কলকাতা, 23 অগস্ট : দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্প শুরু হওয়ার অনেক আগেই জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিয়েছিল নবান্ন (Nabanna)। বলা হয়েছিল, যা করার করবেন সরকারি আধিকারিকরা। কোনও রাজনৈতিক নেতা যেন দুয়ারে সরকার শিবিরে নাক না গলান। কিন্তু এক সপ্তাহ কেটে যাওয়ার পরও ক্যাম্পগুলির ব্যবস্থাপনা সংগঠিত না হওয়ায় কার্যত মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi) ধমক শুনতে হল জেলাশাসকদের।
দুয়ারে সরকারের ক্যাম্প শুরুর পর থেকে ফর্ম প্রদান থেকে ফর্ম ফিলাপ সমস্ত ক্ষেত্রেই রাজনৈতিক দলের হস্তক্ষেপ দেখা যাচ্ছে। ফর্ম পূরণে পঞ্চায়েত কিংবা সমিতির নেতাদের দাপাদাপি । এই নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে ৷ রিপোর্ট গিয়েছে নবান্নে। সেই কারণেই এবার কড়া বার্তা দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এদিন সমস্ত জেলা শাসকদের মুখ্যসচিব নির্দেশে বলা হয়েছে, দুয়ারে সরকার নিয়ে নানা রকম অভিযোগ উঠছে । এবার থেকে প্রত্যেক ক্যাম্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, কন্যাশ্রী পাওয়া মেয়েরা, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের ক্যাম্পে কাজে লাগাতে হবে। কোনওভাবে এই বিষয়ে পাড়ার ক্লাবের ছেলেদের কিংবা পঞ্চায়েত সদস্যদের অংশগ্রহণ থাকবে না।
আর পড়ুন: Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পের সামনেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিক্রি কুলতলিতে
মূলত বাংলা সহায়ক কেন্দ্র ও পঞ্চায়েত সমিতির আধিকারিকদের দিয়ে দুয়ারে সরকারের কাজ হয়। কিন্তু অভিযোগ, এবারে রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য পাড়ার ক্লাবের ছেলেদের ক্যাম্পে বসানো হয়েছে। যার ফলে বেড়েছে অশান্তি । এদিন সমস্ত জেলা শাসকদের কড়া চিঠি দিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, এই ঘটনা চলতে পারে না। অবিলম্বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও কন্যাশ্রীর অর্থ সাহায্য পাওয়া কলেজ পড়ুয়াদের ফর্ম পূরণের কাজে লাগাতে হবে। এতে দলীয় প্রভাব কমবে। দুয়ারে সরকারে রাজনীতিকরণ চলবে না।