কলকাতা, 6 জুলাই : চিট ফান্ড সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে দিনের পর দিন মামলা চললেও মালিক পক্ষের (চিট ফান্ড সংস্থাগুলির) কেউ আদালতে উপস্থিত না থাকায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়টির কোনও সমাধান হচ্ছে না ৷ বেশিরভাগ ক্ষেত্রেই চিট ফান্ড সংস্থাগুলির কোনও আইনজীবীও আদালতে উপস্থিত থাকেন না ৷ ফলে মামলার একপেশে শুনানি করে আমানতকারীদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দিনের পর দিন কোনও সুরাহা করা যাচ্ছে না ৷ এমনটাই মত কলকাতা হাইকোর্টের ৷ সেই কারণেই মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতার পুলিশ কমিশনার ও এডিজি সিআইডিকে মামলার পরবর্তী শুনানিতে অভিযুক্ত সংস্থাগুলির মালিকদের হাজির করার নির্দেশ দিল ৷
আরও পড়ুন : Saradha Chit Fund Case : সারদা মামলায় জামিন পেলেও জেলবন্দি জীবন থেকে মুক্তি নয় দেবযানীর
এমপিএস-সহ আরও চারটি চিট ফান্ড সংস্থার মালিকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই সংস্থাগুলির মধ্যে রয়েছে গুলশন গ্রুপ অফ কোম্পানিজ, আইনোভা, প্রিমিয়ার অ্য়াগ্রো এবং ফিডেক্স ইন্ডাস্ট্রি ৷ এর মধ্যে এমপিএস-এর বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর এখনও জেলে বন্দি রয়েছেন ৷ তাঁদেরও আগামী শুনানিতে হাজির করতে বলা হয়েছে ৷
এই ব্যাপারে আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, ‘‘এমপিএস-এর মামলায় আগে আদালতে আইনজীবী দাঁড়াতেন ৷ কিন্তু এখন কোনও আইনজীবীকেই দাঁড়াতে দেখা যাচ্ছে না ৷ আমাদের তরফে আমরা জানিয়েছি, এমপিএস-এর পাঁচজন ডিরেক্টর আপাতত দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন ৷ তাঁদেরও পরের শুনানির দিন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ৷’’
আরও পড়ুন : একটি করে চিট ফান্ড সংস্থার মামলা শুনবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
প্রসঙ্গত, বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিত হওয়া রাজ্যের মানুষকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে 2015 সালের ডিসেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিল ৷ সেই বেঞ্চেই মূলত প্রতারকদের কাছে থাকা টাকা, তাদের সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসেবনিকেশ-সহ বিভিন্ন বিষয়ের উপর শুনানি হত ৷ কিন্তু অতিমারি আবহে গত প্রায় দু’বছর ধরে সমস্ত চিট ফান্ড মামলার শুনানিতে ভাটা পড়ে ৷ স্তব্ধ হয়ে যায় গোটা প্রক্রিয়া ৷ গত মাসে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, এবার থেকে তিনি নিয়মিত চিট ফান্ড সংক্রান্ত মামলা শুনবেন এবং দ্রুত যাতে মামলাগুলির নিষ্পত্তি করা যায়, সেই চেষ্টা করবেন।