ETV Bharat / city

Narayan Debnath Demise: অপূরণীয় ক্ষতি, উনি বেঁচে থাকবেন অগণিত পাঠকের মধ্যে : চিরঞ্জিৎ - Reaction Of Chiranjeet Chakraborty On Narayan Debnath Death

এরকম মাপের একজন শিল্পীর প্রয়াণে শিল্প জগতের যে অপূরণীয় ক্ষতি হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই (Chiranjeet Chakraborty says death of Narayan Debnath is irreparable loss to us)। বাংলার প্রবাদপ্রতিম কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের প্রয়াণে ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় এমনই জানালেন চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী ৷

Narayan Debnath Demise
অপূরণীয় ক্ষতি, উনি বেঁচে থাকবেন অগণিত পাঠকের মধ্যে : চিরঞ্জিত
author img

By

Published : Jan 18, 2022, 10:27 PM IST

Updated : Jan 18, 2022, 10:35 PM IST

বারাসত, 18 জানুয়ারি: স্রষ্টাদের কখনও মৃত্যু হয় না। তাঁরা তাঁদের সৃষ্টিতে বেঁচে থাকেন মানুষের মধ্যে। বাংলার প্রবাদপ্রতিম কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের প্রয়াণে ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় এমনই জানালেন চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Reaction Of Chiranjeet Chakraborty On Narayan Debnath Death)। তিনি বলেন, "দীর্ঘদিন ধরেই উনি অসুস্থ ছিলেন। ফলে তিনি তাঁর কমিকস জগত থেকে দূরে ছিলেন অনেকদিন ধরেই। তবে তাঁর অবিস্মরণীয় সব সৃষ্টি কোনওদিনও হারিয়ে যাবে না। বেঁচে থাকবে অগণিত পাঠক এবং সাধারণ মানুষের মধ্যে।"

জনপ্রিয় অভিনেতা এবং বিধায়ক চিরঞ্জিতের কথায়, "সুস্থ থাকলে উনি সমাজকে আরও অনেক কমিকস উপহার দিতে পারতেন। কিন্তু, যেদিন থেকে শিল্পী নারায়ণ দেবনাথ অসুস্থ হয়েছেন, সেদিন থেকেই তাঁর শিল্প সত্ত্বার যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তবে এরকম মাপের একজন শিল্পীর প্রয়াণে শিল্প জগতের যে অপূরণীয় ক্ষতি হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই (Chiranjeet Chakraborty says death of Narayan Debnath is irreparable loss to us)।"

আরও পড়ুন : Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

প্রয়াত কমিকস শিল্পীর শিল্পসত্ত্বা নিয়ে হয়তো একদিন সিনেমা কিংবা অ্যানিমেশন ফিল্ম হবে বলেও ধারণা তারকা অভিনেতার। বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত 24 ডিসেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী নারায়ণ দেবনাথ। সোমবার সন্ধেয় তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে ফের নারায়ণ দেবনাথের অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের সব লড়াই ব্যর্থ করে সকাল 10টা 15 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম কার্টুনিস্ট ৷

বারাসত, 18 জানুয়ারি: স্রষ্টাদের কখনও মৃত্যু হয় না। তাঁরা তাঁদের সৃষ্টিতে বেঁচে থাকেন মানুষের মধ্যে। বাংলার প্রবাদপ্রতিম কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের প্রয়াণে ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় এমনই জানালেন চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Reaction Of Chiranjeet Chakraborty On Narayan Debnath Death)। তিনি বলেন, "দীর্ঘদিন ধরেই উনি অসুস্থ ছিলেন। ফলে তিনি তাঁর কমিকস জগত থেকে দূরে ছিলেন অনেকদিন ধরেই। তবে তাঁর অবিস্মরণীয় সব সৃষ্টি কোনওদিনও হারিয়ে যাবে না। বেঁচে থাকবে অগণিত পাঠক এবং সাধারণ মানুষের মধ্যে।"

জনপ্রিয় অভিনেতা এবং বিধায়ক চিরঞ্জিতের কথায়, "সুস্থ থাকলে উনি সমাজকে আরও অনেক কমিকস উপহার দিতে পারতেন। কিন্তু, যেদিন থেকে শিল্পী নারায়ণ দেবনাথ অসুস্থ হয়েছেন, সেদিন থেকেই তাঁর শিল্প সত্ত্বার যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তবে এরকম মাপের একজন শিল্পীর প্রয়াণে শিল্প জগতের যে অপূরণীয় ক্ষতি হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই (Chiranjeet Chakraborty says death of Narayan Debnath is irreparable loss to us)।"

আরও পড়ুন : Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

প্রয়াত কমিকস শিল্পীর শিল্পসত্ত্বা নিয়ে হয়তো একদিন সিনেমা কিংবা অ্যানিমেশন ফিল্ম হবে বলেও ধারণা তারকা অভিনেতার। বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত 24 ডিসেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী নারায়ণ দেবনাথ। সোমবার সন্ধেয় তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে ফের নারায়ণ দেবনাথের অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের সব লড়াই ব্যর্থ করে সকাল 10টা 15 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম কার্টুনিস্ট ৷

Last Updated : Jan 18, 2022, 10:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.