ETV Bharat / city

বন্ধ করে দেওয়া হল মল্লিক ঘাট ফুটওভার ব্রিজ - news on Mallilk ghat foot over bridge in bengali

কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল মল্লিকঘাট ফুটওভার ব্রিজ ৷ রাইটস নামক একটি সংস্থা ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করে ৷ রিপোর্ট অনুযায়ী ব্রিজটির অবস্থা বিপজ্জনক ৷

মল্লিক ঘাট ফুট ওভার ব্রিজ
author img

By

Published : Oct 17, 2019, 10:47 AM IST

কলকাতা, 17 অক্টোবর : বন্ধ করে দেওয়া হল মল্লিক ঘাট ফুটওভার ব্রিজ ৷ কলকাতা পৌরনিগমের তরফে গতকাল ব্রিজটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পুজোর আগে শতাব্দী প্রাচীন এই ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়েছিল রাইটস নামে একটি সংস্থাকে ৷ সংস্থার তরফে পৌরনিগমে একটি রিপোর্ট জমা করা হয় ৷ রিপোর্টে ব্রিজটি বিপজ্জনক বলে উল্লেখ রয়েছে ৷ এরপরই পৌরনিগমের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

গতকাল পৌরনিগমে মেয়র পারিষদ দেবাশিস কুমারকে সামনে রেখে ব্রিজের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা হয় । ঠিক হয় মেয়র ফিরহাদ হাকিম ফিরলেই আগামী সপ্তাহে একটি বৈঠক করা হবে । ব্রিজ নিয়ে পর্যালোচনা করা হবে ৷ এছাড়াও এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ব্রিজের অবস্থা খারাপ তাই বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামী সপ্তাহে বৈঠকে মেয়র এর উপস্থিতিতে ব্রিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । ততদিন পর্যন্ত হাওড়া ব্রিজের প্রথম পিলারের পাশ দিয়ে একটি আপদকালীন রাস্তা রয়েছে ফুল বাজারে যাতায়াতের জন্য ৷ সেই আপদকালীন রাস্তা দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করবে । ফুল বাজারে আগুন লাগলে নেভানোক জন্য ওই আপদকালীন রাস্তা তৈরি করা হয়েছিল । এই ব্রিজের নিচ দিয়ে চক্ররেলের লাইন রয়েছে ৷ এই ব্রিজটি রক্ষণাবেক্ষণ কলকাতা পৌরনিগম করলেও ব্রিজটি ভেঙে পুনর্নিমাণ করতে বা মেরামতি করতে হলে রেলের অনুমতির প্রয়োজন রয়েছে ৷ তাই আগামী সপ্তাহে মেয়রের উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর রেলের সঙ্গে আলোচনা করা হবে । রেলের অনুমতি মিললে সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অতীনবাবু ।

কলকাতা, 17 অক্টোবর : বন্ধ করে দেওয়া হল মল্লিক ঘাট ফুটওভার ব্রিজ ৷ কলকাতা পৌরনিগমের তরফে গতকাল ব্রিজটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পুজোর আগে শতাব্দী প্রাচীন এই ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়েছিল রাইটস নামে একটি সংস্থাকে ৷ সংস্থার তরফে পৌরনিগমে একটি রিপোর্ট জমা করা হয় ৷ রিপোর্টে ব্রিজটি বিপজ্জনক বলে উল্লেখ রয়েছে ৷ এরপরই পৌরনিগমের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

