কলকাতা, 9 অক্টোবর : মহাচতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ টুইটারে শনিবার সকালে কবিগুরুর কবিতার লাইন দিয়ে শুভেচ্ছা বার্তা দেন তিনি ৷
মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, "শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে । আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে । উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা । জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে । মা দুর্গার আবির্ভাব লগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা । সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর ।"
-
“শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।
— Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।।”
উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।
">“শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।
— Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2021
আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।।”
উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।“শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।
— Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2021
আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।।”
উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।
শহরে ইতিমধ্যেই পুজোর উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি ৷ পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মানুষকে কোভিড বিধি মেনে ঠাকুর দেখতে যাওয়ার অনুরোধ জানান ৷ পাশাপাশি পুজো উদ্যোক্তা, পৌরসভা এবং পুলিশকে মাস্ক বিলির নির্দেশ দেন ৷
আরও পড়ুন : Mamata Banerjee : বেহালা নতুন দলের পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর