ETV Bharat / city

ন্যূনতম বেতনের দাবিতে ১ মার্চ থেকে চটকল ধর্মঘটের ডাক - strike

চটকল শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মেটাচ্ছে না মালিকপক্ষ। ২৫ থেকে ৩০ হাজার শ্রমিক বসে রয়েছে। ফলে ১ মার্চ থেকে লাগাতার চটকল ধর্মঘটের ডাক দিল ২১টি ট্রেড ইউনিয়ন।

Breaking News
author img

By

Published : Feb 11, 2019, 11:55 PM IST

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : ১ মার্চ থেকে লাগাতার চটকল ধর্মঘটের ডাক দিল ২১টি ট্রেড ইউনিয়ন। দাবি-দাওয়া না মেটানোয় মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই ধর্মঘট। আজ CITU-র রাজ্য সম্মেলন থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। অন্যদিকে, আজকের এই সম্মেলনে শ্রমিকদের ২৫৭ টাকা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করানোর বদলে ন্যূনতম ১৮ হাজার টাকা বেতনের দাবি জানানো হয়।

CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু জানান, চটকল শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মেটাচ্ছে না মালিকপক্ষ। এই রাজ্যে ৫৪টি চটকল রয়েছে। আড়াই লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত। গোটা দেশে প্রায় এক কোটি মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। রাজ্যের অর্থনীতিতে এটা একটা বড় জায়গা নিয়ে আছে।

চট শিল্পে লোক পাওয়া যাচ্ছে না এই বেতনের জন্য। অনাদিবাবু বলেন, "শ্রমিকদের ১৮ হাজার টাকা ন্যূনতম বেতন, সমকাজে সমবেতন, স্পেশাল বদলি, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি আজ রাজ্য সম্মেলন থেকে তোলা হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হয়েছে। মালিকপক্ষ সরকারকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে বার বার শ্রমিকদের সমস্যার কথা জানানোর পরও সমস্যাগুলির সমাধান হয়নি। এইভাবে চললে রাজ্যে চটশিল্পের মৃত্যু ঘটবে।"

undefined

অনাদিবাবু আরও বলেন, "চটকল শিল্পে শ্রমিক পাওয়া যাচ্ছে না। কারণ পরিশ্রম করে চট শ্রমিকরা যা মজুরি পান তাতে কিছুই হয় না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে সেভাবে চটকলের শ্রমিকদের বেতন বাড়ছে না। সরকার এবং মালিকপক্ষ যৌথভাবে শ্রমিকদের ঠকাচ্ছে। বঞ্চিত করা হচ্ছে শ্রমিকের পরিবারকেও। রাজ্যের আটটি চটকল বন্ধ। ২৫ থেকে ৩০ হাজার শ্রমিক বসে রয়েছে। তাদের হাতে কাজ নেই। মালিকপক্ষ ESI, PF-এর টাকা আত্মসাৎ করেছে। কর্মীদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির যথাক্রমে ৩০০ এবং ৬০০ কোটি টাকার কোনও হদিশ নেই।"

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : ১ মার্চ থেকে লাগাতার চটকল ধর্মঘটের ডাক দিল ২১টি ট্রেড ইউনিয়ন। দাবি-দাওয়া না মেটানোয় মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই ধর্মঘট। আজ CITU-র রাজ্য সম্মেলন থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। অন্যদিকে, আজকের এই সম্মেলনে শ্রমিকদের ২৫৭ টাকা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করানোর বদলে ন্যূনতম ১৮ হাজার টাকা বেতনের দাবি জানানো হয়।

CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু জানান, চটকল শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মেটাচ্ছে না মালিকপক্ষ। এই রাজ্যে ৫৪টি চটকল রয়েছে। আড়াই লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত। গোটা দেশে প্রায় এক কোটি মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। রাজ্যের অর্থনীতিতে এটা একটা বড় জায়গা নিয়ে আছে।