গতকাল পৌরনিগমে মেয়র পারিষদ দেবাশিস কুমারকে সামনে রেখে ব্রিজের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা হয় । ঠিক হয় মেয়র ফিরহাদ হাকিম ফিরলেই আগামী সপ্তাহে একটি বৈঠক করা হবে । ব্রিজ নিয়ে পর্যালোচনা করা হবে ৷ এছাড়াও এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ব্রিজের অবস্থা খারাপ তাই বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামী সপ্তাহে বৈঠকে মেয়র এর উপস্থিতিতে ব্রিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । ততদিন পর্যন্ত হাওড়া ব্রিজের প্রথম পিলারের পাশ দিয়ে একটি আপদকালীন রাস্তা রয়েছে ফুল বাজারে যাতায়াতের জন্য ৷ সেই আপদকালীন রাস্তা দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করবে । ফুল বাজারে আগুন লাগলে নেভানোক জন্য ওই আপদকালীন রাস্তা তৈরি করা হয়েছিল । এই ব্রিজের নিচ দিয়ে চক্ররেলের লাইন রয়েছে ৷ এই ব্রিজটি রক্ষণাবেক্ষণ কলকাতা পৌরনিগম করলেও ব্রিজটি ভেঙে পুনর্নিমাণ করতে বা মেরামতি করতে হলে রেলের অনুমতির প্রয়োজন রয়েছে ৷ তাই আগামী সপ্তাহে মেয়রের উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর রেলের সঙ্গে আলোচনা করা হবে । রেলের অনুমতি মিললে সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অতীনবাবু ।

Intro:কলকাতার পুরনো ফুল বাজার মল্লিক ঘাট সংলগ্ন এলাকায় শতাব্দী প্রাচীন ফুট ব্রিজটিতে আজ থেকে চলাচল বন্ধ করে দিল কলকাতা পুর নিগাম। শতাব্দীপ্রাচীন এই ব্রজটি ভেঙ্গে পড়ার মুখে। যদিও পুজোর বেশ কিছুদিন আগেই রাইটস সংস্থাকে পরীক্ষা-নিরীক্ষার কথা বলে কলকাতা পৌরনিগম। এরপর পুজো শেষ হতেই কলকাতা পুরনিগমকে একটি রিপোর্ট পেশ করে এই সংস্থা। যেখানে এই বৃষ্টিকে বিপদজনক বলা হয়েছে। কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে ফুট ব্রিজটি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়।Body:আজ পুরনিগমে মেয়রপারিষদ দেবাশীষ কুমার কে সামনে রেখে এই আলোচনা হয় । এছাড়াও কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ফিরলেই আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। এই ব্রিজ নিয়ে পর্যালোচনা করা হবে সেই বৈঠকে। এছাড়াও এদিন ডেপুটি মেয়র।এদিন অতীন ঘোষ ব্রিজ সম্পর্কে বলেন এই শতাব্দীপ্রাচীন ব্রিজটি দিয়েই সাধারন মানুষের যাতায়াত তবে ব্রিজের অবস্থা খারাপ এর মুখে ক্রমশ।তাই বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে এই ব্রিজটি আপাতত বন্ধ করা হচ্ছে।

আগামী সপ্তাহে বৈঠকে মেয়র এর উপস্থিতিতে এই ব্রীজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত হাওড়া ব্রিজের প্রথম পিলারের পাশ দিয়ে একটি আপৎকালীন পথ রয়েছে এই ফুল বাজারে যাতায়াত করার জন্য। সেই আপৎকালীন পথ দিয়েই সাধারন মানুষ যাতায়াত করবে। ফুল বাজারে আগুন লাগলে নেভাবার জন্য এই আপৎকালীন পথ তৈরি করা হয়েছিল । কিন্তু এখন এই পথ দিয়েই সাধারণ মানুষকে যাতায়াত করতে হবে। এই ব্রিজের তলা দিয়ে চক্ররেল চলাচল করে। এই বৃষ্টি রক্ষণাবেক্ষণ কলকাতা পুরনিগম করলেও এই ব্রিজটি ভেঙে পুনঃ নির্মাণ করতে বা মেরামতি গেলে রেলের অনুমতির প্রয়োজন জানিয়েছেন অতীন ঘোষ।তাই আগামী সপ্তাহে মেয়র এর উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর সঙ্গে আলোচনা করা হবে। রেলের অনুমতি মিললে সে অনুসারে পরবর্তী কাজ হবে জানিয়েছেন ডেপুটি মেয়র ঘোষ।Conclusion:সেই সঙ্গেই অতীন ঘোষ জানিয়েছেন কলকাতা পুর নিগমের চলতি বছরে ডেঙ্গি মোকাবিলায় 496 A ধারায় জরিমানা বাবদ প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি ক্ষতিপুরণ আদায় করতে পেরেছে। বুধবার ডেপুটি মেয়র এমনটাই জানিয়েছেন।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.