কলকাতা, 12 নভেম্বর : বিহারের মসনদ দখল না করতে পারলেও লড়াই জারি রাখার জন্য RJD নেতা তেজস্বী যাদবকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণের ফোনালাপে ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে সর্বদা পাশে থাকার বার্তা দিলেন তিনি।
শাসক জোটের বিরুদ্ধে লড়াই করে বিহার নির্বাচনে বেশ ভালো ফল করেছেন RJD নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। তাঁর এই লড়াইয়ে আপ্লুত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, আজ বৃহস্পতিবার তেজস্বীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে অভিনন্দন জানান । ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে সর্বদা পাশে থাকবেন বলে তেজস্বীকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। উৎসাহিত করেন দাঁতে দাঁত চেপে BJP বিরোধী লড়াই চালিয়ে যেতে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তেজস্বী যাদবের সখ্যতা অনেক দিনের। মমতার BJP বিরোধী ইউনাইটেড ইন্ডিয়ার ডাকে অন্যদের পাশাপাশি সামিল হয়েছিলেন তেজস্বী যাদবও। ব্রিগেডে হাজির হয়ে মমতার পাশে দাঁড়িয়ে আন্দোলনের ঝড় তুলেছিলেন তিনি। এমনকী প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তারের বিরুদ্ধে ধর্মতলায় মমতার ধরনায় মঞ্চে উপস্থিত হয়েছিলেন তেজস্বী। পাশে থেকে সুর চড়িয়েছিলেন তিনি। সে কথা বলেননি বাংলার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এবারে বিহারের নির্বাচনে একদম প্রথম থেকেই NDA জোটকে ভালো বেগ দিয়েছিলেন তেজস্বীরা। অনেকেই আশাবাদী ছিলেন পরিবর্তনের। অল্পের জন্য হাতছাড়া হয় মসনদ। তবে এই লড়াইকে কুর্নিশ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে পাশে থাকার বার্তা দিলেন তিনি।