কলকাতা, 4 ফেব্রুয়ারি : শুক্রবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন ৷ তার আগে আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব ৷ এর আগে গত তিনদিনে অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন ৷ এ প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, রাজ্যপালকে বাগে আনতে চাইছে শাসক শিবির । রাজ্যপালের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বুঝতে চেষ্টা করেছেন তাঁর মনোভাব । অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের ধারণা বাজেট অধিবেশনের আগে রাজ্যপালের সঙ্গে তিক্ত সম্পর্কে ইতি টানতেই শাসক শিবিরের এই প্রয়াস ৷
সাংবিধানিক রীতি অনুযায়ী সাংবিধানিক প্রধান রাজ্যপাল শাসকদলের লিখিত আয়-ব্যয়ের বরাদ্দ সংক্রান্ত বাজেট বিবৃতি বিধানসভায় পাঠ করেন । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পরিকল্পনা এবং উন্নয়নের জবাবদিহি করা হয় বিধানসভার অধিবেশনে । বিভিন্ন দপ্তরের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হয়েছে তারও উল্লেখ থাকে বাজেটে । রাজ্যপাল রাজ্য সরকারের লিখিত সেই বিবৃতি বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভায় পাঠ করেন ।
কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইশুতে রাজ্য ও রাজ্যপালের মধ্যে চাপানউতোর চলছে । প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল ৷ এমতাবস্থায় আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পড়বেন কি না, বা পড়লেও রাজ্য সরকারের সঙ্গে সববিষয়ে একমত হবেন কি না তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে । বাজেট অধিবেশনে এর কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে রীতিমতো শঙ্কিত শাসক দলের বিধায়করা ।
তবে বাজেট অধিবেশনে আদতে কী হতে চলেছে তা এখন শুধু সময়ের অপেক্ষা ।