ETV Bharat / city

রক্তচাপ ওঠা-নামা করছে, ব্লাড সুগারও অনিয়ন্ত্রিত ; ছুটি পাচ্ছেন না ছত্রধর - medical team

এখনই ছুটি দেওয়া হচ্ছে না ছত্রধর মাহাতকে।

ছত্রধর মাহাত
author img

By

Published : Mar 22, 2019, 7:36 PM IST

কলকাতা, 22 মার্চ : হৃদযন্ত্রে এখন তেমন সমস্যা দেখতে পাচ্ছেন না চিকিৎসকরা। তবে, রক্তচাপ কখনও বাড়ছে, কখনও কমছে। এর জেরে, হাসপাতাল থেকে এখনই ছুটি দেওয়া হচ্ছে না ছত্রধর মাহাতকে। রক্তে শর্করার মাত্রা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির এই নেতাকে হাসপাতালে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

কয়েকদিন ধরে SSKM হাসপাতালে ছত্রধর মাহাতর চিকিৎসা চলছে। বুকে-মাথায় যন্ত্রণা, পেটে ব্যথা, মাথা ঘোরা, ঘুম না হওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে হাসপাতালের উডবার্ন ব্লকে রাখা হয়েছিল। কিন্তু নতুন করে বুকে যন্ত্রণা শুরু হওয়ায় ছত্রধরকে ICCU-তে স্থানান্তরিত করা হয়। আজ তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পর্যালোচনা করেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

কী সিদ্ধান্ত নিলেন তাঁরা ?

ছত্রধর মাহাতর শারীরিক অবস্থার বিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "হার্টে এখন তেমন কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তবে, রক্তচাপ কখনও বাড়ছে, কখনও কমছে। ব্লাড সুগারও রয়েছে। ছত্রধর মাহাতকে এখনই ছুটি দেওয়া হচ্ছে না। উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে। ICCU থেকে উডবার্ন ব্লকে স্থানান্তর করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।"

কলকাতা, 22 মার্চ : হৃদযন্ত্রে এখন তেমন সমস্যা দেখতে পাচ্ছেন না চিকিৎসকরা। তবে, রক্তচাপ কখনও বাড়ছে, কখনও কমছে। এর জেরে, হাসপাতাল থেকে এখনই ছুটি দেওয়া হচ্ছে না ছত্রধর মাহাতকে। রক্তে শর্করার মাত্রা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির এই নেতাকে হাসপাতালে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

কয়েকদিন ধরে SSKM হাসপাতালে ছত্রধর মাহাতর চিকিৎসা চলছে। বুকে-মাথায় যন্ত্রণা, পেটে ব্যথা, মাথা ঘোরা, ঘুম না হওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে হাসপাতালের উডবার্ন ব্লকে রাখা হয়েছিল। কিন্তু নতুন করে বুকে যন্ত্রণা শুরু হওয়ায় ছত্রধরকে ICCU-তে স্থানান্তরিত করা হয়। আজ তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পর্যালোচনা করেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

কী সিদ্ধান্ত নিলেন তাঁরা ?

ছত্রধর মাহাতর শারীরিক অবস্থার বিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "হার্টে এখন তেমন কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তবে, রক্তচাপ কখনও বাড়ছে, কখনও কমছে। ব্লাড সুগারও রয়েছে। ছত্রধর মাহাতকে এখনই ছুটি দেওয়া হচ্ছে না। উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে। ICCU থেকে উডবার্ন ব্লকে স্থানান্তর করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.