এদিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাইমাদ্রাসা, আলিম, ফাজিল-সহ অন্যান্য বোর্ডের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের তরফে ৷ ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব মেদিনীপুরের তমলুকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তৈরি হবে ৷

আরও পড়ুন : Duare Sarkar : একদিনে 6.5 লক্ষ মিউটেশনের আবেদন ও তার নিষ্পত্তি দুয়ারে সরকার ক্যাম্পে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, তাঁরা যেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ৷ মমতার পরামর্শ, পড়ুয়াদের পক্ষে সম্ভব হলে তাঁরা যেন ‘দুয়ারে সরকার’-এর শিবিরে গিয়ে আমজনতাকে সহযোগিতা করেন ৷ তাঁর কথায়, ‘‘পড়াশোনার সঙ্গে সুযোগ পেলে কাজও কর ৷’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করার জন্য কলেজ থেকে পড়ুয়াদের নেওয়া হবে ৷ তাঁরা রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে কাজ করবেন ৷ কাজ শেষে সরকারের পক্ষ থেকে তাঁদের ইন্টার্নশিপ সার্টিফিকেটও দেওয়া হবে ৷ উল্লেখ্য, অন্যান্য বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় ৷ অতিমারির কারণেই এবার নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.