ETV Bharat / city

Mamata on Agency Raj: কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক, দেশজুড়ে এজেন্সিরাজ চলছে: মমতা - এজেন্সিরাজ

কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক ৷ ওরা উন্নয়ন চায় না ৷ দেশজুড়ে চলছে এজেন্সিরাজ চলছে (Mamata on Agency Raj)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ভাষাতেই কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

centre-doesnt-want-to-generate-jobs-running-agency-raj-mamata-banerjee
কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক, দেশজুড়ে এজেন্সিরাজ চলছে: মমতা
author img

By

Published : Sep 12, 2022, 2:40 PM IST

Updated : Sep 12, 2022, 3:16 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মপ্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক । দেশজুড়ে এজেন্সিরাজ চলছে (Mamata on Agency Raj)।

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল হাজতে রয়েছেন ৷ অভিযোগের নিশানায় রয়েছেন শাসক দলের আরও বেশ কয়েকজন নেতা ৷ শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার-সহ নানা মামলায় রাজ্যে ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা নিয়ে এর আগেও বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এ দিন নেতাজি ইন্ডোরে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের মঞ্চ থেকেও সেই নিয়ে কেন্দ্রকে বিঁধলেন তিনি ৷

সরাসরি কোনও নাম উল্লেখ না করলেও কেন্দ্রকে একহাত নিয়ে মমতা এ দিন বলেন, "দেশজুড়ে এজেন্সিরাজ চলছে ৷ কোনও উন্নয়ন নেই ৷ আমরা এখানে কিছু বন্ধ হতে দিই না ৷ দেশের এই অবস্থা ৷ এই পরিবেশে দাঁড়িয়ে আমর শিল্পের পক্ষে ৷ কেন শিল্প বাইরে চলে যাবে ? একদিকে রেল বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি হচ্ছে, কোল বিক্রি হচ্ছে ৷ সব বিক্রি হলে এই ছেলেমেয়েরা কী করবে ? আমাদের গর্ব যে, এখানে ছেলেমেয়েরা ট্রেনিং নিচ্ছে আর তাঁদের বাইরে থেকে কাজের জন্য ডাক আসছে ৷ বাইরে কাজের জন্য গেলেও কিছুদিন পর আবার বাংলায় ফিরে আসুন ৷" মমতার দাবি, "আমাদের টার্গেট কর্মসংস্থান, কর্মসংকোচন নয় ৷"

আরও পড়ুন: 'বাংলা বিশ্বসেরা হবে', নিজে হাতে বার্লিনে পর্যটন পুরস্কার নিতে ইচ্ছুক মমতা

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানই যে তাঁর পাখির চোখ তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আর এই দুই ক্ষেত্রকে আরও চাঙ্গা করতে তাঁর সরকারের কাজের খতিয়ান তুলে ধরেছেন তিনি ৷ মমতা এ দিন জানান, "আমাদের 90 লক্ষ এমএসএমই ইউনিট তৈরি করা হয়েছে ৷ এক কোটি 36 লক্ষ লোক সেখানে কাজ করেন ৷ স্কুল ড্রেস তৈরি করার দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীগুলিকেই দিয়েছি ৷ আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি হচ্ছে ৷ কত লোকের কর্মসংস্থান হচ্ছে ! 540টি ক্লাস্টার তৈরি হয়েছে ৷ ইন্ডাস্ট্রিয়াল পার্ক 200টির বেশি তৈরি হচ্ছে ৷ স্কিল ট্রেনিং সেজন্যই প্রয়োজন ৷ সিলিকন ভ্যালিতেও লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে ৷ দেউচা পাচামির মতো বড় শিল্পও হচ্ছে ৷ ওটা হলে এক লক্ষ কর্মসংস্থান হবে ৷ ডানকুনি থেকে অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে ৷ রঘুনাথপুরে 2500 একর জমি দিয়েছি ৷ এ বার আর বাইরে গিয়ে চাকরি খুঁজতে হবে না, চাকরি ঘরে এসে ডাকবে ৷ শুধু খোঁজ রাখতে হবে ৷"

