কলকাতা, 31 জুলাই : কোরোনা হাসপাতালগুলির পরিকাঠামো কেমন ? তা দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । শনি ও রবিবার রাজ্যের একাধিক কোরোনা হাসপাতাল পরিদর্শন করবে দলটি । সম্পূর্ণ ব্যবস্থা খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করা হবে ।
এই নিয়ে তৃতীয়বার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । গত দু'বার রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল তারা । সেবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের বক্তব্যকে সমর্থন জানিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তা নিয়ে বিতর্ক চরমে ওঠে ৷
সূত্রের খবর, যে কোরোনা হাসপাতালগুলিতে অনিয়মের অভিযোগ উঠেছে এবার সেগুলি পরিদর্শনে জোর দেবে প্রতিনিধি দল । এই তালিকায় প্রথম দিকে রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ ও উত্তর 24 পরগনার একটি বেসরকারি হাসপাতাল । এদিকে স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধি দল রাজ্যে আসার আগেই শহর ও শহরতলির বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যদপ্তরের একটি দল । তারপরই সাগর দত্ত হাসপাতালের সুপারকে বদলি করা হয় ।
জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দলটি বিভিন্ন কোরোনা হাসপাতাল ঘুরে একটি রিপোর্ট তৈরি করবে ৷ যা পেশ করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কাছে ।