চট শিল্পে লোক পাওয়া যাচ্ছে না এই বেতনের জন্য। অনাদিবাবু বলেন, "শ্রমিকদের ১৮ হাজার টাকা ন্যূনতম বেতন, সমকাজে সমবেতন, স্পেশাল বদলি, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি আজ রাজ্য সম্মেলন থেকে তোলা হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হয়েছে। মালিকপক্ষ সরকারকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে বার বার শ্রমিকদের সমস্যার কথা জানানোর পরও সমস্যাগুলির সমাধান হয়নি। এইভাবে চললে রাজ্যে চটশিল্পের মৃত্যু ঘটবে।"

undefined

অনাদিবাবু আরও বলেন, "চটকল শিল্পে শ্রমিক পাওয়া যাচ্ছে না। কারণ পরিশ্রম করে চট শ্রমিকরা যা মজুরি পান তাতে কিছুই হয় না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে সেভাবে চটকলের শ্রমিকদের বেতন বাড়ছে না। সরকার এবং মালিকপক্ষ যৌথভাবে শ্রমিকদের ঠকাচ্ছে। বঞ্চিত করা হচ্ছে শ্রমিকের পরিবারকেও। রাজ্যের আটটি চটকল বন্ধ। ২৫ থেকে ৩০ হাজার শ্রমিক বসে রয়েছে। তাদের হাতে কাজ নেই। মালিকপক্ষ ESI, PF-এর টাকা আত্মসাৎ করেছে। কর্মীদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির যথাক্রমে ৩০০ এবং ৬০০ কোটি টাকার কোনও হদিশ নেই।"

