ETV Bharat / city

Tathagata Roy attacks BJP: বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার, কেমোথেরাপি প্রয়োজন: তথাগত

author img

By

Published : May 3, 2022, 1:09 PM IST

বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার ধরে গিয়েছে ৷ এ বার কেমোথেরাপি প্রয়োজন (Tathagata Roy tweet)৷ ফের টুইট-বাণ ছুড়লেন তথাগত রায় (Tathagata Roy attacks BJP)৷

Chemotherapy needed as cancer spreads in BJP: Tathagata Roy
বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার, কেমোথেরাপি প্রয়োজন: তথাগত

কলকাতা, 3 মে: বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে (Chemotherapy needed as cancer spreads in BJP)৷ ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি প্রয়োজন ৷ টুইটে ফের বঙ্গ বিজেপির প্রতি খড়্গহস্ত প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy attacks BJP)৷ বরাবরের মতো এ বারেও তাঁর নিশানায় রয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিক ভাবে টুইটারে বঙ্গ বিজেপির প্রতি বিষোগ্দার করে গিয়েছেন তথাগত রায় (Tathagata Roy tweet)৷ কৈলাস বিজয়বর্গীয় থেকে দিলীপ ঘোষ, একে একে তাঁর নিশানায় পড়েছেন গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতা ৷ প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের কাছে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বারবার ৷ তবে তাতে তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি ৷ সেই ধারা অব্যাহত রেখে ফের বিজেপিকে একহাত নিলেন তথাগত রায় ৷ এক কর্মীর টুইটের জবাব দিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপিকে ফের তুলোধোনা করেন তিনি ৷

টুইটে বিজেপি নেতা লেখেন, "ভয়াবহ অবস্থায় ভয়াবহ পদক্ষেপ নিতে হয় ৷ যে প্রাণীটির ছবি আমি দিয়েছি সে এবং তার চতুষ্টয় যে কি করে দলের সর্বনাশ করেছে সেটা জানলে তুমি এ সব বলতে না।" কৈলাস বিজবর্গীয়কে সরাসরি নিশানা করে তথাগত বলেন, "আমি এ সব প্রকাশ্যে বলেছি বলেই সে ভেগেছে, না বললে এখনো দলের মাথায় বসে থাকত । দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না । এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভালো বোঝ কর, আশীর্বাদ রইল ।"

আরও পড়ুন: Tathagata Roy on BJP Defeat : "ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে ?", বিজেপির 'চিন্তন বৈঠক'-এর আগে তোপ তথাগতর

  • সে ভেগেছে, না বললে এখনো দলের মাথায় বসে থাকত । দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভালো বোঝ কর, আশীর্বাদ রইল।

    — Tathagata Roy (@tathagata2) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, সোমবারই আরও এক টুইটে বিজেপিকে কটাক্ষ করেন তথাগত রায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার বর্ষপূর্তির দিনটিকে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি হিসেবে পালন করেছে বিজেপি ৷ তবে তথাগত রায়ের ভাষায় এই দিনটি হল, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক আত্মহত্যার প্রথম বর্ষপূর্তি ৷ তিনি টুইটে লেখেন, "আজ পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক আত্মহত্যার এক বছর ৷ যে হাজার হাজার কর্মী গত শতাব্দী ধরে দলকে গঠনের চেষ্টায় ব্যস্ত থেকেছেন, তাঁদের শোক ভাগ করে নিচ্ছি ৷" এই পোস্টের সঙ্গেই কৈলাস বিজয়বর্গীয়র একটি ছবি শেয়ার করে তথাগত লেখেন, "এই বিপর্যয়ের জন্য এই প্রাণীটিকে ও তাঁর সঙ্গীসাথীদের কোনও ধন্যবাদ দেব না ৷"

  • Today is also the 1st anniversary of BJP’s political suicide in West Bengal. I share the grief of the thousands of workers who had been busy trying to build the party since the last century.
    No thanks to this creature and his companions for the disaster. pic.twitter.com/nzEEvq5spk

