ETV Bharat / city

বাজেট অধিবেশনের আগে রাজ্যপালকে নিয়ে শঙ্কিত শাসক শিবির - বিধানসভার বাজেট অধিবেশন

আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা ৷

Chief Secretary meets Governor
রাজ্যপাল ও মুখ্য সচিবের বৈঠক
author img

By

Published : Feb 5, 2020, 3:21 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : শুক্রবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন ৷ তার আগে আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব ৷ এর আগে গত তিনদিনে অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন ৷ এ প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, রাজ্যপালকে বাগে আনতে চাইছে শাসক শিবির । রাজ্যপালের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বুঝতে চেষ্টা করেছেন তাঁর মনোভাব । অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের ধারণা বাজেট অধিবেশনের আগে রাজ্যপালের সঙ্গে তিক্ত সম্পর্কে ইতি টানতেই শাসক শিবিরের এই প্রয়াস ৷

সাংবিধানিক রীতি অনুযায়ী সাংবিধানিক প্রধান রাজ্যপাল শাসকদলের লিখিত আয়-ব্যয়ের বরাদ্দ সংক্রান্ত বাজেট বিবৃতি বিধানসভায় পাঠ করেন । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পরিকল্পনা এবং উন্নয়নের জবাবদিহি করা হয় বিধানসভার অধিবেশনে । বিভিন্ন দপ্তরের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হয়েছে তারও উল্লেখ থাকে বাজেটে । রাজ্যপাল রাজ্য সরকারের লিখিত সেই বিবৃতি বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভায় পাঠ করেন ।

Rajbhavan
3 তারিখ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইশুতে রাজ্য ও রাজ্যপালের মধ্যে চাপানউতোর চলছে । প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল ৷ এমতাবস্থায় আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পড়বেন কি না, বা পড়লেও রাজ্য সরকারের সঙ্গে সববিষয়ে একমত হবেন কি না তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে । বাজেট অধিবেশনে এর কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে রীতিমতো শঙ্কিত শাসক দলের বিধায়করা ।

তবে বাজেট অধিবেশনে আদতে কী হতে চলেছে তা এখন শুধু সময়ের অপেক্ষা ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : শুক্রবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন ৷ তার আগে আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব ৷ এর আগে গত তিনদিনে অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন ৷ এ প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, রাজ্যপালকে বাগে আনতে চাইছে শাসক শিবির । রাজ্যপালের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বুঝতে চেষ্টা করেছেন তাঁর মনোভাব । অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের ধারণা বাজেট অধিবেশনের আগে রাজ্যপালের সঙ্গে তিক্ত সম্পর্কে ইতি টানতেই শাসক শিবিরের এই প্রয়াস ৷

সাংবিধানিক রীতি অনুযায়ী সাংবিধানিক প্রধান রাজ্যপাল শাসকদলের লিখিত আয়-ব্যয়ের বরাদ্দ সংক্রান্ত বাজেট বিবৃতি বিধানসভায় পাঠ করেন । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পরিকল্পনা এবং উন্নয়নের জবাবদিহি করা হয় বিধানসভার অধিবেশনে । বিভিন্ন দপ্তরের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হয়েছে তারও উল্লেখ থাকে বাজেটে । রাজ্যপাল রাজ্য সরকারের লিখিত সেই বিবৃতি বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভায় পাঠ করেন ।

Rajbhavan
3 তারিখ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইশুতে রাজ্য ও রাজ্যপালের মধ্যে চাপানউতোর চলছে । প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল ৷ এমতাবস্থায় আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পড়বেন কি না, বা পড়লেও রাজ্য সরকারের সঙ্গে সববিষয়ে একমত হবেন কি না তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে । বাজেট অধিবেশনে এর কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে রীতিমতো শঙ্কিত শাসক দলের বিধায়করা ।

তবে বাজেট অধিবেশনে আদতে কী হতে চলেছে তা এখন শুধু সময়ের অপেক্ষা ।

Intro:আগামী শুক্রবার বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্য সরকার এবং রাজ্যপালের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই দীর্ঘ টানাপড়েন শুরু হয়েছে এ রাজ্যে। রাজ্য সরকার এবং রাজ্যপালের বিতর্কিত সম্পর্কের অবসান হোক চাইছে রাজ্যের বিরোধীদলগুলোও। সরকারের সঙ্গে রাজ্যপালের মতানৈক্যে এবং উভয়ের তীব্র ক্রিয়া প্রতিক্রিয়ায় আগামী বাজেট অধিবেশনে এর কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে শঙ্কিত শাসক দলের বিধায়ক কুল।


Body:সাংবিধানিক রীতি অনুযায়ী সাংবিধানিক প্রধান রাজ্যপাল শাসকদলের লিখিত আয় ব্যয়ের বরাদ্দ সংক্রান্ত বাজেট বিবৃতি বিধানসভায় পাঠ করেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পরিকল্পনা এবং উন্নয়নের জবাবদিহি করা হয় বিধানসভার অধিবেশনে। বিভিন্ন দপ্তরের বরাদ্দকৃত অর্থ কিভাবে খরচ হয়েছে তারও উল্লেখ থাকে বাজেটে। রাজ্যপাল রাজ্য সরকারের লিখিত সেই বিবৃতি বাজেট হিসেবে বিধানসভায় পেশ করেন।
আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পড়বেন কিনা, বা পড়লেও রাজ্য সরকারের সঙ্গে সব বিষয়ে একমত হবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যেই গত তিন দিন ধরে অর্থমন্ত্রী অমিত মিত্র, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যপালের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বুঝতে চেষ্টা করেছেন তার মনোভাব। রাজ্যের মুখ্য সচিব আজ গিয়েছিলেন রাজভবনে। বিরোধীরা বলছেন রাজ্যপালকে বাগে আনতে চাইছে শাসক দল। এখন শুধু সময়ের অপেক্ষা। রাজ্য বাজেট পেশের সময়ই বোঝা যাবে কি হতে চলেছে বাজেট অধিবেশনে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.