ETV Bharat / city

BJP online training : ছুতোনাতায় প্রশিক্ষণ এড়াচ্ছেন বিধায়করা, ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব

চব্বিশের লোকসভা ভোটের আগে দলীয় বিধায়কদের প্রশিক্ষণ দিতে অনলাইন ক্লাস চালু করেছে বিজেপি ৷ অভিযোগ, নানা কাজের অজুহাতে সেই শিবির এড়িয়ে যাচ্ছেন বাংলার অধিকাংশ বিজেপি বিধায়ক ৷ ঘটনায় ক্ষুব্ধ দলের শীর্ষ নেতারা ৷ এবার তাই হুইপ জারি করে নির্বাচিত প্রতিনিধিদের এইসব প্রশিক্ষণ শিবিরে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন তাঁরা ৷

central leadership wants all BJP MLAs to attain online training session
BJP online training : কাজের অজুহাতে ক্লাস বাঙ্ক করছেন বিজেপি বিধায়করা, ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব
author img

By

Published : Jul 22, 2021, 7:18 PM IST

কলকাতা, 22 জুলাই : কেন্দ্রীয় প্রশিক্ষণে নাকি ভারী অনীহা বিজেপির অধিকাংশ বিধায়কের ! দলীয় সূত্রে সামনে এসেছে এমনই তথ্য ৷ চব্বিশের লোকসভা ভোটের আগে বাংলায় দলের সংগঠনকে মজবুত করতে তৎপর গেরুয়া শিবির ৷ শীর্ষ নেতৃত্ব চাইছে, সাধারণ নির্বাচনের আগে মাঠ নামানো হোক সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীদের ৷ যাঁরা সহজেই মানুষের মন বুঝে জয়ের পথ প্রশস্ত করতে পারবেন ৷ আর সেই কারণেই দিল্লি থেকে অনলাইনে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির ৷ সেখানে নানা বিষয় নিয়ে দলীয় বিধায়কদের পাঠ দেওয়া হচ্ছে ৷ অভিযোগ, নানা কাজের অজুহাতে সেই ক্লাস এড়িয়ে যাচ্ছেন অধিকাংশ বিজেপি বিধায়ক !

আরও পড়ুন : তৃণমূলকে এক ইঞ্চিও ছাড় নয়, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলীপ-শুভেন্দুর

বিজেপি সূত্রে খবর, অনলাইনে প্রশিক্ষণ ঠিকঠাক হচ্ছে কিনা, তা জানতে নজরদারি চালায় দলের দিল্লির আইটি সেল ৷ সেই নজরদারিতেই ধরা পড়েছে বিজেপি বিধায়কদের এই ফাঁকিবাজি ৷ এরপরই দিল্লি থেকে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ প্রসঙ্গত, রাজ্যস্তরের বিভিন্ন নেতা-নেত্রী, নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের জন্য প্রশিক্ষণ শিবির চালু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই শিবিরে বিজেপি বিধায়কদের এই গরহাজিরায় বিরক্ত কেন্দ্রীয় নেতারা ৷ এবার তাই হুইপ জারি করে নির্বাচিত প্রতিনিধিদের এইসব প্রশিক্ষণ শিবিরে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন তাঁরা ৷

সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের নির্দশে সারা দেশের সবক’টি রাজ্যে এই প্রশিক্ষণ শিবির চলছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গের প্রশিক্ষণ শিবিরে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ কারণ, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসনে জয়লাভ করলেও একুশের বিধানসভা ভোটে সেই সাফল্য ধরে রাখতে পারেনি ৷ আর তাই চব্বিশের নির্বাচনে কোনও ফাঁক রাখতে চাইছেন না মোদি-শাহরা ৷

আরও পড়ুন : লক্ষ্য 2024, বুথস্তরের কর্মীদের প্রশিক্ষণ দিতে শিবির শুরু বিজেপির

কী কী চলছে এই প্রশিক্ষণ শিবিরে ? বিজেপির ভাবধারা, আদর্শ, কর্মপদ্ধতি, দলের সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ৷ এছাড়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হচ্ছে ৷ এইসব প্রকল্পের আওতায় রাজ্যের সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবেন, তা বোঝানো হচ্ছে ৷

