ETV Bharat / city

রাজারহাট কোয়ারানটাইন সেন্টার পরিদর্শন কেন্দ্রীয় দলের - kolkata

রাজ্যের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল 20 তারিখ কলকাতায় পৌঁছয় ৷ তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত সামনে আসে ৷ দুপক্ষের মধ্যে চিঠি চালাচালিও হয় ৷ এরপর আজ থেকে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷

Central team visit Rajarhat quarantine centre
কেন্দ্রীয় দল
author img

By

Published : Apr 23, 2020, 11:25 AM IST

Updated : Apr 23, 2020, 2:18 PM IST

কলকাতা, 23 এপ্রিল : রাজ্যের সঙ্গে বৈঠকের পর অবশেষে শহরের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করল কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা আজ প্রথমেই যান রাজারহাট কোয়ারানটাইন সেন্টারে ৷

Bangur
কলকাতায় কেন্দ্রীয় দলের পরিদর্শনের মধ্যেই বাঙুর হাসপাতালে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যেই আজ কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে বিভিন্ন জায়গায় পরিদর্শনে বের হল কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ গতকাল রাজ্যের কাছে একটি তালিকা পেশ করেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷ সেই অনুযায়ী কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সংক্রমিত এলাকাগুলি পরিদর্শনের কথা রয়েছে তাঁদের ৷ আজ সকালেই রাজারহাট কোয়ারানটাইনে সেন্টারে পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷ সকাল 10টার সময় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় কুমার ও BSF-কে নিয়ে সেখানে পৌঁছন তাঁরা ৷ স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে কোয়ারানটাইন সেন্টারে সব ব্যবস্থা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখেন ৷ সেখানে থাকা মানুষজনের সঙ্গে কথাও বলেন ৷ নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীরা কি অবস্থায় রয়েছে তাও খতিয়ে দেখন তাঁরা । স্বাস্থ্যকর্মীরা সমস্ত সুবিধা পাচ্ছে কি না । তাঁদের কোনও অভাব অভিযোগ রয়েছে কি না এবং পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে কি না সব খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ এই কোয়ারানটাইন সেন্টার থেকে এক মা ও তার দুই সন্তান পালিয়ে গিয়েছিল । নিরাপত্তার অভাবের অভিযোগ উঠেছিল ।

bangur
কলকাতায় কেন্দ্রীয় দলের পরিদর্শনের মধ্যেই বাঙুর হাসপাতালে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

কেন্দ্রের প্রতিনিধি দলটি 20 এপ্রিল রাজ্যে পৌঁছয় ৷ যা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন শুরু হয় ৷ রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠিও পাঠানো হয় ৷ তাতে সংবিধানের 35 নম্বর ধারা ও সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে সহযোগিতার আর্জি জানানো হয় ৷ শেষপর্যন্ত কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার ৷ মুখ্যসচিব সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷ গতকাল প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দেন, তাঁরা কোন জায়গাগুলি পরিদর্শন করতে চান ৷

রাজারহাট কোয়ারানটাইন সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

কলকাতা, 23 এপ্রিল : রাজ্যের সঙ্গে বৈঠকের পর অবশেষে শহরের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করল কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা আজ প্রথমেই যান রাজারহাট কোয়ারানটাইন সেন্টারে ৷

Bangur
কলকাতায় কেন্দ্রীয় দলের পরিদর্শনের মধ্যেই বাঙুর হাসপাতালে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যেই আজ কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে বিভিন্ন জায়গায় পরিদর্শনে বের হল কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ গতকাল রাজ্যের কাছে একটি তালিকা পেশ করেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷ সেই অনুযায়ী কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সংক্রমিত এলাকাগুলি পরিদর্শনের কথা রয়েছে তাঁদের ৷ আজ সকালেই রাজারহাট কোয়ারানটাইনে সেন্টারে পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷ সকাল 10টার সময় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় কুমার ও BSF-কে নিয়ে সেখানে পৌঁছন তাঁরা ৷ স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে কোয়ারানটাইন সেন্টারে সব ব্যবস্থা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখেন ৷ সেখানে থাকা মানুষজনের সঙ্গে কথাও বলেন ৷ নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীরা কি অবস্থায় রয়েছে তাও খতিয়ে দেখন তাঁরা । স্বাস্থ্যকর্মীরা সমস্ত সুবিধা পাচ্ছে কি না । তাঁদের কোনও অভাব অভিযোগ রয়েছে কি না এবং পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে কি না সব খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ এই কোয়ারানটাইন সেন্টার থেকে এক মা ও তার দুই সন্তান পালিয়ে গিয়েছিল । নিরাপত্তার অভাবের অভিযোগ উঠেছিল ।

bangur
কলকাতায় কেন্দ্রীয় দলের পরিদর্শনের মধ্যেই বাঙুর হাসপাতালে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

কেন্দ্রের প্রতিনিধি দলটি 20 এপ্রিল রাজ্যে পৌঁছয় ৷ যা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন শুরু হয় ৷ রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠিও পাঠানো হয় ৷ তাতে সংবিধানের 35 নম্বর ধারা ও সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে সহযোগিতার আর্জি জানানো হয় ৷ শেষপর্যন্ত কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার ৷ মুখ্যসচিব সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷ গতকাল প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দেন, তাঁরা কোন জায়গাগুলি পরিদর্শন করতে চান ৷

রাজারহাট কোয়ারানটাইন সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল
Last Updated : Apr 23, 2020, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.