ETV Bharat / city

৬ এপ্রিল অবধি এনআইএ-র হেফাজতে ছত্রধর

সম্প্রতি লালগড়ের বাড়ি থেকে ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করে এনআইএ । এরপরেই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন তারা । কিন্তু তাকে জেরা করে খুশি হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে এদিন আদালতে ফের তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে এনআইএ । এরপরেই তাকে 6 এপ্রিল অবধি এনআইএ-র হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

author img

By

Published : Mar 30, 2021, 8:01 PM IST

ছত্রধর মাহাতো
ছত্রধর মাহাতো

কলকাতা, 30 মার্চ : 6 এপ্রিল অবধি এনআইএ হেফাজতের নির্দেশ দিল এনআইএ এর বিশেষ আদালত । জানালেন ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহা রায় । ছত্রধর মাহাতোর জামিনের আবেদন করে আজ তাকে আদালতে তোলা হয়৷ অন্যদিকে এনআইএ এর তরফ থেকে তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানান হয় ৷ এই পর আদালত ছত্রধর মাহাতোকে 6 দিন এনআইএ এর হেফাজতে রাখার নির্দেশ দেয় ৷

সম্প্রতি লালগড়ের বাড়ি থেকে ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করে এনআইএ । এরপরেই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন তারা । কিন্তু তাকে জেরা করে খুশি হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে এদিন আদালতে ফের তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে এনআইএ । এরপরেই তাকে 6 এপ্রিল অবধি এনআইএ-র হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

আরও পড়ুন : পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখাচ্ছে , সোজাসাপটা পার্থ

জানা গিয়েছে, ছত্রধর মাহাতোকে জেরার পাশাপাশি 2009 সালে ঝাড়গ্রামের 3 জন ইনস্পেকটর পদের পুলিশ আধিকারিককে তলব করেছিল এনআইএ । কিন্তু সেই সময় মাত্র একজন পুলিশ আধিকারিক এনআইএ দপ্তরে হাজিরা দেয় । ফলে 2009 সালের পর ফের একবার নতুন করে এই ঘটনায় উঠে পড়ে লেগেছে এনআইএ ৷ সেই তিন ইনস্পেকটর পদের পুলিশ আধিকারিককে ফের একবার ডাকতে চায় এনআইএ । কিন্তু সেই তিন জন ইনস্পেকটর এখন পদন্নোতি পেয়ে ডিএসপি পদমর্যাদায় উত্তীর্ণ হয়েছেন । ফলে এবার সেই পুলিশ আধিকারিকদেরও ডেকে জেরা করতে চায় এনআইএ ।

কলকাতা, 30 মার্চ : 6 এপ্রিল অবধি এনআইএ হেফাজতের নির্দেশ দিল এনআইএ এর বিশেষ আদালত । জানালেন ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহা রায় । ছত্রধর মাহাতোর জামিনের আবেদন করে আজ তাকে আদালতে তোলা হয়৷ অন্যদিকে এনআইএ এর তরফ থেকে তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানান হয় ৷ এই পর আদালত ছত্রধর মাহাতোকে 6 দিন এনআইএ এর হেফাজতে রাখার নির্দেশ দেয় ৷

সম্প্রতি লালগড়ের বাড়ি থেকে ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করে এনআইএ । এরপরেই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন তারা । কিন্তু তাকে জেরা করে খুশি হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে এদিন আদালতে ফের তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে এনআইএ । এরপরেই তাকে 6 এপ্রিল অবধি এনআইএ-র হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

আরও পড়ুন : পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখাচ্ছে , সোজাসাপটা পার্থ

জানা গিয়েছে, ছত্রধর মাহাতোকে জেরার পাশাপাশি 2009 সালে ঝাড়গ্রামের 3 জন ইনস্পেকটর পদের পুলিশ আধিকারিককে তলব করেছিল এনআইএ । কিন্তু সেই সময় মাত্র একজন পুলিশ আধিকারিক এনআইএ দপ্তরে হাজিরা দেয় । ফলে 2009 সালের পর ফের একবার নতুন করে এই ঘটনায় উঠে পড়ে লেগেছে এনআইএ ৷ সেই তিন ইনস্পেকটর পদের পুলিশ আধিকারিককে ফের একবার ডাকতে চায় এনআইএ । কিন্তু সেই তিন জন ইনস্পেকটর এখন পদন্নোতি পেয়ে ডিএসপি পদমর্যাদায় উত্তীর্ণ হয়েছেন । ফলে এবার সেই পুলিশ আধিকারিকদেরও ডেকে জেরা করতে চায় এনআইএ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.