ETV Bharat / city

Corona Vaccine : দু'টি ডোজ নেওয়ার পরও আক্রান্তদের সঠিক তথ্য নেই, হাইকোর্টে জানাল কেন্দ্র

author img

By

Published : Aug 25, 2021, 9:17 PM IST

কলকাতা হাইকোর্টে বুধবার জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও কতজন করোনায় আক্রান্ত হচ্ছেন তা নিয়ে সঠিক তথ্য নেই কেন্দ্রের কাছে ৷ তবে এনিয়ে ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য চেয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে ৷

দু'টি ডোজ নেওয়ার পরও আক্রান্তদের সঠিক তথ্য নেই
দু'টি ডোজ নেওয়ার পরও আক্রান্তদের সঠিক তথ্য নেই

কলকাতা, 25 অগস্ট : ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার পরেও কতজন আক্রান্ত ও অসুস্থ এ-ব্যাপারে তাদের কাছে সঠিক তথ্য নেই বলে হাইকোর্টে জানাল কেন্দ্র । এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজেড দস্তুর জানিয়েছেন, এই ব্যাপারে কেন্দ্রের পরিকাঠামোর অভাব আছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলোকে চিঠি দিয়েছে যাতে কতজন আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন সেই তালিকা নিয়মিত ওয়েবসাইটে আপলোড করা হয় ৷

মামলাকারীদের তরফে বলা হয়, 18 থেকে 44 বছরের নাগরিকদের ঠিকঠাক টিকা দেওয়া হচ্ছে না । এ-ব্যাপারে আশা কর্মীদের কাজে লাগানোর কথাও উল্লেখ করা হয় মামলাকারীদের তরফে । এরপরই পুরো ব্যাপারেই সব পক্ষকে ধৈর্য ধরার কথা উল্লেখ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ।

বিনামূল্যে সবাইকে টিকা প্রদান ও করোনা যোদ্ধা যাঁরা আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিপিআইএম নেতা তথা প্রখ্যাত চিকিৎসক ফুয়াদ হালিম । পরে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ গত 12 অগস্ট শুনানিতে এ রাজ্যে করোনা যোদ্ধা যাঁরা আক্রান্ত হচ্ছেন বা মারা যাচ্ছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্যকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি রাজ্যের বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোয় কোথায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সে ব্যাপারে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করানোর জন্য প্রয়োজনে গণপ্রচারের উপর ও জোর দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন : Covid Third Wave : একান্ত প্রয়োজন না হলে কলকাতায় রেফার নয়, জেলাগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের

কলকাতা, 25 অগস্ট : ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার পরেও কতজন আক্রান্ত ও অসুস্থ এ-ব্যাপারে তাদের কাছে সঠিক তথ্য নেই বলে হাইকোর্টে জানাল কেন্দ্র । এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজেড দস্তুর জানিয়েছেন, এই ব্যাপারে কেন্দ্রের পরিকাঠামোর অভাব আছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলোকে চিঠি দিয়েছে যাতে কতজন আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন সেই তালিকা নিয়মিত ওয়েবসাইটে আপলোড করা হয় ৷

মামলাকারীদের তরফে বলা হয়, 18 থেকে 44 বছরের নাগরিকদের ঠিকঠাক টিকা দেওয়া হচ্ছে না । এ-ব্যাপারে আশা কর্মীদের কাজে লাগানোর কথাও উল্লেখ করা হয় মামলাকারীদের তরফে । এরপরই পুরো ব্যাপারেই সব পক্ষকে ধৈর্য ধরার কথা উল্লেখ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ।

বিনামূল্যে সবাইকে টিকা প্রদান ও করোনা যোদ্ধা যাঁরা আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিপিআইএম নেতা তথা প্রখ্যাত চিকিৎসক ফুয়াদ হালিম । পরে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ গত 12 অগস্ট শুনানিতে এ রাজ্যে করোনা যোদ্ধা যাঁরা আক্রান্ত হচ্ছেন বা মারা যাচ্ছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্যকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি রাজ্যের বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোয় কোথায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সে ব্যাপারে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করানোর জন্য প্রয়োজনে গণপ্রচারের উপর ও জোর দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন : Covid Third Wave : একান্ত প্রয়োজন না হলে কলকাতায় রেফার নয়, জেলাগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.