কলকাতা, 1 অগস্ট : ঝাড়খণ্ডের তিন বিধায়কের (Jharkhand Three Congress MLA) কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে চাঞ্চল্যকর তথ্য এল । সিআইডির (CID) গোয়েন্দারা জানতে পেরেছেন, হাওড়ার পাঁচলায় ঘটনার দিন ওই টাকা উদ্ধারের কয়েক ঘণ্টা আগে কলকাতার সদর স্ট্রিট একটি পানশালায় ঢুকেছিলেন ওই তিন বিধায়ক । সেখানে তাঁরা এক ব্যক্তির সঙ্গে দেখাও করেন ৷
তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ৷ কিন্তু কে তিনি ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজছে সিআইডি ৷ সেই কারণে সিআইডির একটি দল ইতিমধ্যেই হানা দিয়েছে ওই পানশালায় ৷ সেখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয় ৷
তদন্তকারীদের অনুমান, সংশ্লিষ্ট পানশালার মালিকের সঙ্গে ঝাড়খণ্ডের কংগ্রেসের (Congress) ওই তিন বিধায়ক নিয়মিত যোগাযোগ রাখতেন । ফলে পানশালার মালিকের সঙ্গে কথা বলতে চাইছেন সিআইডির গোয়েন্দারা । পাশাপাশি এদিন সিআইডি তরফে পানশালার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে ।
গত শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলায় একটি গাড়ি আটক করেন হাওড়ার গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । ওই গাড়িটি ঝাড়খণ্ডের এক কংগ্রেস বিধায়কের । স্থানীয় রানিহাটিতে 16 নম্বর জাতীয় সড়কে ওই গাড়িটিকে আটক করা হয় । পাশাপাশি ওই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 49 লক্ষ টাকা । গাড়ির মধ্যে থাকা তিন বিধায়ককে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা । টাকার উৎস সম্পর্কে ওই তিন বিধায়ক কোনও সঠিক উত্তর দিতে পারেননি ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় । গতকাল এই ঘটনার তদন্তভার গ্রহণ করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ।
আরও পড়ুন : Howrah Cash Recovery: টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের তিন বিধায়কের দশ দিনের সিআইডি হেফাজত