ETV Bharat / city

Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে কর্মীদের ভাতা কাঠামোয় আসছে পরিবর্তন - KMC MIC

ওভারটাইম-সহ কর্মীদের ভাতা কাঠামোয় বদল আনতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ বেঁধে দেওয়া হতে চলেছে ঊর্ধ্বসীমা ৷ সম্প্রতি মেয়র পারিষদ (KMC MIC) বৈঠকে এই নিয়মের ছাড়পত্র মিলেছে ।

changes-are-coming-in-the-allowance-structure-of-employees-in-kolkata-municipal-corporation
Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে কর্মীদের ভাতা কাঠামোয় আসছে পরিবর্তন
author img

By

Published : Jul 8, 2022, 8:30 PM IST

কলকাতা, 8 জুলাই : কর্মীদের জন্য নয়া ভাতা কাঠামো আনছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । এই ক্ষেত্রে মাসিক পাওনা ভাতার সীমা বেঁধে দেওয়া হচ্ছে নয়া নিয়মে । নাইট ডিউটি, হলিডে ও টিফিন ভাতা-সহ সবমিলিয়ে প্রতিমাসে একজন কর্মী ওভারটাইমের জন্য সর্বোচ্চ 2500 টাকা অতিরিক্ত পাবেন ।

সম্প্রতি মেয়র পারিষদ (KMC MIC) বৈঠকে এই নিয়মের ছাড়পত্র মিলেছে । দ্রুত এই বিষয় বিজ্ঞপ্তি জারি হতে চলেছে । পাশাপাশি প্রায় দেড় বছরের বেশি সময় ধরে কর্মীরা পাননি ভাতার টাকা । পুজোর মুখে সেই টাকাও মিটিয়ে দিতে পারে কর্তৃপক্ষ বলেই খবর কলকাতা পৌরনিগম সূত্রে । জানা গিয়েছে যে আর্থিক হাল খারাপ থাকায় এত দিন সেই টাকা দিতে পারেনি । এবার সেই টাকা মেটাবে তারা ।

ভাতা মেটাতে বিপুল অঙ্কের টাকা দরকার হয় । মূলত স্বাস্থ্য, জল সরবরাহ, জঞ্জাল সাফাই ও ব্যবস্থাপনা এবং নিকাশি বিভাগের কর্মীদের সবথেকে বেশি ওভারটাইম এবং অন্যান্য ভাতা দিতে হয় । চার দফতর মিলেই মাসে 6 কোটি টাকা লাগে । পৌর কমিশনার বিনোদ কুমার ও সচিব হরিহরপ্রসাদ মণ্ডল বিষয়টি খতিয়ে দেখেন ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এবার থেকে মজদুর বা সেই ধরনের কর্মীকে ওভারটাইম-সহ নানা ভাতা মিলিয়ে সর্বোচ্চ দিনপিছু 402 টাকা দেওয়া হবে । অন্যান্য কর্মীদের ক্ষেত্রে এই পরিমাণ মাত্র 100 টাকা । কোনও কর্মী নির্দিষ্ট সময়ের বাইরে অতিরিক্ত ছ’ঘণ্টার কাজ করলে পাবেন দিনপিছু 250 টাকা । তবে প্রতি মাসে সর্বোচ্চ সিলিং 2500 টাকা ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

কলকাতা, 8 জুলাই : কর্মীদের জন্য নয়া ভাতা কাঠামো আনছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । এই ক্ষেত্রে মাসিক পাওনা ভাতার সীমা বেঁধে দেওয়া হচ্ছে নয়া নিয়মে । নাইট ডিউটি, হলিডে ও টিফিন ভাতা-সহ সবমিলিয়ে প্রতিমাসে একজন কর্মী ওভারটাইমের জন্য সর্বোচ্চ 2500 টাকা অতিরিক্ত পাবেন ।

সম্প্রতি মেয়র পারিষদ (KMC MIC) বৈঠকে এই নিয়মের ছাড়পত্র মিলেছে । দ্রুত এই বিষয় বিজ্ঞপ্তি জারি হতে চলেছে । পাশাপাশি প্রায় দেড় বছরের বেশি সময় ধরে কর্মীরা পাননি ভাতার টাকা । পুজোর মুখে সেই টাকাও মিটিয়ে দিতে পারে কর্তৃপক্ষ বলেই খবর কলকাতা পৌরনিগম সূত্রে । জানা গিয়েছে যে আর্থিক হাল খারাপ থাকায় এত দিন সেই টাকা দিতে পারেনি । এবার সেই টাকা মেটাবে তারা ।

ভাতা মেটাতে বিপুল অঙ্কের টাকা দরকার হয় । মূলত স্বাস্থ্য, জল সরবরাহ, জঞ্জাল সাফাই ও ব্যবস্থাপনা এবং নিকাশি বিভাগের কর্মীদের সবথেকে বেশি ওভারটাইম এবং অন্যান্য ভাতা দিতে হয় । চার দফতর মিলেই মাসে 6 কোটি টাকা লাগে । পৌর কমিশনার বিনোদ কুমার ও সচিব হরিহরপ্রসাদ মণ্ডল বিষয়টি খতিয়ে দেখেন ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এবার থেকে মজদুর বা সেই ধরনের কর্মীকে ওভারটাইম-সহ নানা ভাতা মিলিয়ে সর্বোচ্চ দিনপিছু 402 টাকা দেওয়া হবে । অন্যান্য কর্মীদের ক্ষেত্রে এই পরিমাণ মাত্র 100 টাকা । কোনও কর্মী নির্দিষ্ট সময়ের বাইরে অতিরিক্ত ছ’ঘণ্টার কাজ করলে পাবেন দিনপিছু 250 টাকা । তবে প্রতি মাসে সর্বোচ্চ সিলিং 2500 টাকা ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.