এ দিন ফের বিরোধীদের ও সংবাদমাধ্যমের একাংশকে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "এখানে কিছু রাজনৈতিক দল আছে, আর মিডিয়া আছে, যারা কোনও গন্ডগোল হলে ইঁদুর কামড়েছে বলে ঘুরে বেড়াচ্ছে ৷ আমি রেলমন্ত্রী থাকাকালীন বলতো চারিদিকে ইঁদুর ঘুরছে ৷ এখন তারা আর কিছু বলে না ৷" সরকারের ভালো দিকগুলি যথাযথ ভাবে তুলে ধরা হলে মানুষ প্রকল্পগুলি সম্পর্কে অনেক বেশি জানতে পারত ও তার সুবিধে নিতে পারত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মপ্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক । দেশজুড়ে এজেন্সিরাজ চলছে (Mamata on Agency Raj)।

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল হাজতে রয়েছেন ৷ অভিযোগের নিশানায় রয়েছেন শাসক দলের আরও বেশ কয়েকজন নেতা ৷ শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার-সহ নানা মামলায় রাজ্যে ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা নিয়ে এর আগেও বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এ দিন নেতাজি ইন্ডোরে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের মঞ্চ থেকেও সেই নিয়ে কেন্দ্রকে বিঁধলেন তিনি ৷

সরাসরি কোনও নাম উল্লেখ না করলেও কেন্দ্রকে একহাত নিয়ে মমতা এ দিন বলেন, "দেশজুড়ে এজেন্সিরাজ চলছে ৷ কোনও উন্নয়ন নেই ৷ আমরা এখানে কিছু বন্ধ হতে দিই না ৷ দেশের এই অবস্থা ৷ এই পরিবেশে দাঁড়িয়ে আমর শিল্পের পক্ষে ৷ কেন শিল্প বাইরে চলে যাবে ? একদিকে রেল বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি হচ্ছে, কোল বিক্রি হচ্ছে ৷ সব বিক্রি হলে এই ছেলেমেয়েরা কী করবে ? আমাদের গর্ব যে, এখানে ছেলেমেয়েরা ট্রেনিং নিচ্ছে আর তাঁদের বাইরে থেকে কাজের জন্য ডাক আসছে ৷ বাইরে কাজের জন্য গেলেও কিছুদিন পর আবার বাংলায় ফিরে আসুন ৷" মমতার দাবি, "আমাদের টার্গেট কর্মসংস্থান, কর্মসংকোচন নয় ৷"

আরও পড়ুন: 'বাংলা বিশ্বসেরা হবে', নিজে হাতে বার্লিনে পর্যটন পুরস্কার নিতে ইচ্ছুক মমতা

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানই যে তাঁর পাখির চোখ তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আর এই দুই ক্ষেত্রকে আরও চাঙ্গা করতে তাঁর সরকারের কাজের খতিয়ান তুলে ধরেছেন তিনি ৷ মমতা এ দিন জানান, "আমাদের 90 লক্ষ এমএসএমই ইউনিট তৈরি করা হয়েছে ৷ এক কোটি 36 লক্ষ লোক সেখানে কাজ করেন ৷ স্কুল ড্রেস তৈরি করার দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীগুলিকেই দিয়েছি ৷ আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি হচ্ছে ৷ কত লোকের কর্মসংস্থান হচ্ছে ! 540টি ক্লাস্টার তৈরি হয়েছে ৷ ইন্ডাস্ট্রিয়াল পার্ক 200টির বেশি তৈরি হচ্ছে ৷ স্কিল ট্রেনিং সেজন্যই প্রয়োজন ৷ সিলিকন ভ্যালিতেও লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে ৷ দেউচা পাচামির মতো বড় শিল্পও হচ্ছে ৷ ওটা হলে এক লক্ষ কর্মসংস্থান হবে ৷ ডানকুনি থেকে অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে ৷ রঘুনাথপুরে 2500 একর জমি দিয়েছি ৷ এ বার আর বাইরে গিয়ে চাকরি খুঁজতে হবে না, চাকরি ঘরে এসে ডাকবে ৷ শুধু খোঁজ রাখতে হবে ৷"

এ দিন ফের বিরোধীদের ও সংবাদমাধ্যমের একাংশকে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "এখানে কিছু রাজনৈতিক দল আছে, আর মিডিয়া আছে, যারা কোনও গন্ডগোল হলে ইঁদুর কামড়েছে বলে ঘুরে বেড়াচ্ছে ৷ আমি রেলমন্ত্রী থাকাকালীন বলতো চারিদিকে ইঁদুর ঘুরছে ৷ এখন তারা আর কিছু বলে না ৷" সরকারের ভালো দিকগুলি যথাযথ ভাবে তুলে ধরা হলে মানুষ প্রকল্পগুলি সম্পর্কে অনেক বেশি জানতে পারত ও তার সুবিধে নিতে পারত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Sep 12, 2022, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.