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
US NETWORK POOL - AP CLIENTS ONLY
Budapest - 11 February 2019
1. Various views US Secretary of State Mike Pompeo with U.S. Chargé d'affaires to Hungary, David Kostelancik, looking at statue of Ronald Reagan and then posing for photographers
2. UPSOUND (English) Mike Pompeo, U.S. Secretary of State:
"Reporter: Any thoughts while you are here at the statue?
Yeah, it is pretty special to see this - starting at this direction, this particular monument, right next to our embassy and in front of the Hungarian parliament shows the remarkably wonderful relationship that our two countries can have and ought to have and I am confident will have.  Great leader for America, who cared deeply about this part of the world and its freedom."
3. SOUNDBITE (English) Mike Pompeo, U.S. Secretary of State:
"Your question  was really, can you have a good relationship with the U.S. What's important to recognize is many of the things that I hear people say and they say well this could be better happened when America was not engaged.  When America  ... I am the first secretary of state to come here since 2011 and so many of the concerns that are voiced are things that have happened in the absence of America being engaged. So, I think it's centrally important that we're here. We'll certainly make the case about the things that we see that we wish were different here. America is never shy about promoting its values set. Our concerns about humanitarian situations, about civil liberty, law. Rule of Law, as you mentioned, we'll certainly talk about those things. I'm confident we'll find common ground to work for lots of things that are important to. My, of course, my first interest which is delivering on behalf of the American people.
Reporter: Do you think to what you say is an absence? Do you think they'll hear us?
I think they're welcome in the United States engagement. I think for a long time we, we shunned them in a way that drove them to fill a vacuum with folks who didn't share our values, right? The Russians and the Chinese ended up getting more influence here. They do not remotely share the American ideals that we care so deeply about. So yeah I'm comfortable with listen. We'll have a good conversation.
Reporter: What message will you send them on Ukraine and Russia's presence there?
America's position is very clear. It will be the same message that we've said publicly before. We're pleased that Hungarians allowed conversations to take place inside of NATO. We think this issue shouldn't be a NATO issue. We should all be working to ensure that the people of Ukraine get a chance to have themselves a fair and free election this, this upcoming spring."
4. Mid, Pompeo talking
5. SOUNDBITE (English) Mike Pompeo, U.S. Secretary of State (answering a question of whether the US would overlook human rights concerns in Hungary):
"You can do it all.  You can do as it ... walk and chew gum at the same time. We've never been bashful about that. We have to have NATO partners that we wish we're doing better on these issues. We talk about it openly with them."
6. Cutaway photographer
7. SOUNDBITE (English) Mike Pompeo, U.S. Secretary of State (answering question on the White House following the Magnitsky Act deadline report on the death of Jamal Khashoggi) :
"Not at all and my response to that is (Independent) Senator (Angus) King is just dead wrong. He's just ... he's just flat out wrong. I like Senator King and have a lot of respect for Senator King.  Senator King is just dead wrong. America's not covering up for her. America, America has taken more action in response to the tragic murder of Jamal Khashoggi and we'll continue to take more action. Continue our investigation. We're working diligently on that we will ... President's made very clear couldn't have been more clear as we get additional information, we'll continue to hold all of those responsible accountable. I said I won't have any impact on my conversation today here. We're committed to re-engage with folks throughout Central Europe that are an important part of American national security in our absence here, in the previous administration, has been duly noted and has worked in a way that harmed America's national interests."
8. Wide shot
9. SOUNDBITE (English) Mike Pompeo, U.S. Secretary of State:
"So, well. They're a sovereign nation. They get to make their own decisions with respect to these things. What's imperative is that we share with them the things we know about the risks that Huawei's presence in their networks presents actual risks to their own people, to the loss of privacy protections for their own people, the risk that China will use this data in a way that is not in the best interest of Hungary. We have an obligation to share that information with them and we will do so. But second we've, we've seen this around the world. It also makes it more difficult for America to be present. That is if that equipment is co-located in places where we have important American systems that makes it more difficult for us to partner alongside them. We want to make sure we identify them, the opportunities and the risks associated with using that equipment. And then, then they'll get to make their decisions. Thanks everybody."
10. Pan, Pompeo walks away
STORYLINE:
U.S. Secretary of State Mike Pompeo is in Hungary on the first leg of a five-nation European tour during which he will raise concerns about China and Russia's growing influence in Central Europe.
Pompeo was meeting in Budapest on Monday with Hungary's nationalist Prime Minister Viktor Orban and other senior officials to stress the importance of promoting democracy and the rule of law.
In remarks to reporters, Pompeo said that the US might be forced to scale back certain operations in Europe and elsewhere if countries continue to do business with the Chinese telecoms company Huawei.
He said he would also discuss concerns about rule of law, democracy and human rights in the region, particularly Hungary, where nationalist Prime Minister Viktor Orban has been criticized for increasingly authoritarian rule.
On Huawei, which is a major player in Hungary, Pompeo said he would make the case to Orban and other officials that doing business with the company comes with significant risks for information security and privacy that could imperil cooperation with the U.S.
U.S. officials are deeply troubled by Huawei's expansion in Europe, especially in NATO members like Hungary, where they believe it poses significant threats.
"They are a sovereign nation, they get to make their own decisions with respect to these things," Pompeo told reporters at an impromptu news conference at the U.S. Embassy in Budapest.
"What is imperative is that we share with them the things we know about the risks that Huawei's presence in their networks present actual risks to their people, to the loss of privacy protections for their own people, to the risk that China will use this in a way that is not in the best interest of Hungary."
Pompeo will take the same message to his next stop, Slovakia, on Tuesday, before heading to Poland, where he will participate in a conference on the future of the Middle East expected to focus on Iran.
He will wrap up the tour with brief stops in Belgium and Iceland.
Pompeo will specifically point to Central Europe's reliance on Russian energy and the presence of the Chinese high-tech telecom firm Huawei, particularly in Hungary, according to the officials, who were not authorized to publicly discuss Pompeo's travel and spoke on the condition of anonymity.
The official also noted that Putin had visited Hungary twice last year and that Pompeo would meet civic leaders, some of whom have been critical of Orban.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.