কলকাতা, 27 অগস্ট: কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় কংগ্রেস ছাত্র পরিষদের (Congress Chhatra Parishad) পোস্টার-ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোথাও কোথাও আবার কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টারের ওপর তৃণমূলের পোস্টার দিয়ে ঢাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ । তারই প্রতিবাদে শনিবার সন্ধ্যেতে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল (Congress Rally) করা হয় ।
![Congress Chhatra Parishad](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16215775_774_16215775_1661612333523.png)
মৌলালি মোড়ে ছাত্র পরিষদের ব্যানারে উপরে থাকা তৃণমূলের ব্যানার খোলার উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ । রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "তৃণমূলের গুণ্ডা বাহিনীর সৌজন্যে শহর জুড়ে সর্বত্র পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের ব্যানার পোস্টার ঢেকে ও ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে কলকাতা জেলা ছাত্র পরিষদের নেতৃত্বে সন্ধ্যা 6টায় বিধান ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয় । মৌলালি মোড়ে মিছিল পৌঁছে আমাদের ব্যানারের উপর থেকে তৃণমূলের ব্যানার খুলতে গেলে কলকাতা পুলিশ বাঁধা দেয় । ফলে ছাত্র পরিষদ নেতৃত্বের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় । প্রায় আধঘন্টা পথ অবরুদ্ধ হয়ে যায় ।"
![Congress Chhatra Parishad](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-congressrally-7211164_27082022193741_2708f_1661609261_46.jpg)
ছাত্র পরিষদের কলকাতা জেলা সভাপতি দেবজ্যোতি দাস বলেন, "ছাত্র রাজনীতি রাজনৈতিক সৌজন্যতা-শিষ্টাচার শেখায় । কিন্তু যে দলের কর্মীরা দেখে তাদের নেতারা হাত পেতে ঘুষ নেয়, অন্য রাজনৈতিক দলের সাংসদ বিধায়কদের শিষ্টাচার ভুলে নিজেদের দলে নিয়ে নেয়, তাদের ছাত্র সংগঠন স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক অসৌজন্যতা দেখাবে । এটাই স্বাভাবিক । পাশাপাশি পুলিশের ভূমিকাও নির্লজ্জভাবে তৃণমূলের হয়ে দালালি প্রকাশ পায় ।"
আরও পড়ুন: সভাপতি নির্বাচনের দিন নির্ধারণে রবিবার বৈঠক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির
উল্লেখ্য, এ দিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, মান্তু ঘোষ, প্রিয়াঙ্কা চৌধুরী, রেজাউল হক, জপেন দেবনাথ, জুনেদ আলি'রা (Clashes in protest Rally of Congress in Kolkata) ।