ETV Bharat / city

Mamata Banerjee : রবীন্দ্রনাথের কবিতায় মহাচতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন দিয়ে রাজ্যবাসীকে মহাচতুর্থীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

Mamata Banerjee Tweet
Mamata Banerjee Tweet
author img

By

Published : Oct 9, 2021, 12:16 PM IST

কলকাতা, 9 অক্টোবর : মহাচতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ টুইটারে শনিবার সকালে কবিগুরুর কবিতার লাইন দিয়ে শুভেচ্ছা বার্তা দেন তিনি ৷

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, "শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে । আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে । উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা । জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে । মা দুর্গার আবির্ভাব লগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা । সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর ।"

  • “শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে।
    আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।।”

    উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।

    — Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শহরে ইতিমধ্যেই পুজোর উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি ৷ পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মানুষকে কোভিড বিধি মেনে ঠাকুর দেখতে যাওয়ার অনুরোধ জানান ৷ পাশাপাশি পুজো উদ্যোক্তা, পৌরসভা এবং পুলিশকে মাস্ক বিলির নির্দেশ দেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বেহালা নতুন দলের পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতা, 9 অক্টোবর : মহাচতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ টুইটারে শনিবার সকালে কবিগুরুর কবিতার লাইন দিয়ে শুভেচ্ছা বার্তা দেন তিনি ৷

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, "শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে । আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে । উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা । জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে । মা দুর্গার আবির্ভাব লগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা । সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর ।"

  • “শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে।
    আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।।”

    উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।

    — Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শহরে ইতিমধ্যেই পুজোর উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি ৷ পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মানুষকে কোভিড বিধি মেনে ঠাকুর দেখতে যাওয়ার অনুরোধ জানান ৷ পাশাপাশি পুজো উদ্যোক্তা, পৌরসভা এবং পুলিশকে মাস্ক বিলির নির্দেশ দেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বেহালা নতুন দলের পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.