ETV Bharat / city

পুলিশের মারে জখম ছাত্র পরিষদের সভাপতি ?

author img

By

Published : Aug 28, 2020, 7:40 PM IST

অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন অতর্কিতে মহাজাতি সদনের পাঁচিল এবং গেট টপকে প্রবেশ করে ছাত্র পরিষদের একদল সমর্থক । এরপরই পাঁচিলের উপর থেকে টেনে নামানো হয় ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদকে ।

chhatra parishad president
chhatra parishad president

কলকাতা, 28 অগাস্ট : মহাজাতি সদনে আচমকা প্রবেশের অভিযোগে 67 জন কংগ্রেস কর্মীর সঙ্গে গ্ৰেপ্তার করা হল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদকে । অভিযোগ, তাঁকে গ্ৰেপ্তারের আগে বেধড়ক মারধর করে পুলিশ । গুরুতর জখম হলে তাঁকে পুলিশই নিয়ে যায় SSKM হাসপাতালে । কোমর এবং বুকে আঘাত লাগে তাঁর ।

আজ দুপুরে মহাজাতি সদনের বাইরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করেন কংগ্রেস কর্মীরা । প্রতি বছর মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয় । এ'বছর কোরোনা সংক্রমণের জেরে মহাজাতি সদনের ভিতরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করার অনুমতি পায়নি ছাত্র পরিষদের সদস্যরা ।

প্রথমে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি দিলেও পরে মহাজাতি সদনের ভিতরে অনুষ্ঠান করার ক্ষেত্রে আপত্তি জানায় পুলিশ প্রশাসন । বাধ্য হয়ে মহাজাতি সদনের বাইরে ম্যাটাডোরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করা হয় । অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন অতর্কিতে মহাজাতি সদনের পাঁচিল এবং গেট টপকে প্রবেশ করে ছাত্র পরিষদের একদল সমর্থক । সঙ্গে সঙ্গে মারমুখী পুলিশ ঝাঁপিয়ে পড়ে সেখানে । পাঁচিলের উপর থেকে টেনে নামানো হয় ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদকে।

সৌরভ প্রসাদের সঙ্গে থাকা ছাত্র পরিষদের এক সদস্য জানিয়েছেন, পুলিশের লাঠিপেটায় বুকের পাঁজরে আঘাত পেয়েছেন সৌরভ প্রসাদ । পাঁচিল থেকে ধাক্কা মেরে তাঁকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ । জোড়াসাঁকো থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ছাত্র পরিষদ ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সৌরভ প্রসাদের কোমরে স্ক্যান করা হয়েছে । বুকের এক্স-রে হয়েছে । চিকিৎসকরা তাঁকে আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে ভরতি নিয়েছেন হাসপাতালে । এর প্রতিবাদে আগামীকাল রাজ‍্যজুড়ে ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে ‌।

কলকাতা, 28 অগাস্ট : মহাজাতি সদনে আচমকা প্রবেশের অভিযোগে 67 জন কংগ্রেস কর্মীর সঙ্গে গ্ৰেপ্তার করা হল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদকে । অভিযোগ, তাঁকে গ্ৰেপ্তারের আগে বেধড়ক মারধর করে পুলিশ । গুরুতর জখম হলে তাঁকে পুলিশই নিয়ে যায় SSKM হাসপাতালে । কোমর এবং বুকে আঘাত লাগে তাঁর ।

আজ দুপুরে মহাজাতি সদনের বাইরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করেন কংগ্রেস কর্মীরা । প্রতি বছর মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয় । এ'বছর কোরোনা সংক্রমণের জেরে মহাজাতি সদনের ভিতরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করার অনুমতি পায়নি ছাত্র পরিষদের সদস্যরা ।

প্রথমে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি দিলেও পরে মহাজাতি সদনের ভিতরে অনুষ্ঠান করার ক্ষেত্রে আপত্তি জানায় পুলিশ প্রশাসন । বাধ্য হয়ে মহাজাতি সদনের বাইরে ম্যাটাডোরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করা হয় । অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন অতর্কিতে মহাজাতি সদনের পাঁচিল এবং গেট টপকে প্রবেশ করে ছাত্র পরিষদের একদল সমর্থক । সঙ্গে সঙ্গে মারমুখী পুলিশ ঝাঁপিয়ে পড়ে সেখানে । পাঁচিলের উপর থেকে টেনে নামানো হয় ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদকে।

সৌরভ প্রসাদের সঙ্গে থাকা ছাত্র পরিষদের এক সদস্য জানিয়েছেন, পুলিশের লাঠিপেটায় বুকের পাঁজরে আঘাত পেয়েছেন সৌরভ প্রসাদ । পাঁচিল থেকে ধাক্কা মেরে তাঁকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ । জোড়াসাঁকো থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ছাত্র পরিষদ ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সৌরভ প্রসাদের কোমরে স্ক্যান করা হয়েছে । বুকের এক্স-রে হয়েছে । চিকিৎসকরা তাঁকে আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে ভরতি নিয়েছেন হাসপাতালে । এর প্রতিবাদে আগামীকাল রাজ‍্যজুড়ে ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে ‌।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.