কলকাতা, 6 অক্টোবর : জাগোবাংলার শারদসংখ্যা প্রকাশের অনুষ্ঠানে লখিমপুর খেরির ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কৃষকদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রায় 12 ঘণ্টার চেষ্টায় লুকিয়ে তৃণমূলের প্রতিনিধিরা লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷ এ দিন জাগোবাংলার শারদসংখ্যা প্রকাশের পাশাপাশি মিউজিক ভিডিয়ো প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে মুখ্যমন্ত্রী নিজে গান গেয়েছেন ৷
নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র জাগোবাংলার শারদসংখ্যা প্রকাশ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ৷ ওই ঘটনাকে নির্মম হত্যা বলে অভিযোগ করেছেন মমতা ৷ মুখ্যমন্ত্রী, বলেন, ‘‘লখিমপুরে যেটা হয়েছে তা খুবই দুখঃজনক ৷ নিরীহ কৃষকদের হত্যা করা হয়েছে ৷ তৃণমূলের কংগ্রেস একমাত্র দল যাঁরা সেখানে পৌঁছতে পেরেছিল ৷ দোলা সেন, প্রতিমা মণ্ডলরা সেখানে গিয়েছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে ৷ তাঁদের লুকিয়ে সেখানে যেতে হয়েছিল ৷’’
আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে
গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেয় ৷ যে ঘটনায় আশিস মিশ্রের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ কিন্তু 3 দিন অতিক্রান্ত হয়ে গেলেও আশিসকে গ্রেফতার করতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ ৷
আরও পড়ুন : Robert Vadra : স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে ফেসবুকে আবেগঘন পোস্ট রবার্ট বঢরার
গতকাল তৃণমূলের প্রতিনিধি দল নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করে ৷ যে দলে দোলা সেন, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডলরা ছিলেন ৷ মোট 6 সদস্যের প্রতিনিধি দল লখিমপুর খেরিতে যান ৷ আর আজ সকালে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এবং রাহুল গান্ধি-সহ কংগ্রেসের 5 সদস্যকে লখিমপুর খেরিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় যোগী সরকার ৷