    — Tathagata Roy (@tathagata2) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tathagata Attacks BJP : বঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর’ দিকে নিয়ে যাচ্ছে, ফের টুইটে বিস্ফোরক তথাগত

কলকাতা, 3 মে: বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে (Chemotherapy needed as cancer spreads in BJP)৷ ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি প্রয়োজন ৷ টুইটে ফের বঙ্গ বিজেপির প্রতি খড়্গহস্ত প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy attacks BJP)৷ বরাবরের মতো এ বারেও তাঁর নিশানায় রয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিক ভাবে টুইটারে বঙ্গ বিজেপির প্রতি বিষোগ্দার করে গিয়েছেন তথাগত রায় (Tathagata Roy tweet)৷ কৈলাস বিজয়বর্গীয় থেকে দিলীপ ঘোষ, একে একে তাঁর নিশানায় পড়েছেন গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতা ৷ প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের কাছে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বারবার ৷ তবে তাতে তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি ৷ সেই ধারা অব্যাহত রেখে ফের বিজেপিকে একহাত নিলেন তথাগত রায় ৷ এক কর্মীর টুইটের জবাব দিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপিকে ফের তুলোধোনা করেন তিনি ৷

টুইটে বিজেপি নেতা লেখেন, "ভয়াবহ অবস্থায় ভয়াবহ পদক্ষেপ নিতে হয় ৷ যে প্রাণীটির ছবি আমি দিয়েছি সে এবং তার চতুষ্টয় যে কি করে দলের সর্বনাশ করেছে সেটা জানলে তুমি এ সব বলতে না।" কৈলাস বিজবর্গীয়কে সরাসরি নিশানা করে তথাগত বলেন, "আমি এ সব প্রকাশ্যে বলেছি বলেই সে ভেগেছে, না বললে এখনো দলের মাথায় বসে থাকত । দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না । এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভালো বোঝ কর, আশীর্বাদ রইল ।"

আরও পড়ুন: Tathagata Roy on BJP Defeat : "ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে ?", বিজেপির 'চিন্তন বৈঠক'-এর আগে তোপ তথাগতর

  • সে ভেগেছে, না বললে এখনো দলের মাথায় বসে থাকত । দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভালো বোঝ কর, আশীর্বাদ রইল।

    — Tathagata Roy (@tathagata2) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, সোমবারই আরও এক টুইটে বিজেপিকে কটাক্ষ করেন তথাগত রায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার বর্ষপূর্তির দিনটিকে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি হিসেবে পালন করেছে বিজেপি ৷ তবে তথাগত রায়ের ভাষায় এই দিনটি হল, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক আত্মহত্যার প্রথম বর্ষপূর্তি ৷ তিনি টুইটে লেখেন, "আজ পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক আত্মহত্যার এক বছর ৷ যে হাজার হাজার কর্মী গত শতাব্দী ধরে দলকে গঠনের চেষ্টায় ব্যস্ত থেকেছেন, তাঁদের শোক ভাগ করে নিচ্ছি ৷" এই পোস্টের সঙ্গেই কৈলাস বিজয়বর্গীয়র একটি ছবি শেয়ার করে তথাগত লেখেন, "এই বিপর্যয়ের জন্য এই প্রাণীটিকে ও তাঁর সঙ্গীসাথীদের কোনও ধন্যবাদ দেব না ৷"

  • Today is also the 1st anniversary of BJP’s political suicide in West Bengal. I share the grief of the thousands of workers who had been busy trying to build the party since the last century.
    No thanks to this creature and his companions for the disaster. pic.twitter.com/nzEEvq5spk

    — Tathagata Roy (@tathagata2) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tathagata Attacks BJP : বঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর’ দিকে নিয়ে যাচ্ছে, ফের টুইটে বিস্ফোরক তথাগত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.