ETV Bharat / city

TET Candidates Protest : টেট পাশ চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযানকে ঘিরে ধুন্ধুমার কালীঘাটে - TET Candidates Protest

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অভিযানকে ঘিরে ধুন্ধুমার (Clash Between TET Pass Job Seekers and Police in Kalighat) ৷ পুলিশের সঙ্গে হাতাহাতি বেধে যায় চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ৷ তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে ৷

Clash Between TET Pass Job Seekers and Police in Kalighat
Clash Between TET Pass Job Seekers and Police in Kalighat
author img

By

Published : Apr 6, 2022, 5:31 PM IST

কলকাতা, 6 এপ্রিল : 2018 সালের টেট পাশ ট্রেন্ড নট ইনক্লুডেড প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে ধুন্ধুমার কালীঘাটে (Clash Between TET Pass Job Seekers and Police in Kalighat) ৷ মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল হাজরা ও কালীঘাট থানার সামনে ৷ চাকরিপ্রার্থীদের মুখ্য়মন্ত্রীর বাড়ির দিকে যেতে বাধা দেওয়া হলে, পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারীদের ৷

স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে ৷ এই অভিযোগে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এই প্রার্থীরা। তাঁদের প্রধান দাবি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2018 সালের টেট পাস ট্রেন্ড 20 হাজার চাকরিপ্রার্থীর মধ্যে সাড়ে 16 হাজারকে চাকরি দেওয়া হবে ৷ পরবর্তী সময়ে বাকিদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে ৷ সেই ঘোষণা কার্যকর করতে হবে ৷

আরও পড়ুন : TET Candidates Protest : চাকরির দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ, উত্তেজনা হাজরায়

এক বিক্ষোভকারী অর্ণব ঘোষ বলেন যে, ‘‘দীর্ঘ কয়েকবছর ধরে আমরা নিয়োগের অপেক্ষায় রয়েছি ৷ দু’বার ইন্টারভিউ দিয়েছি ৷ পাশ করার পর প্রশিক্ষণও হয়েছে আমাদের ৷ কোন অজানা কারণে আমাদের নিয়োগ হচ্ছে না ? সেটা জানতে চাই ৷ আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি ৷ কিন্তু, পুলিশ আমাদের বাধা দিয়েছে এবং আটক করেছে ৷ আমরা কেউ সন্ন্যাসী ঘোষ হতে চাই না ৷ আমাদের এই বিক্ষোভ চলতেই থাকবে, যতদিন না পর্যন্ত আমরা নিয়োগপত্র পাচ্ছি ৷ আমাদের এই আন্দোলন চলতে থাকবে ৷ আর আমাদের মৃত্যু হলে তার জন্য দায়ী থাকবে সরকার ৷’’

টেট পাশ চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযানকে ঘিরে ধুন্ধুমার কালীঘাটে

আরও পড়ুন : TET Pass Students Agitation: চাকরির দাবিতে মৃত সেজে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনও ফল না হওয়ায় বেকারত্ব ও অনাহারের জ্বালা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলন সন্ন্যাসী ঘোষ নামে এক চাকরিপ্রার্থী ৷ আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় চাকরিপ্রার্থীদের পথ আটকায় পুলিশ ৷ বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধ্বস্তি হয় ৷ অভিযোগ যার জেরে মাথা ফাটে এক মহিলা পুলিশকর্মীর ৷ কালীঘাট থানার সামনেও বিক্ষোভ দেখান চাকরি প্রার্থী আন্দোলনকারীদের একাংশ ৷ পরে পুলিশ তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যায় ৷

কলকাতা, 6 এপ্রিল : 2018 সালের টেট পাশ ট্রেন্ড নট ইনক্লুডেড প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে ধুন্ধুমার কালীঘাটে (Clash Between TET Pass Job Seekers and Police in Kalighat) ৷ মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল হাজরা ও কালীঘাট থানার সামনে ৷ চাকরিপ্রার্থীদের মুখ্য়মন্ত্রীর বাড়ির দিকে যেতে বাধা দেওয়া হলে, পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারীদের ৷

স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে ৷ এই অভিযোগে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এই প্রার্থীরা। তাঁদের প্রধান দাবি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2018 সালের টেট পাস ট্রেন্ড 20 হাজার চাকরিপ্রার্থীর মধ্যে সাড়ে 16 হাজারকে চাকরি দেওয়া হবে ৷ পরবর্তী সময়ে বাকিদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে ৷ সেই ঘোষণা কার্যকর করতে হবে ৷

আরও পড়ুন : TET Candidates Protest : চাকরির দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ, উত্তেজনা হাজরায়

এক বিক্ষোভকারী অর্ণব ঘোষ বলেন যে, ‘‘দীর্ঘ কয়েকবছর ধরে আমরা নিয়োগের অপেক্ষায় রয়েছি ৷ দু’বার ইন্টারভিউ দিয়েছি ৷ পাশ করার পর প্রশিক্ষণও হয়েছে আমাদের ৷ কোন অজানা কারণে আমাদের নিয়োগ হচ্ছে না ? সেটা জানতে চাই ৷ আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি ৷ কিন্তু, পুলিশ আমাদের বাধা দিয়েছে এবং আটক করেছে ৷ আমরা কেউ সন্ন্যাসী ঘোষ হতে চাই না ৷ আমাদের এই বিক্ষোভ চলতেই থাকবে, যতদিন না পর্যন্ত আমরা নিয়োগপত্র পাচ্ছি ৷ আমাদের এই আন্দোলন চলতে থাকবে ৷ আর আমাদের মৃত্যু হলে তার জন্য দায়ী থাকবে সরকার ৷’’

টেট পাশ চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযানকে ঘিরে ধুন্ধুমার কালীঘাটে

আরও পড়ুন : TET Pass Students Agitation: চাকরির দাবিতে মৃত সেজে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনও ফল না হওয়ায় বেকারত্ব ও অনাহারের জ্বালা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলন সন্ন্যাসী ঘোষ নামে এক চাকরিপ্রার্থী ৷ আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় চাকরিপ্রার্থীদের পথ আটকায় পুলিশ ৷ বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধ্বস্তি হয় ৷ অভিযোগ যার জেরে মাথা ফাটে এক মহিলা পুলিশকর্মীর ৷ কালীঘাট থানার সামনেও বিক্ষোভ দেখান চাকরি প্রার্থী আন্দোলনকারীদের একাংশ ৷ পরে পুলিশ তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.