কলকাতা, 23 ফেব্রুয়ারি : বিধাননগর উত্তর থানার এক সিভিক ভলান্টিয়ারের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল । ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল ওড়িশার বাসিন্দা বিধাননগর উত্তর থানার সিভিক ভলান্টিয়ার সুধাংশু শেখর জানাকে । সল্টলেকের এই 699 নম্বর বাড়ির গ্যারেজে থাকতেন সুধাংশু । আজ, মঙ্গলবার গ্যারেজ ঘরের পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই বাড়িতে আরও দুজন থাকতেন । তাঁরা কাজে বেরিয়ে যাওয়ার পরে এই ঘটনা ৷ তিনি বিধাননগর উত্তর থানায় সিভিক হিসেবে প্লাম্বিং-এর কাজ করতেন । আজ সকালে সুধাংশু তাঁর বাড়িতে ফোন করে জানান যে তাঁর মেয়েকে দেখতে এবং তাঁর শরীর ভালো নেই । এর পর তাঁর রুমমেটকে মা ফোন করে তাঁর সম্পর্কে খোঁজ নিতে বলেন । সেই ব্যক্তি বারবার ফোন করার পর অবশেষে সুধাংশু ফোন ধরেন ৷ কিন্তু খুব হিন্দিতে ওই রুমমেটকে গালিগালাজ করতে থাকে । তার পর আর তাঁকে ফোনে পাওয়া যায়নি ।
আরও পড়ুন : দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ রুজিরাকে, জবাব পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ : সূত্র
এর পর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় ঘরের মধ্যে পাখার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন । বিধান নগর উত্তর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । তবে কী কারণে মৃত্যু, তা জানা যায়নি । পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যার কারণে এই ঘটনা হতে পারে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ ।