কলকাতা, 13 নভেম্বর : BSNL-এর বিদ্যুতের বকেয়া বিল নিয়ে নবান্নের দ্বারস্থ হল কেন্দ্র । BSNL-এর অফিসের বিদুৎ সংযোগ না কাটার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । বকেয়া বিল মেটানোর জন্য আগামী বছরের 31 মার্চ পর্যন্ত রাজ্য সরকারের কাছে সময় চেয়েছেন ।
দীর্ঘদিন ধরে BSNL-এর বিদ্যুতের বিল বকেয়া । রাজ্য বিদ্যুৎ বণ্টন কম্পানি একাধিকবার তাগাদা দিয়েছে । বকেয়া না মেটালে বিদ্যুৎ বণ্টন কম্পানি যদি সংযোগ কেটে দেয়, তাহলে ব্যহত হবে টেলিফোন পরিষেবা ।
![Central sent letter to CM Mamata Banerjee on BSNL's arrear electricity bill](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5054734_wb_nabanna.jpg)
তাই বকেয়া মেটানোর জন্য সময় চেয়ে রবিশঙ্কর প্রসাদ সরাসরি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ কেন্দ্রীয় মন্ত্রীর লেখা চিঠি ইতিমধ্যেই এসেছে নবান্নে । তবে এই চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে, তা অবশ্য এখনও জানা যায়নি ।