এই বিষয়ে বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘বিজেপির অধিকাংশ বিধায়কই নতুন ৷ ফলে এঁরা এইভাবে প্রশিক্ষণ নিতে অভ্যস্ত নন ৷ অনেক বিধায়কই অনলাইনে সড়গড় নন ৷ তার ফলেও কিছু সমস্য়া হচ্ছে ৷ তবে সেসব মিটে যাবে ৷ আগামী দিনে বিজেপির সব বিধায়কই এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন ৷’’

কলকাতা, 22 জুলাই : কেন্দ্রীয় প্রশিক্ষণে নাকি ভারী অনীহা বিজেপির অধিকাংশ বিধায়কের ! দলীয় সূত্রে সামনে এসেছে এমনই তথ্য ৷ চব্বিশের লোকসভা ভোটের আগে বাংলায় দলের সংগঠনকে মজবুত করতে তৎপর গেরুয়া শিবির ৷ শীর্ষ নেতৃত্ব চাইছে, সাধারণ নির্বাচনের আগে মাঠ নামানো হোক সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীদের ৷ যাঁরা সহজেই মানুষের মন বুঝে জয়ের পথ প্রশস্ত করতে পারবেন ৷ আর সেই কারণেই দিল্লি থেকে অনলাইনে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির ৷ সেখানে নানা বিষয় নিয়ে দলীয় বিধায়কদের পাঠ দেওয়া হচ্ছে ৷ অভিযোগ, নানা কাজের অজুহাতে সেই ক্লাস এড়িয়ে যাচ্ছেন অধিকাংশ বিজেপি বিধায়ক !

আরও পড়ুন : তৃণমূলকে এক ইঞ্চিও ছাড় নয়, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলীপ-শুভেন্দুর

বিজেপি সূত্রে খবর, অনলাইনে প্রশিক্ষণ ঠিকঠাক হচ্ছে কিনা, তা জানতে নজরদারি চালায় দলের দিল্লির আইটি সেল ৷ সেই নজরদারিতেই ধরা পড়েছে বিজেপি বিধায়কদের এই ফাঁকিবাজি ৷ এরপরই দিল্লি থেকে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ প্রসঙ্গত, রাজ্যস্তরের বিভিন্ন নেতা-নেত্রী, নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের জন্য প্রশিক্ষণ শিবির চালু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই শিবিরে বিজেপি বিধায়কদের এই গরহাজিরায় বিরক্ত কেন্দ্রীয় নেতারা ৷ এবার তাই হুইপ জারি করে নির্বাচিত প্রতিনিধিদের এইসব প্রশিক্ষণ শিবিরে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন তাঁরা ৷

সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের নির্দশে সারা দেশের সবক’টি রাজ্যে এই প্রশিক্ষণ শিবির চলছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গের প্রশিক্ষণ শিবিরে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ কারণ, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসনে জয়লাভ করলেও একুশের বিধানসভা ভোটে সেই সাফল্য ধরে রাখতে পারেনি ৷ আর তাই চব্বিশের নির্বাচনে কোনও ফাঁক রাখতে চাইছেন না মোদি-শাহরা ৷

আরও পড়ুন : লক্ষ্য 2024, বুথস্তরের কর্মীদের প্রশিক্ষণ দিতে শিবির শুরু বিজেপির

কী কী চলছে এই প্রশিক্ষণ শিবিরে ? বিজেপির ভাবধারা, আদর্শ, কর্মপদ্ধতি, দলের সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ৷ এছাড়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হচ্ছে ৷ এইসব প্রকল্পের আওতায় রাজ্যের সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবেন, তা বোঝানো হচ্ছে ৷

এই বিষয়ে বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘বিজেপির অধিকাংশ বিধায়কই নতুন ৷ ফলে এঁরা এইভাবে প্রশিক্ষণ নিতে অভ্যস্ত নন ৷ অনেক বিধায়কই অনলাইনে সড়গড় নন ৷ তার ফলেও কিছু সমস্য়া হচ্ছে ৷ তবে সেসব মিটে যাবে ৷ আগামী দিনে বিজেপির সব বিধায়কই এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.