ETV Bharat / city

Calcutta High Court New Circulation : শিয়রে তৃতীয় ঢেউ, সশরীরে শুনানি বন্ধের নির্দেশ রাজ্যের সমস্ত আদালতে - Chief Justice of Calcutta High Court directs to suspend physical hearings in all state courts due to Omicron scare

কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতে সশরীরে শুনানি বন্ধ করা রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice of Calcutta High Court directs to suspend physical hearings in all state courts due to Omicron scare)। শনিবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

Calcutta High Court New Circulation
শিয়রে করোনার তৃতীয় ঢেউ, সশরীরে শুনানি বন্ধের নির্দেশ রাজ্যের সমস্ত আদালতে
author img

By

Published : Jan 1, 2022, 7:01 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : রাজ্যে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ৷ তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগামী 3 জানুয়ারি থেকে কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতে সশরীরে শুনানি বন্ধ রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice of Calcutta High Court directs to suspend physical hearings in all state courts due to Omicron scare)। শনিবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

কর্মচারীদের উপস্থিতির ব্যাপারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট কর্মচারীর দুই-তৃতীয়াংশের উপস্থিতিতে চলবে আদালতের সমস্ত কাজকর্ম। সেখানে সকল কর্মচারীদের সম্পূর্ণ টিকাকরণের বিষয়টি আবশ্যিক। একইসঙ্গে প্রত্যেক কর্মচারীকে সকলপ্রকার করোনা-বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন : Lockdown Possibility In West Bengal : স্থগিত দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় জরুরি বৈঠকে রাজ্য

এর আগে করোনা পরিস্থিতির জেরে একাধিকবার সুপ্রিমকোর্ট-সহ রাজ্যের সব আদালতের কাজই ব্যাপক প্রভাবিত হয়েছিল। নতুন করে গোটা দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে ফের একবার আদালতের কাজকর্ম ব্যাপক প্রভাবিত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কলকাতা, 1 জানুয়ারি : রাজ্যে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ৷ তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগামী 3 জানুয়ারি থেকে কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতে সশরীরে শুনানি বন্ধ রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice of Calcutta High Court directs to suspend physical hearings in all state courts due to Omicron scare)। শনিবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

কর্মচারীদের উপস্থিতির ব্যাপারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট কর্মচারীর দুই-তৃতীয়াংশের উপস্থিতিতে চলবে আদালতের সমস্ত কাজকর্ম। সেখানে সকল কর্মচারীদের সম্পূর্ণ টিকাকরণের বিষয়টি আবশ্যিক। একইসঙ্গে প্রত্যেক কর্মচারীকে সকলপ্রকার করোনা-বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন : Lockdown Possibility In West Bengal : স্থগিত দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় জরুরি বৈঠকে রাজ্য

এর আগে করোনা পরিস্থিতির জেরে একাধিকবার সুপ্রিমকোর্ট-সহ রাজ্যের সব আদালতের কাজই ব্যাপক প্রভাবিত হয়েছিল। নতুন করে গোটা দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে ফের একবার আদালতের কাজকর্ম ব্যাপক প্রভাবিত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.