ETV Bharat / city

Congress Rally ছাত্র পরিষদের পোস্টার ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে, বিক্ষোভ মিছিলে ধস্তাধস্তি - বিক্ষোভ মিছিলে ধস্তাধস্তি

শহরের একাধিক জায়গায় কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তারই প্রতিবাদে শনিবার সন্ধ্যে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল (Congress Rally) করা হয় ।

Congress Rally
Congress Rally
author img

By

Published : Aug 27, 2022, 10:09 PM IST

কলকাতা, 27 অগস্ট: কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় কংগ্রেস ছাত্র পরিষদের (Congress Chhatra Parishad) পোস্টার-ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোথাও কোথাও আবার কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টারের ওপর তৃণমূলের পোস্টার দিয়ে ঢাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ । তারই প্রতিবাদে শনিবার সন্ধ্যেতে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল (Congress Rally) করা হয় ।

Congress Chhatra Parishad
কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টার-ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

মৌলালি মোড়ে ছাত্র পরিষদের ব্যানারে উপরে থাকা তৃণমূলের ব্যানার খোলার উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ । রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "তৃণমূলের গুণ্ডা বাহিনীর সৌজন্যে শহর জুড়ে সর্বত্র পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের ব্যানার পোস্টার ঢেকে ও ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে কলকাতা জেলা ছাত্র পরিষদের নেতৃত্বে সন্ধ্যা 6টায় বিধান ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয় । মৌলালি মোড়ে মিছিল পৌঁছে আমাদের ব্যানারের উপর থেকে তৃণমূলের ব্যানার খুলতে গেলে কলকাতা পুলিশ বাঁধা দেয় । ফলে ছাত্র পরিষদ নেতৃত্বের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় । প্রায় আধঘন্টা পথ অবরুদ্ধ হয়ে যায় ।"

Congress Chhatra Parishad
কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টারের ওপর তৃণমূলের পোস্টার দিয়ে ঢাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ

ছাত্র পরিষদের কলকাতা জেলা সভাপতি দেবজ্যোতি দাস বলেন, "ছাত্র রাজনীতি রাজনৈতিক সৌজন্যতা-শিষ্টাচার শেখায় । কিন্তু যে দলের কর্মীরা দেখে তাদের নেতারা হাত পেতে ঘুষ নেয়, অন্য রাজনৈতিক দলের সাংসদ বিধায়কদের শিষ্টাচার ভুলে নিজেদের দলে নিয়ে নেয়, তাদের ছাত্র সংগঠন স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক অসৌজন্যতা দেখাবে । এটাই স্বাভাবিক । পাশাপাশি পুলিশের ভূমিকাও নির্লজ্জভাবে তৃণমূলের হয়ে দালালি প্রকাশ পায় ।"

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের দিন নির্ধারণে রবিবার বৈঠক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির

উল্লেখ্য, এ দিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, মান্তু ঘোষ, প্রিয়াঙ্কা চৌধুরী, রেজাউল হক, জপেন দেবনাথ, জুনেদ আলি'রা (Clashes in protest Rally of Congress in Kolkata) ।

কলকাতা, 27 অগস্ট: কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় কংগ্রেস ছাত্র পরিষদের (Congress Chhatra Parishad) পোস্টার-ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোথাও কোথাও আবার কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টারের ওপর তৃণমূলের পোস্টার দিয়ে ঢাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ । তারই প্রতিবাদে শনিবার সন্ধ্যেতে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল (Congress Rally) করা হয় ।

Congress Chhatra Parishad
কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টার-ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

মৌলালি মোড়ে ছাত্র পরিষদের ব্যানারে উপরে থাকা তৃণমূলের ব্যানার খোলার উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ । রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "তৃণমূলের গুণ্ডা বাহিনীর সৌজন্যে শহর জুড়ে সর্বত্র পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের ব্যানার পোস্টার ঢেকে ও ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে কলকাতা জেলা ছাত্র পরিষদের নেতৃত্বে সন্ধ্যা 6টায় বিধান ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয় । মৌলালি মোড়ে মিছিল পৌঁছে আমাদের ব্যানারের উপর থেকে তৃণমূলের ব্যানার খুলতে গেলে কলকাতা পুলিশ বাঁধা দেয় । ফলে ছাত্র পরিষদ নেতৃত্বের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় । প্রায় আধঘন্টা পথ অবরুদ্ধ হয়ে যায় ।"

Congress Chhatra Parishad
কংগ্রেস ছাত্র পরিষদের পোস্টারের ওপর তৃণমূলের পোস্টার দিয়ে ঢাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ

ছাত্র পরিষদের কলকাতা জেলা সভাপতি দেবজ্যোতি দাস বলেন, "ছাত্র রাজনীতি রাজনৈতিক সৌজন্যতা-শিষ্টাচার শেখায় । কিন্তু যে দলের কর্মীরা দেখে তাদের নেতারা হাত পেতে ঘুষ নেয়, অন্য রাজনৈতিক দলের সাংসদ বিধায়কদের শিষ্টাচার ভুলে নিজেদের দলে নিয়ে নেয়, তাদের ছাত্র সংগঠন স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক অসৌজন্যতা দেখাবে । এটাই স্বাভাবিক । পাশাপাশি পুলিশের ভূমিকাও নির্লজ্জভাবে তৃণমূলের হয়ে দালালি প্রকাশ পায় ।"

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের দিন নির্ধারণে রবিবার বৈঠক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির

উল্লেখ্য, এ দিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, মান্তু ঘোষ, প্রিয়াঙ্কা চৌধুরী, রেজাউল হক, জপেন দেবনাথ, জুনেদ আলি'রা (Clashes in protest Rally of Congress in Kolkata) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.